Model activity task class 5 Science & Environment part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি বিজ্ঞান ও পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2 February 2022 Answers

You are currently viewing Model activity task class 5 Science & Environment part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি বিজ্ঞান ও পরিবেশ  মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2 February 2022 Answers

Model activity task class 5 Science & Environment part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি বিজ্ঞান ও পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2 February 2022 Answers

  ছাত্ররা তোমরা সবাই ভাল আছ তো ? আজকের এই নিবন্ধে আমি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Model activity task class 5 Science & Environment part 2 নিয়ে এসেছি। তুমি এবং তোমার বন্ধুরা সবাই এই Model activity task class 5 math part 2 নিয়ে অনুশীলন করতে পার। এই Model activity task class 5 Science & Environment part 2 নিয়ে অনুশীলন করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আমরা তোমাদের জন্য সমস্ত বিষয়ের উপর নিয়মিত Model activity task class 5 ও অন্যান্য ক্লাসের জন্য ও আলোচনা করব ।

নিচে Model activity task class 5 Science & Environment part 2 দেওয়া হল তোমারা এই টাস্কগুলো নিয়ে অনুশীলন কর ।

Model activity task class 5 Science & Environment part 2

১। নিচের প্রশ্নগুলির সঠিক ভাবে উত্তর লেখাে : প্রতিটি প্রশ্নের মান – ২

(ক) কি কি উপাদান দিয়ে ORS তৈরি করা হয় ?

উত্তর – চিনি, লবণ ও বিশুদ্ধ জল হল ORS এর প্রধান উপদান। এক লিটার জল ভালো করে গরম করে নিয়ে ৬ চা চামচ চিনি ও আধ চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে। এবং এটাই একটা ভাল ORS .

খ) ভূমিক্ষয় -এর কারন গুলি কি কি উল্লেখ কর ?

উত্তর – ভূমিক্ষয়  প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুই কারণে হতে পারে।

প্রাকৃতিক কারণগুলির ভেতর হল – বৃষ্টি, বাতাস, ঝড়, খরা, বন্যা ।

অপ্রাকৃতিক কারণগুলির ভেতর হল – বৃক্ষ ছেদন, ঝুম চাষ ইত্যাদি । এইসব কারণে ভূমিক্ষয় হয়। 

গ) মানবদেহের তিনটি প্রধান হাড়ের নাম লিখ এবং কোথায় পাওয়া যায় তা লিখ।

উত্তর –

মানবদেহে 200 টিরও বেশি হাড় রয়েছে তবে তিনটি প্রধান হাড় হল:

ফিমার – ফিমার মানবদেহের বৃহত্তম এবং শক্তিশালী হাড়। এটি পায়ের উপরের অংশে অবস্থিত, নিতম্ব থেকে হাঁটুর জয়েন্ট পর্যন্ত প্রসারিত।

স্কাল- মাথার খুলি একটি হাড়ের গঠন যা মাথা গঠন করে এবং মস্তিষ্ককে রক্ষা করে। এটি সামনের হাড়, প্যারিটাল হাড়, টেম্পোরাল হাড় এবং অসিপিটাল হাড় সহ একাধিক হাড়ের সমন্বয়ে গঠিত।

পেলভিস – পেলভিস হল একটি বড়, জটিল হাড়ের গঠন যা মেরুদণ্ডের গোড়ায় অবস্থিত। এটি ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস সহ বেশ কয়েকটি হাড় নিয়ে গঠিত এবং সকেট তৈরি করে যা ফিমারকে জায়গায় রাখে।

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির নড়াচড়া, সমর্থন এবং সুরক্ষার জন্য এই তিনটি হাড় অপরিহার্য।

Model activity task class 5 Science & Environment part 2

Model activity task class 5 Science & Environment part 2 February 2022 Answers

Model activity task class 5 Science & Environment part 2

ঘ) মাটির একটি করে উপকারী এবং অপকারী উপাদানের নাম লেখ। 

উত্তর – মাটির সবথেকে যে পরম উপকারী  উপাদান তা হল – কেঁচো। 

এবং মাটির অপকারী উপাদান হল – কঠিন আবর্জনা ও  প্লাস্টিক। 

ঙ)  দুটি অমেরুদন্ডী প্রাণীর উদাহরণ লেখ ?

উঃ – মৌমাছি এবং কেঁচো এরা অমেরুদন্ডী প্রাণী।

চ) পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী বিধিনিষেধ জারি করতে হবে?

উঃ পুকুরের আশেপাশের এলাকায় সার এবং কীটনাশক ব্যবহার সীমিত করুন যাতে জলের পুষ্টির প্রবাহ এবং সম্ভাব্য দূষণ কম হয়।

আবর্জনা, উঠোনের বর্জ্য, যেকোন প্রকার বর্জ্য পদার্থ পুকুরে বা তার কাছাকাছি জমা করা নিষিদ্ধ করুন।

মানুষ বা পশুর বর্জ্য থেকে দূষণ রোধ করতে পশুর স্নান বা পুকুরে প্রবেশ সীমিত করুন।

ছ) অগভীর টিউবওয়েল থেকে পানি পান করা উচিত নয় কেন?

উঃ দূষণ: অগভীর নলকূপগুলি ভূপৃষ্ঠের জল, জলস্রোত এবং দূষণকারী, যেমন কীটনাশক, সার এবং প্রাণীর বর্জ্য থেকে দূষিত হওয়ার প্রবণতা বেশি ।

আর্সেনিক: কিছু এলাকায়, অগভীর নলকূপগুলি প্রাকৃতিকভাবে উপস্থিত আর্সেনিক দ্বারা দূষিত হতে পারে, যা একটি বিষাক্ত উপাদান ।

টর্বিডিটি: অগভীর নলকূপের পানিতে উচ্চ মাত্রার টর্বিডিটি থাকতে পারে, যা এর জন্য অনেকটা ঘোলাটে হয়।

Model activity task class 5 Science & Environment part 2

Model activity task class 5 math part 2 February 2022 Answers

FAQ


Q. ২ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত?

An.s ২ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল ৯৯

Q. ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত?

An.s ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল ৯৯৯৯৯

শেয়ার করুন -

Leave a Reply