আগে বাড়িতে বিবাহ যোগ্য কন্যা বা পুত্র থাকলে বাবা-মা বা বাড়ির বড়রা ঘটকের কাছে যেতেন ঘটকালির মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে। কিন্তু বর্তমানে সেই ব্যবস্থার পরিবর্তন অনেকটা ঘটে গেছে, চল নেই তা একেবারেই বলা যায় না, তবে তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে ঘটক নয় ঘটকালি অ্যাপ, অর্থাৎ ম্যাট্রিমনিয়াল সাইটগুলি এখন ভীষণ ভবে ব্যবহার হয়। এই সমস্ত ওয়েবসাইটে পছন্দ মত জীবনসঙ্গী বেছে নেওয়ার অপশনও থাকে। কিন্তু সেই সাইটগুলিতে কোন পেশার পাত্রের অনুসন্ধান বেশি করা হয়? তা জানলে চমকে উঠবেন আপনিও হয়ত অবাকই হবেন।
হ্যাঁ, ঠিক বলছেন বা ভেবেছেন রিপোর্ট কিন্তু বলছে সরকারি চাকুরীজীবী পাত্র প্রথমের দিকেই নেই। তবে? সরকারি চাকুরীজীবী পাত্রের তুলনায় ব্যবসায়ী পাত্রই বেশি অনুসন্ধান করা হচ্ছে। তবে এটা আমার কথা নয় – একটি ভাষণে দেশের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এ নিয়ে বক্তব্য রাখেন। কি সেই বক্তব্য? চলুন জেনে নেওয়া যাক।
মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, অনলাইন ঘটকালি অ্যাপ ‘শাদি ডট কম’ এ সবচেয়ে বেশি যে কিওয়ার্ডটি সার্চ করা হয়েছে, তা হল, ‘স্টার্টআপ ফাউন্ডার’ । তবে আগের সময়টা একটু ভিন্ন প্রকৃতির ছিল। কন্যাদায়গ্রস্ত পিতা মাতা কিংবা অভিভাবকেরা পাত্র হিসেবে চাইতেন শিক্ষক, আইএএস, আইপিএস কিংবা সরকারি চাকুরীজীবী পাত্র।
ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহে তার বক্তব্যে জানান, বিশ্বস্ত সূত্রে তিনি জেনেছেন এখন অনেক ম্যাট্রিমোনিয়াল সাইটে যে পেশার পাত্রের অনুসন্ধান করা হয় তাদের মধ্যে নেই কোনো আইএএস, আইপিএস কিংবা নেই টাটা-বিড়লা কোম্পানির নাম । বরং এই প্রতিযোগিতায় প্রথম সারিতে রয়েছেন স্টার্টআপ কোম্পানির উচ্চ পদের কর্মী ও প্রতিষ্ঠাতারা। যদিও তিনি ট্যুইটে বলেছেন, এটি মজার ছলেই বলা । তবে এই বক্তব্যের পর রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সারা ফেলেছে বিষয়টি সেটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাই বাড়িতে বিবাহ যোগ্য কেউ থাকলে এই মত একটু যাচাই করে দেখে নিতে পারেন।
যদি আপনার এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।