“Swiggy এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে?” আজকের এই নিবন্ধে আমি Swiggy এর সঙ্গে কিভাবে ব্যবসা করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। Swiggy এমন একটি কোম্পানি এর সঙ্গে যুক্ত হয়ে আপনি আপনার ব্যবসাকে অনেক তাড়াতাড়ি বড় করতে পারবেন। অথবা আপনি যদি বেকার হন তবে আপনিও Swiggy কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে পারবেন। এখানে আমি বিস্তারিত ভাবে সমস্ত তথ্য দিয়েছি, তাই এই লেখাটি পড়ার পরে আপনার সুইগির সাথে জুড়তে কোন সমস্যা হবে না। এই নিবন্ধটি পড়ুন এবং জানুন যে কোন কোন পদ্ধতিতে সুইগির সাথে কাজ করতে পারেন।
Swiggy কি ধরনের কোম্পানি কি কাজ করে ? (Swiggy , what kind of company, does work for in bengali?)
Swiggy হল একটি অনলাইন ফুড অর্ডারিং পরিষেবা প্রদানকারী কোম্পানি, 2014 সালের আগস্ট মাসে নন্দন রেডি, শ্রীহর্ষ মহিমা এবং রাহুল জৈমিনি দ্বারা সুইগি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাঙ্গালোর থেকে সুইগি-এর যাত্রা শুরু হয়, শুরুতে 25টি রেস্তোরাঁর সঙ্গে তারা যুক্ত হয়ে ৬জনে ডেলিভারি বয় কে নিয়ে। মাত্র ক্যেক বছরের মধ্যে এটি ভারতে একটি অনেক বড় কোম্পানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এখন এই কম্পানিতে প্রায় লক্ষাধিক মানুষ কাজ করছে। এবং প্রচুর অজানা রেস্টুরেন্ট যাদেরকে কেউ জানত বা চিনত না তারা এই Swiggyএর কারনে অনেক টাকা ইনকাম করছে। Swiggy এ পর্যন্ত 175টি শহরে পরিষেবা দিচ্ছে এবং এক লাখেরও বেশি রেস্তোরাঁর সঙ্গে পার্টনারশিপ করছে।
Swiggy এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে?( Swiggy এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে in Bengali?)
আপনি Swiggy এর সঙ্গে ২ ভাবে ব্যবসা করতে পারেন –
- আপনার যদি রেস্টুরেন্ট/হোটেল থাকে Swiggy এর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন।
2. Swiggy এর ডেলিভারি বয় হয়ে কাজ করতে পারবেন।
সুইগি পার্টনারশিপ ব্যবসা (Swiggy partnership business in Bengali)
আপনার যদি ছোট বা বড় রেস্তোরাঁ আছে এবং আপনার রেস্তোরাঁয় বেশি লোক আসছে না বা আপনি রেস্তোরাঁ শুরু করবেন ভাবছেন, তাহলে সুইগি – এর সঙ্গে আপনার পার্টনারশিপ করা উচিৎ, কারন সুইগি – এর সঙ্গে পার্টনারশিপ করে বহু রেস্তোরাঁ মানুষ উপকৃত হয়েছেন। আপনিও সুইগির মাধ্যমে আপনার রেস্টুরেন্টে গ্রাহকের সংখ্যা বাড়াতে পারেন। এর জন্য আপনাকে আপনার রেস্তোরাঁ বা ফুড সেন্টারকে সুইগি তে registration করতে হবে। আপনি নিম্নলিখিত উপায়ে এটি খুব সহজে করতে পারেন –
সুইগি এর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করার যোগ্যতা (Eligibility to do partnership business with Swiggy in Bengali)
আপনি যদি সুইগির পার্টনার হতে চান, তাহলে আপনি নিছের পয়েন্ট গুল ভাল ভাবে লক্ষ করবেন। সুইগির সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করার জন্য যা যা দরকার তা নিচে দেওয়া হল –
- Swiggy-এর পার্টনারশিপ ব্যবসা করতে হলে আপনার নিজের ফুড সেন্টার, খাদ্য ব্যবসা, রেস্টুরেন্ট, ক্যাফে থাকতে হবে।
- আপনার যদি নিজস্ব কোনো রেস্তোরাঁ না থাকে, তাহলে আপনি আপনার এলাকার যেকোনো রেস্তোরাঁর সঙ্গে ও পার্টনারশিপ করতে পারেন
- আপনার ব্যবসা ভারত সরকারের অধীনে registration হওয়া আবশ্যক।
- আপনার নিজের বা আপনার ব্যবসার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাও প্রয়োজন।
- আপনার ব্যবসার একটি ফুড লাইসেন্স থাকা খুবই দরকার।
- যদি এখনও আপনার ফুড লাইসেন্স না করে থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে।
- এছাড়াও, Swiggy-এ যোগ দিয়ে অংশীদার হওয়ার জন্য, আপনার একটি ক্যান্সিল চেক Swiggy কে দিতে হবে।
- FSSAI লাইসেন্স থাকাও বাধ্যতামূলক।
- GST এবং KYC নথি প্রস্তুত করতে হবে।
সুইগি এর সঙ্গে পার্টনারশিপ করার পদ্ধতি (How to partner with Swiggy in Bengali)
আপনি হয়ত জেনে খুব খুশি হবেন যে সুইগির এর সঙ্গে পার্টনারশিপ খুবই সহজ, আপনি নিচের পয়েন্টগুলো ফলো করলে খুব সহজেই সুইগি এর সদস্য হতে পারেন –
- সুইগির সঙ্গে পার্টনারশিপ তৈরি করার জন্য – সুইগির এর অফিসিয়াল ওয়েবসাইট কে আপনার ল্যাপটপ বা ডেক্সটপে ওপেন করুন এবং “পার্টনার উইথ আস” অপ্সানে ক্লিক করুন। https://partner-with- us.swiggy.com/onboard#/swiggy
- আপনি জদি মোবাইল অ্যাপ ব্যবহার করেন তবে মোবাইল অ্যাপ play Store থেকে “SWIGGY পার্টনার অ্যাপ” ইন্সটল করে নিন। https://play.google.com/store/apps/details?id=in.swiggy.partnerapp&hl=en_IN&gl=US
- এবার আপনি আপনি একটি ফর্ম পাবেন, এই ফর্মটি আপনি আপনার শহর নির্বাচন করুন, শহর বেছে নেওয়ার পরে আপনি আপনার রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্ট-এর ঠিকানা এবং আপনার ফোন নম্বর এর তথ্য দেবেন।
- আপনার যদি ফর্ম ভরতে অসুবিধা হয় তবে আপনি partnersupport@swiggy.in ইমেল করতে পারেন। ই-মেলে “I want to partner my restaurant with Swiggy” কথটি লিখবেন। এখত্রে মেল করেও আপলাই করতে পারেন।
- আপনি আপনার সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল করে নিলে , তার পরে Swiggy এর তরফ থেকে একটি কনফর্মেশন কল আসবে।
- আপনার রেস্টুরেন্টকে রেজিস্টার করার জন্য আপনাকে অ্যাপলাই করার পরে আপনাকে ৭-১৫ দিন পর্যন্ত ওয়েট করতে হবে।
- এর পরে আপনাকে স্বর্গী কে সেলস এগ্জিক্যুটিভ টিমের সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে! কনট্র্যাক্ট সাইন করার আগে আপনি ভাল করে পড়ুন।
এইভাবে আপনি খুব সহজে আপনার রেস্তোরাকে Swiggy এর সাথে রেজিস্টার করতে পারেন।
Swiggy এর সঙ্গে ব্যবসা করতে কত কমিশন কত বিনিয়োগ (How much commission to invest in doing business with Swiggy in Bengali)
Swiggy সঙ্গে পার্টনারশিপ করার পরে আপনার রেস্টুরেন্টের খাবার এবং তার পাপুল্যারিটি অনুযায়ী আপনাকে কমিশন দিতে হয়। শুরুতে সুইগি তার আপনার কাছ থেকে 15% থেকে 25% পর্যন্ত কমিশন নেয়। কিন্তু যখন আপনার প্রতিদিন 50 বা তার বেশী অর্ডার আসবে, তখন swiggy আপনার কাছ থেকে কোনো কমিশন নেবে না।
Swiggy এর সঙ্গে ব্যবসা করার লাভ (The benefits of doing business with Swiggy in Bengali)
Swiggy এর সঙ্গে ব্যবসা করলে আপনার ব্যবসায় লাভ অবশ্যই বাড়তে থাকবে।এখানে আপনার খাবারের আউটলেটের খাবার গ্রাহকের বাড়ি পর্যন্ত খুব সহজের পৌঁছে যাবে, এখানে আপনার ব্যবসার উন্নতি হবে তাই এখানে আপনার লাভ ও বাড়বে। এখানে সবচেয়ে বড় সুবিদ্ধা আপনার খাবার অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে।
Swiggy তে ডেলিভারি সার্ভিস দিয়ে আয় করতে পারেন।(You can earn with delivery service at Swiggy in Bengali)
আপনার যদি নিজস্ব কোনো রেস্তোরাঁ/হোটেল না থাকে, তাহলেও আপনি Swiggy থেকে আয় করতে পারবেন। আপনি ডেলিভারি পরিষেবা দিয়ে Swiggy -এর সাথে যোগ দিতে পারেন। যেকোনো অনলাইন শপিং অ্যাপ মতোই এই কাজটি করা হয়। এখানে আপনি ডেলিভারি বয় হিসাবে যোগদান করতে পারেন এবং মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে টাকা ইনকাম করতে পারেন।
Swiggy ডেলিভারি বয় হওয়ার যোগ্যতা? (Eligibility to be a Swiggy Delivery Boy in Bengali?)
সুইগি এর জন্য ডেলিভারি বয় হওয়ার জন্য আপনাকে বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। যেমন –
ডেলিভারি বয়কে কমপক্ষে দশম শ্রেনি পরীক্ষা পাস করতে হবে।
ডেলিভারি বয়ের কাছে মোটরসাইকেল বা সাইকেল থাকা দরকার।
আপনার আইডেন্টিটি প্রুফ জমা করতে হবে, এজন্য যেকোনো ধরনের আইডি কার্ডও থাকা দরকার।
আপনার নিজের একটি ব্যাংকও খাতা থাকা জরুরি।
ডেলিভারি বয়ের কাছে একটি স্মার্টফোন থাকা ভীষণ দরকার।
যদি আপনি এই সমস্ত বিষয়গুলি সব ঠিক থাকে তবে আপনি উপযুক্ত ব্যক্তি হিসাবে Swiggy তে ডেলিভারী বয় এর কাজ করতে পারেন৷
ডেলিভারি বয় এর জন্য Swiggy তে অ্যাপ্লাই কিভাবে করবেন ? (How to apply for Swiggy for Delivery Boy in Bengali?)
সুইগিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করার জন্য অ্যাপ্লাই করতে হলে , আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-
প্রথমে আপনি এটির অফিসিয়াল ওয়েবসাইটে যান।
এরপর আপনাকে “ride with us” বিকল্পটিতে ক্লিক করতে হবে।
এখন আপনার সামনে একটি নতুন পেজ ফর্ম আকারে খুলবে, এই পেজে আপনাকে আপনার নাম, মোবাইল নম্বর, আপনার গাড়ির ধরন, শহর, এলাকার নাম ইত্যাদি সঠিক ভাবে লিখতে হবে।
সঠিক তথ্য পূরণ-এর পর সাবমিট করার পর। আপনি Swiggy কোম্পানির কাছ থেকে একটি ফোন কল পাবেন।
তারপরে আপনাকে আপনার নিকটতম সুইগি কেন্দ্রে গিয়ে আপনার ডকুমেন্ট যাচাই করে নিতে হবে।
নথি যাচাই এর পরে, আপনাকে সুইগির কম্পানি থেকে টি-শার্ট এবং ব্যাগ দেওয়া হবে। এর পরে আপনি আপনার কাজ শুরু করতে পারেন।
Swiggy ডেলিভারি বয় হওয়ার জন্য কত খরচ হয়?( How much does it cost to be a Swiggy Delivery Boy in Bengali?)
আপনি যদি সুইগি ডেলিভারি বয় হতে চান তবে আপনার এটা জেনে রাখা দরকার যে আপনাকে joining fees হিসাবে 1200 থেকে 1500 টাকা জমা রাখতে হবে।
Swiggy ডেলিভারি বয় এর বেতন কত?( What is the salary of Swiggy Delivery Boy in Bengali?)
আপনি যদি সুইগি ডেলিভারি বয় হিসাবে কাজ করার কথা ভাবছেন, তবে এখানে কিন্তু কোন বেতন পাবেন না, এখানে আপনাকে কমিশন সিস্টেমে কাজ করতে হবে। তবে দেখা গেছে যে আপনি যদি এই কাজটি পার্ট টাইম করতে চান তবে আপনি সহজেই 10 থেকে 12 হাজার আয় করতে পারবেন, তবে আপনি যদি ফুলটাইম হন। আপনি একজন ডেলিভারি বয় হিসেবে কাজ করেন, তাহলে আপনি আরামে মাসে ₹25,000 উপার্জন করবেন। কারন সুইগি তে প্রচুর অর্ডার থাকে।
Swiggy ডেলিভারি বয়-এর কমিশন কত? (How Much is a Swiggy Delivery Boy’s Commission in Bengali?)
আপনি যখন সুইগি ডেলিভারি বয় হিসাবে কাজ করবেন তখন পণ্য ডেলিভারি দেওয়ার পর গ্রাহক আপনার আচরণ এবং পরিষেবাতে খুশি হয়ে আপনাকে পয়েন্ট দেন এবং সেই পয়েন্টগুলির উপর ভিত্তি করে কোম্পানি আপনাকে কমিশন দেয়। এই কমিশনের হার নির্দিষ্ট নয়, এটি বিভিন্ন কারণের উপর নির্ভর করে।