ভারতীয় দল হেরেছে কিন্তু ভারত অধিনায়কের রেকর্ড করা থামেনি, মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নজির গড়লেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটার মার্টিন গাপ্টিলের বিশ্বরেকর্ডকে তিনি ধরে ফেললেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড এখন তাঁদের দু’জনের দখলে ।
ভারত- অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় ওভারে ভারতীয় দলের অধিনায়ক প্যাট কামিন্সকে ছয় মেরে গাপ্টিলের বিশ্বরেকর্ড স্পর্শ করেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত এবং গাপ্টিলের মারা ছয়ের সংখ্যা মোট ১৭২। তবে গাপ্টিল এই কীর্তি গড়তে মোট ১২১টি ম্যাচ খেলেছেন এবং ১৭২টি ছয়ের পাশাপাশি ৩০৬টি চার ও মেরেছেন। যেখানে ভারত আধিনায়ক রোহিত ১৭২টি ছয় মারতে নিলেন ১৩৭টি ম্যাচ খেলেছেন এবং তিনি চার মেরেছেন ৩২৪টি।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল ও কম জান না, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মারার সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল। তিনি ৭৯ টি ম্যাচ খেলে মেরেছেন ১২৪টি ছয় মেরেছেন, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান, টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ছয়ের সংখ্যা ১২০টি। ১১৭টি ছয় মেরে এই তালিকার পঞ্চম স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাদা বলেরর ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
যদি আপনাদের এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।