টুইটারের মালিক- ইলন মাস্ক -এর হল কি? যবে থেকে ইলন মাস্ক টুইটার -এর মালিক হয়েছেন টুইটার সংস্থা একটার পর একটা সমস্যায় পড়ে আছেন। হতে পারে টুইটার-এর মালিকের নান রকম ছোট ছোট ভুলের জন্য তার কর্মীরা নানা রকমের সমস্যায় পড়ে যাচ্ছেন ।
টুইটারের সিঙ্গাপুর অফিসে অনেকগুলি মারাত্মক সমস্যার তৈরি হয়েছে, টুইটার-এর সিঙ্গাপুর অফিসের কর্মচারীরা অপিরস্কার টয়লেট , টয়লেটে টয়লেট পেপারের অভাব নিয়ে ভীষণ সমস্যায় ছিলেন । এখন ওই টুইটার-এর সিঙ্গাপুর অফিস-এর ভাড়া পরিশোধে না করায় অফিস কর্মীদের তাদের অবশ্যই বিল্ডিং ছেড়ে অবিলম্বে চলে যেতে বলা হয়েছে।
এর আগেও সান ফ্রান্সিসকোতে তার মাসিক ভাড়া পরিশোধে না করার কারনে টুইটারের সমস্যা চলছে। এই মুহূর্তে এলন মাস্ক কোম্পানির অবশিষ্ট সিঙ্গাপুরের কর্মচারীদের অফিসে না গিয়ে বাড়ী থেকে কাজ করার নির্দেশ পাঠিয়ে দিয়েছেন।
সিঙ্গাপুরে টুইটারের বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস আছে, বিশেষকরে প্রশান্ত মহাসাগরীয় ও এশিয়ার জন্য সিঙ্গাপুর টুইটারের একটি কেন্দ্রস্থল। বৃহস্পতিবার, Building Owner-এর এক টুইট সুত্রে জানা গেছে যে এই খবর তিনি টুইট করেছেন – “টুইটারের কর্মচারীরা এইমাত্র তার সিঙ্গাপুর অফিস থেকে – এর এশিয়া-প্যাসিফিক সদর দফতর – ভাড়া না দেওয়ার কারণে বের হয়ে গেছে”।”বাড়ী মালিকরা কর্মচারীদের বিল্ডিং থেকে বের করে দিয়েছেন,” ।
এর আগে টুইটার তার সান ফ্রান্সিসকো অফিসের $136,250 বিশাল পরিমাণ ভাড়া পরিশোধ না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে মামলা চলছে। তার পর এই খবর টুইটারের এর ফ্যানদের অনেকটা আশাহত করবে ।
বিশিষ্ট সংবাদ মিডিয়া “ইউএসএ টুডে” খবর অনুসারে, বাড়িওয়ালা কলম্বিয়া রেইট চায়নাটাউনের কাছে 650 ক্যালিফোর্নিয়া স্ট্রিটে ভাড়া না দেওয়ার জন্য টুইটারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ব্লুমবার্গের মতে, 16 ডিসেম্বর, 2022-এ, বাড়ী মালিক টুইটারের কে জানিয়ে দিয়েছিলনে যে হার্টফোর্ড বিল্ডিংয়ের 30 তম তলার ভাড়া যদি টুইটারের আর পাঁচ দিনের মধ্যে না শোধ করে তবে তবে “টুইটারের কোম্পানি” বাড়ী ভাড়ার জন্য ডিফল্ট হয়ে যাবে। এবং বিশেষজ্ঞ দের ধারনা এখন সেটাই ঘটল ।