সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক আভিনব সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে , অভাবি ও দুস্থদের জন্য স্থাপন করা হয়েছে স্মার্ট মেশিন। এই স্মার্ট মেশিন- বিশেষত এই যে এতে থাকা সুইচে চাপ দিলেই বের হবে রুটি।দুবাই শহরে যেন কেউ ক্ষুধার্ত না থাকে তার বন্দোবস্ত করতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে মোহাম্মদ বিন রশিদ গ্লোবাল সেন্টার ফর এনডাউমেন্ট কনসালটেন্সি (এমবিআরজিসিইসি)।
এমবিআরজিসিইসি এই প্রকল্পের নাম দিয়েছে ‘সবার জন্য রুটি’ কর্মসূচি। এবং শহরের বিভিন্ন যায়গায় এই স্মার্ট মেশিন স্থাপন করা হয়েছে , স্মার্ট মেশিন থেকে যেকোনো সময় অভাবগ্রস্তরা খাবার সংগ্রহ করতে পারবেন।
জানা গেছে, আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম করোনা মহামারির শুরুর দিকে বলেছিলেন, ‘আরব আমিরাতে কেউ ক্ষুধা বা অভাব নিয়ে ঘুমাতে যাবে না।’ তার সেই লক্ষ্য পূরণেই এই প্রকল্পটি চালু করা হয়েছে।
দুবাইয়ের আল মিজহার, আল ওয়ারকা, মিরডিফ, নাদ আলেশবা, নাদ আল হামার, আল কুজ ও আল বাদা এলাকার সুপারমার্কেটগুলোয় এসব স্মার্ট মেশিন স্থাপন করা হয়েছে।
যে কেউ এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এজন্য মেশিনে থাকা ‘অর্ডার’ বাটনে চাপ দিতে হবে। তারপরই ভেতরে রুটি তৈরি হয়ে একেবারে টাটকা বের হয়ে আসবে। এই সম্পূর্ণ ফ্রি। এর জন্য কাউকে কোন মুল্য দিতে হবে না।
‘সবার জন্য রুটি’ প্রকল্পটির আওতায় স্মার্ট মেশিন স্থাপনে সহযোগিতা করছে আসওয়াক। এমবিআরজিসিইসির পরিচালক জয়নাব জুমা আল তামিমি বলেন, ‘দান করার উদ্ভাবনী এ ধরন আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। উন্নত ভবিষ্যৎ গড়তে এবং মানুষকে সুখী রাখতে আমরা সমাধান বের করতে চাই।’
সত্যি এটা একটা অভাবনীয় পদক্ষেপ এবং মানব কল্যাণে এই ধরণের পদক্ষেপ নেওয়া ভীষণ দরকার।
যদি আপনাদের এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
সূত্র: গালফ নিউজ