বর্তমান দিনে প্রতিটি পরিবারের সংসার খরচ দিনে দিনে বেড়েই চলেছে, এদের মাধ্যে বিদ্যুৎ বিলের খরচ অনেক বড় খরচে পরিণত হয়েছে । তবে আর করতে হবে না কোন চিন্তা। এবার টানা ২৫ বছর পাওয়া যাবে বিনা খরচে বিদ্যুৎ। এমনই এক নতুন প্রকল্প নিয়ে এসেছে ভারত সরকার। যাতে একদিকে বাঁচে বিদ্যুৎ খরচ অন্যদিকে কমে পরিবেশ দূষণ।
চলতি বছরের শেষে সৌর বিদ্যুৎ থেকে ১০০ গিগাবাইট বিদ্যুৎ উৎপাদনের (Solar Plant) টার্গেট নিয়েছে ভারত সরকার। তবে এই ১০০ গিগাবাইটের মধ্যে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বা শক্তি ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। অনেকেই হয়তো জানেন, প্যানেল স্থাপনে খরচ হয় প্রচুর। তবে এই সৌর প্যানেল এক জায়গা থেকে অন্য জায়গায় অতি সহজেই সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
প্রকল্পের কি কি সুবিধা আছে –
প্যানেল (Solar Plant) স্থাপনের জন্য দেওয়া হবে ভর্তুকি। তবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের তরফে নয় একাধিক রাজ্য সরকারও দিচ্ছে অতিরিক্ত ভর্তুকি।
শুধু তাই নয় আপনি আপনার প্ল্যান্টে তৈরি বিদ্যুৎ বিক্রি করেও আয় করতে পারবেন। অর্থাৎ বাড়ির ছাদে বসানোর সৌর প্যানেলগুলিতে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হলে তা বিক্রি করা যেতে পারে।
সবচেয়ে প্রধান সুবিধা হল সৌর প্যানেল বসানোর সঙ্গে সঙ্গে প্রতি মাসে বিদ্যুৎ বিলের ঝামেলা এবং খরচ থেকে চিরতরে পাওয়া যাবে মুক্তি। কারণ বাড়ির ছাদে বসানো সোলার প্যানেল থেকে তৈরি হবে দৈনন্দিন ব্যবহারের জন্য বিদ্যুৎ।
কত কিলোওয়াট সৌর প্যানেল বসানো দরকার?
যেহেতু সোলার রুফটপ সাবসিডি স্কিমে তিনটি সহজ কিস্তিতে টাকা মেটানোর সুবিধা পাওয়া যায় তাই মাত্র ২.৫ বছরে এই সমস্ত খরচ মিটিয়ে দেওয়া যাবে।
সাধারণত একটি বাড়ির জন্য ২ থেকে ৪ কিলোওয়াটের একটি সোলার প্যানেল বসালেই তা যথেষ্ট।
এর সাহায্যে কত টাকা খরচে কি কি ব্যবহার করা যেতে পারে?
এই ২ থেকে ৪ কিলোওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে একটি AC, ২ থেকে ৪টি ফ্যান, একটি ফ্রিজ, ৬ থেকে ৮টি LED লাইট, ১টি জলের মোটর এবং টিভির মতো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা যাবে।
কত কিলোওয়াট প্যানেল লাগাতে কত টাকা খরচ হবে?
এক্ষেত্রে যদি বাড়ির ছাদে ৫০০ বর্গফুটে আপনি প্যানেল বসান সেক্ষেত্রে আপনার প্যানেলের পাওয়ার হবে ৪.৬ কিলোওয়াট। যেটিতে খরচ হবে মোট ১.৮৮ লক্ষ টাকা। তবে ঘাবড়ানোর কোন কারণ নেই, আপনাকে মাত্র ১.২৬ লক্ষ টাকা করতে হবে পরিশোধ। বাকিটা সরকার থেকে দেওয়া হবে ভর্তুকি।
অন্যদিকে যদি ২ কিলোওয়াটের প্যানেল বসানো হয় সেক্ষেত্রে খরচ হবে ১.২০ লক্ষ টাকা। তিন কিলোওয়াট এর সোলার রুফটপ প্যানেল স্থাপনের জন্য সরকার থেকে ৪০ শতাংশ ভর্তুকি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আসল খরচ ৭২ হাজার টাকা (Solar Plant) হলেও সরকারের কাছ থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে ভর্তুকি।
ভর্তুকির জন্য কি ভাবে আবেদন করবেন –
এই প্রকল্পের সরকারের তরফ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দেওয়া হচ্ছে ভর্তুকি । তবে এটি ইন্সটল করতে হলে সর্বপ্রথম রাজ্য সরকারের রিনিউয়েবল কর্তৃপক্ষের কাছে যেতে হবে।
সোলার রুফটপ ইনস্টল করার জন্য লগ ইন করুন- https://solarrooftop.gov.in
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।