আমরা অনেকেই মোবাইলে ভিডিও দেখতে ভালবাসি, কিন্তু আপনি কি জানেন এই ভিডিও দেখেই আপনি প্রচুর টাকা আয় করতে পারবনে। আমি জানি আপনি ভাবছেন এটা কিকরে সম্ভব। কিন্তু বাস্তবে এই ভিডিও দেখেই অনেকে অনেক টাকা আয় করছেন। এটাও আপনার একটা ভাল আয়ের রাস্তা হতে পারে।
আজকের এই খবরে আমি আপনাদের কিভাবে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন তা নিয়ে আলোচনা করব।সাধারন ভাবে আমরা আমাদের প্রতিদিনের জীবন-যাপনের ভেতর অনেকটা সময় মোবাইলে ভিডিও দেখে সময় অতিবাহিত করি।কিন্তু আপনি কি জানের যে এই মোবাইল দেখে আপনি অনেক টাকা ও ইনকাম করতে পারেন। আবার অন্য দিক থেকে আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে আপনার কি Youtube এ ভিডিও দেখার সময় বিজ্ঞাপন দেখতে ভাল লাগে। আমি নিশ্চিত যে আপনি বলবেন যে – “ খুবই বিরক্ত লাগে” । যদি বিজ্ঞাপন না হয় তবে সেটা খুব ভাল।কিন্তু যদি এমন হয় যে আপনি বিজ্ঞাপন দেখার জন্য টাকা পাবেন , তবে আপনি কি করবেন – অবশ্যই আমরা সবাই বিজ্ঞাপন দেখতে চাইব।
মোবাইলে ভিডিও দেখেই অনেক টাকা ইনকাম
কিন্তু এতাই সত্য, আপনি হয়ত জানলে অবাক হবেন যে ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইট আছে যা আপনাকে বিজ্ঞাপন, প্রিভিউ এবং সিনেমা এবং টিভি শো সহ অন্যান্য সামগ্রী দেখার জন্য টাকা দেয়। যদিও এটাও ঠিক যে আপনি এই টাকাতে একজন ধনী মানুষ হয়ে উঠতে পারবেন না, কিন্তু আপনি অবসর সময়ে অনলাইনে ভিডিও দেখেও বিভিন্ন রকমের গিফট কার্ড কিছু নগদ টাকা আয় করতে পারেন যা আপনাকে আপনার সঞ্চয়কে কিছুটা বাড়াতে সাহায্য করবে।
এখন আমি যে কথাটা বলব সেটা শুনে হয়ত আপনি আমাকে পাগল বলবেন কিন্তু আপনি আপনার বাড়িতে বসে ভিডিওগুলি দেখার জন্য প্রতি মাসে $225 পর্যন্ত ইনকাম করতে পারেন। “ইনবক্স ডলার” নামক কোম্পানির ভাইরাল ভিডিও দেখার জন্য প্রচুর টাকা দিয়ে থাকে, আপনিও তা ইনকাম করতে পারেন।
ভিডিও দেখে টাকা ইনকামের ১০টি মোবাইল অ্যাপ (10 mobile apps to earn money by watching videos in Bengali)
১। ইনবক্সডলারস(Inboxdollars in Bengali)
“ইনবক্স ডলারস” একটি ভীষণ জনপ্রিয় কোম্পানি এবং এই কোম্পানিটি 2000 সালে শুরু হয়েছিল। এবং তার পর থেকে হওয়ার পর থেকে “ইনবক্স ডলার” তার সদস্য বা মেম্বারদের প্রায় $59 মিলিয়নের বেশি অর্থ দিয়েছে। “ইনবক্স ডলারস ” হল একটি বৈধ ওয়েবসাইট যেখান থেকে আপনি অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন।
InboxDollars-এর ভিডিও চ্যানেলে আপনি আপনার পছন্দ মত ভিডিও দেখতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে। আপনি কতটা আয় করতে চান সেই মত করে আপনা ভিডিও ক্যাটাগরি পছন্দ করতে হবে এবং সময় ব্যয় করতে হবে। ভিডিও দেখে আপনি কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন। এখানে ভিডিও দেখার কোন নিয়ম নেই আপনি যত খুশি ভিডিও দেখতে পারেন। InboxDollars বড় বড় মাল্টি ন্যাশানাল কোম্পানিগুলির সঙ্গে চুক্তি করে তাদের সামগ্রি সাধারন মানুষের কাছে ভিডিও আকারে পৌঁছে দেয় ও তার থেকে অনেক টাকা ইনকাম করে তার একটি অংশ আপনাদের কে দেয়।
InboxDollars এ আরও বেশ কিছু ভাল দিক হল আপনি বেশী পরিমাণ ভিডিও দেখেন তবে আপনি আলাদা করে ভার্চুয়াল স্ক্র্যাচ-অফ কার্ড পেতে পারেন এতে অনেক নগদ পুরস্কার ও উপহার থাকে। তবে যখন আপনি আপনার অ্যাকাউন্টে $30 জমা করতে পারবনে তখন আপনি PayPal এর মাধ্যমে এই টাকা আপনার ব্যাঙ্ক খাতাতে ক্যাশ করতে পারবেন।
ইনবক্স ডলারস এ সাইন আপ করার জন্য কোন টাকার খরচ হয় না।
ইনবক্স ডলারস এছারাও বেশ কিছু লাভ পাবেন –
আপনি আপনার ইমেল আডি দিয়ে সাইন আপ করার সঙ্গে সঙ্গে একটি $5 বোনাস পাবেন।
টিভি দেখে বা অনলাইন গেম খেলেও অর্থ পাবেন।
আপনি অনলাইন সারভে করেও টাকা ইনকাম করতে পারেন।
এর আর একটি সুবিধা হল Sign Up বা রেজিস্ট্রেশন এর জন্য কোন খরচ নেই ।
২। মাইপয়েন্টস (MyPoints in Benglai)
MyPoints একটি পুরষ্কার এর ওয়েবসাইট, এটি 1996 সাল থেকে কাজ করে আসছে৷ এবং এই MyPoints এর “বেটার বিজনেস ব্যুরোতে” একটি ভাল রেটিং আছে, এছাড়া Trustpilot-এ প্রচুর ভাল ভাল রিভিউ আছে৷ MyPoints-এর সাহায্যে আপনি যখন কোন কেনাকাটা করবেন তখন অনলাইন সমীক্ষা থেকে বা গেম খেলে এবং অবশ্যই ভিডিও দেখে আপনি পয়েন্ট পেয়ে পুরস্কার অর্জন করতে পারেন।
MyPoints এর সাহায্যে ভিডিও দেখে পয়েন্ট অর্জন করার জন্য নিচের জিনিসগুলো জানা দরকার –
আপনাকে MyPoints-এর ভিডিওর একটি সম্পূর্ণ প্লেলিস্ট শেষ করতে হবে।
আপনি MyPoints-এর ভিডিও আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে পারেন।
অথবা আপনি MyPoints এর মোবাইল অ্যাপ ব্যবহার করে ও এই কাজটি করতে পারেন। যা আপনি কোন জায়গায় ট্রাভেল করতে করতে ও এই কাজটি শেষ করতে পারেন। এটি Android এবং iOS উভয়ের মোবাইল ফোন থেকে করা যায়।
ভিডিও প্লেলিস্ট দেখে আপনি প্রতিদিন সর্বাধিক 500 পয়েন্ট পর্যন্ত উপার্জন করতে পারেন।
MyPoints এর আরও একটি ভাল দিক হল MyPoints ইউনাইটেড এয়ারলাইন্সের সাথে Partnership করে এখানে আপনি আপনার পয়েন্ট ইউনাইটেড মাইলেজপ্লাস অ্যাকাউন্টে যোগ করতে পারেন। কিন্তু আপনার যদি traveling এর কোন পরিকল্পনা না থাকে, তাহলে আপনি 70টি খুচরা স্টল এবং রেস্তোরাঁ থেকে গিফট কার্ডও নিতে পারেন, অথবা PayPal ডিপোজিট এ আপনার পয়েন্ট রিডিম করতে পারেন।
MyPoints-এর আরও বেশ কিছু সুবিধা হল –
আপনি প্রথম 5টি সমীক্ষা শেষ করলে $5 ইনকাম করতে পারবেন৷
সারভে শেষ করলে টাকা পেয়ে যাবেন।
গিফট কার্ডের জন্য পয়েন্ট রিডিম করতে পারবেন।
এর আর একটি সুবিধা হল Sign Up বা রেজিস্ট্রেশন এর জন্য কোন খরচ নেই ।
MyPoints এর সঙ্গে যে ব্র্যান্ডগুলি রয়েছে তারা সবাই বড় ব্র্যান্ড যেমন – Amazon, Walmart,
ওয়েবসাইট – https://www.mypoints.com/
3. Swagbucks ( Swagbucks in Benglai)
Swagbucks একটি পুরষ্কার এর ওয়েবসাইট, এটি 2004 সাল থেকে কাজ করে আসছে৷ এবং Swagbucks এর “বেটার বিজনেস ব্যুরোতে” একটি ভাল রেটিং আছে, এছাড়া Trustpilot-এ প্রচুর ভাল ভাল রিভিউ আছে৷
অনেকটা MyPoints এর মত Swagbucks এর সাহায্য নিয়ে Swagbucks পার্টনার খুচরা বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটা করার জন্য, সারভে করার জন্য এবং ভিডিও দেখার জন্য পয়েন্ট উপার্জন করতে দেয়৷ এখন পর্যন্ত এটি তার ব্যবহারকারীদের $434 মিলিয়নেরও বেশি অর্থ দিয়েছে প্রতিদিন এই সাইট থেকে 7,000 গিফট কার্ড দেওয়া হয়। আপনি পেপ্যালের মাধ্যমে ক্যাশ আউট বা গিফট কার্ডের জন্য তাদের পয়েন্ট রিডিম করতে পারেন।
এর আর একটি সুবিধা হল Sign Up বা রেজিস্ট্রেশন এর জন্য কোন খরচ নেই ।
ওয়েবসাইট – https://www.swagbucks.com/
4. ক্যাশবাডি (CashBuddy in Benglai)
CashBuddy একটি জনপ্রিয় অ্যাপ, এই অ্যাপ থেকে আপনি বিভিন্ন কাজের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন । অনেক সময় কোন পণ্যের প্রচার-এর জন্য YouTube ভিডিও দেখার মতো সহজ কাজ করেও আপনি টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও,এখানে একটি ব্যবহারকারীর রেফারেল স্কিম থাকে যেখান থেকে আপনি নিশ্চিত পুরস্কার পেতে পারেন।
এই পুরস্কারগুলি সাধারণত ৫০ টাকার ভেতর হয়। আপনার পুরস্কার আপনি Paytm Wallet-এ জমা করে নিতে পারেন এবং তা পরে রিডিম করা যেতে পারে৷আপনি CashBuddy Android এ ফোন ব্যবহার করতে পারেন।
এর আর একটি সুবিধা হল Sign Up বা রেজিস্ট্রেশন এর জন্য কোন খরচ নেই ।
প্লে স্টোর লিঙ্ক – https://play.google.com/store/apps/details?id=com.databuddy.app&hl=en_IN&gl=US
4. কাশকিক (Kashkick in Benglai)
Kashkick কোম্পানি টি নতুন এবং এটি একটি বৈধ ওয়েবসাইট যা যেখানে থেকে আপনি বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করতে পারবেন।
Kashkick Programme এ যখন আপনি লগ-ইন করবেন এবং মেম্বার হয়ে যাবেন তখন আপনি কম্পিউটার বা মোবাইল ডিভাইসে থেকে ভিডিও দেখা, সার্ভে নেওয়া, গেম ডাউনলোড এবং খেলা-র জন্য পুরস্কৃত করা হয় ও পয়েন্ট পাওয়া যায়। প্রতিটি কাজের জন্য টাকার পরিমাণ আলাদা আলাদা হয়। মেম্বাররা তাদের Kashkick অ্যাকাউন্টে $10 থাকলে তা PayPal এর মাধ্যমে ক্যাশ করতে পারে। এর আর একটি সুবিধা হল Sign Up বা রেজিস্ট্রেশন এর জন্য কোন খরচ নেই ।
Kashkick আরও একটি ইনকামের রাস্তা আছে যা হল বন্ধুদের রেফার । যখন একজন বন্ধু আপনার রেফারেল লিঙ্কের সাহায্যে সাইন আপ করবে এবং Kashkick-এ কাজগুলি সম্পূর্ণ করবে, আপনি তাদের মোট উপার্জনের উপর 25% কমিশন পাবেন। এবং আপনার রেফারেল লিঙ্ক-এর মেম্বার রা যদি অতিরিক্ত টাকা ইনকাম করেন তবে আপনিও কমিশন হিসাবে ভাল টাকা ইনকাম করতে পারেন। রেফারেল করা সেই $10 পেআউট থ্রেশহোল্ড হিসাবে কাজ করে।
ওয়েবসাইট – https://www.kashkick.com/
5.গ্র্যাবপয়েন্টস (GrabPoints in Benglai)
GrabPoints একটি খুবই জনপ্রিয় মোবাইল অ্যাপ এটি 2014 সালে শুরু হয়েছে। GrabPoints মোবাইল অ্যাপ লগ ইন করার জন্য কোন খরচ লাগে না। এর মেম্বার দের সার্ভে এবং ভিডিও দেখার মতো কাজের জন্য পয়েন্ট দেওয়া হয়। GrabPoints এর ওয়েবসাইট সম্পর্কে Trustpilot-এ প্রচুর ভাল ভাল রিভিউ আছে৷
আপনি যখন GrabPoints-এ বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকে , আপনি আপনার পছন্দের চ্যানেল বেছে নিতে পারেন, তাই এখানে আপনাকে এমন কোন ভিডিও দেখতে হবে না যেটা আপনি পছন্দ করেন না। GrabPoints থেকে আপনি সব সময় কত পয়েন্ট পেয়েছেন এবং পুরষ্কার পেতে আপনাকে আর কতগুলি ভিডিও দেখতে হবে তা জানতে পারেন। আপনার 3,000 পয়েন্ট হয়ে গেলে তা $3 এর সমতুল্য হয়। আপনি PayPal থেকে টাকা ক্যাশ করে নিতে পারেন।
এর সুবিধা হল –
Sign Up এর জন্য কোন খরচ নেই ।
রিডিম্পশনের জন্য একটি কম থ্রেশহোল্ড
আপনি এটির অনুরোধ করার পরে 48 ঘন্টার মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন।
এই সব কারনে GrabPoints হল অনলাইন ভিডিও দেখে টাকা ইনকামের একটি ভাল উপায়। এখন থেকে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারেন।
ওয়েবসাইট – https://grabpoints.com/
আরও পড়ুন – মোবাইল দিয়ে সেরা কার্টুন তৈরি করার অ্যাপ ব্যবহার করে প্রচুর টাকা আয় করুন 2022
Q. অন লাইন ভিডিও দেখে কত টাকা ইনকাম করা যায় ?
Ans . – অন লাইন ভিডিও দেখে আপনি একেবারে ধনী হতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনি আপনার অবস্র সময়ে ভাল ইনকাম করতে পারবেন।
Q. অন লাইন ভিডিও দেখে ইনকামের টাকা কিভাবে ক্যাশ করা যায়?
Ans. – সমস্ত ওয়েবসাইট বা অ্যাপ থেকে আপনি আপনার ইনকাম করা টাকা paypal account এর মাধ্যমে নিজের ব্যঙ্ক খাতা তে নিতে পারবেন।
Q. কোন কোন অ্যাপ থেকে অন লাইন-এ টাকা ইনকাম করা যায় ?
Ans অন লাইনে বেশ কিছু অ্যাপ থেকে ইনকাম করা যায় যেমন – ইনবক্স ডলারস , .গ্র্যাবপয়েন্টস , কাশকিক , ক্যাশবাডি ইত্যাদি ,