Jio Recharge update: জিও-এর সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান, একবার রিচার্জ-এ সারা বছর চিন্তা মুক্ত- আনলিমিটেড প্ল্যান
জিও সবসময় তার গ্রাহকদের নানা রকমের অনেক অফারের সুবিধা দেন । এবং যে সমস্ত জিও গ্রাহকরা এই ধরনের অফার খোঁজ করেন তাদের জন্য আমাদের আজকের নিবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। এই নিবন্ধে আমরা Jio-এর আরও একটি দুর্দান্ত অফার সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের কে জানাব।
Jio-এর এই মুহূর্তে সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে , 899 টাকার এই প্ল্যানে 336 দিন আপনকে রিচার্জের ক্তহা নিয়ে কোন চিন্তা করেতে হবে না।
Jio কোম্পানি শুরু থেকেই গ্রাহকদের অনেক সুবিধা দিয়ে আসছে। এবং এই সমস্ত কারনে Jio-এর গ্রাহকরা এটিকে একটি খুব ভাল এবং দক্ষ নেটওয়ার্ক হিসাবে ভরসা করেন এবং গ্রহকরা দিনে দিনে বাড়তে আছে। এবং সময়ে সময়ে, Jio কোম্পানি তার ব্যবহারকারীদের জন্য একাধিক অফার দিয়ে থাকেন। 2023 সালে সবচেয়ে শুরুতেই একটি ভাল অফার দিচ্ছে Jio কোম্পানি।
Jio তার ব্যবহারকারীদের জন্য আবার একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে, এই প্ল্যানে আপনি মাত্র 899 টাকার প্ল্যানে 336 বা প্রায় ১ বছর বৈধতা দিচ্ছে।
আসুন জেনে নেই এই পরিকল্পনার বিস্তারিত-
Jio তার JioPhone ব্যবহারকারীদের জন্য একটি নতুন প্ল্যান দিচ্ছে। তবে এটা মনে রাখবেন এটা কেবল জিও-ফোন ব্যাবহার কারিদের জন্য। এই প্ল্যানের নেওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে 899 টাকা, এবং কেবল এই একবার রিচার্জ করলে সারা বছরের টেনশন শেষ হয়ে যায়। এবং আপনার ফোন সার বছর জন্য কোন রিচার্জ করতে হবে না।
এই প্ল্যানের খরচ 899 টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীদের 336 দিনের বৈধতা থাকবে, এর পাশাপাশি জিও আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে ।
এখন দেখে নিই আর কি কি সুবিধা দিচ্ছে –
প্ল্যানের বৈধতা 336 দিন।
এই বৈধতা আপনাকে 12টি ভাগে , এবং প্রতি ভাগে 28 দিনের জন্য দেওয়া হবে।
এছাড়াও, প্রতি ভাগে এই 28 দিনের জন্য 2 জিবি ডেটা দেওয়া হবে।
তাই মোট আপনাকে 24 জিবি ডেটা দেওয়া হবে।
তবে সম্পূর্ণ ডেটা শেষ হওয়ার পরে ও ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন তবে ডেটার গতি কমে যাবে 64 Kbps-এ।
এছাড়া প্রতি 28 দিনে 50টি SMS করতে পারবেন।
যেকোনো নেটওয়ার্কে কল করার জন্য আপনাকে আনলিমিটেড কলিং এর সুবিধা থাকবে।
এর সঙ্গে সঙ্গে আপনাকে কিছু অ্যাপে অ্যাক্সেসও করতে পারবেন এবং আপনি JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এ বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে।
Jio 5G হরিদ্বারে চালু হয়ে গেল, এবার সারা ভারতে 226টি শহরে এই পরিষেবা উপলব্ধ, জেনে নিন এর সুবিধাগুলি
PMKVY-4.0: বেকার যুবকদের জন্য অর্থমন্ত্রীর নতুন ঘোষণা PMKVY-4.0