গেট উপর দিয়ে লাফ দিয়ে বিহার বোর্ডের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার মরিয়া চেষ্টা করছে মেয়েরা, আসল কারণ সবাই কে অবাক করবে।
সম্প্রতি বিহারের নালন্দার পরীক্ষা কেন্দ্রের একটি ছবি সারা দেশ বিদেশে ভাইরাল হয়ে গেছে। এই ছবিতে দেখা যাচ্ছে যে , মেয়েরা তাদের নিজের পরীক্ষার হলে যাওয়ার জন্য পরীক্ষার কেন্দ্রের গেট লাফিয়ে ভেতরে যাচ্ছে।
সংবাদ সুত্রে জানা যাচ্ছে বিহার বোর্ডের 12 তম পরীক্ষায় অংশ নিতে যাওয়া ছাত্রীদের পরীক্ষার ভীষণ সমস্যায় পড়তে হয়েছে । কারন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে যাওয়ার সময় দেখা যায় যে সেখানে গেট খোলা ছিল না। পরীক্ষার হলে ঢোকার জন্য ছাত্রীদের স্কুলের পয়েন্টেড গেটের ওপর দিয়ে লাফিয়ে পড়তে হয়।
এই ছবিটি বিহারের , বিহারশরিফের কেএসটি কলেজের, এবং এই ছবিতে দেখা যাচ্ছে যে প্রচুর মেয়ে শিক্ষার্থী লোহার রডের গেটের উপর দিয়ে লাফিয়ে ভেতরে যাচ্ছেন এবং এরা প্রবেশদ্বার বন্ধ হওয়ার পরে পরীক্ষা কেন্দ্রের ভিতরে যাচ্ছেন।
সুত্রের খবর অনুযায়ী কেন্দ্রের গেট না খোলার কারণে মেয়েদের পরীক্ষাও মিস হয়ে জয়ার ভয়ে এই কাণ্ড । তবে অনেকে দুর্বল পরীক্ষার ব্যবস্থার কারণে ছাত্রীদের গেট লাফিয়েপরীক্ষার চত্বরের ভেতরে যেতে হয়েছে। তথ্যমতে, এই কেন্দ্রটি শুধুমাত্র ছাত্রীদের জন্য ছিল।
তবে বিহার বোর্ড , BSEB-এর তরফে জানানো হয়েছে, পরীক্ষার নিয়ম ছিল যে পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হবে, এরপর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দ্বিতীয় শিফটের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুপুর ১টা ৩৫ মিনিটের মধ্যে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। উল্লেখিত সময়ের পরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
BSEB বিহার বোর্ডের 12তম প্রথম শিফটের পরীক্ষা 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। বিহার বোর্ডের পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিহার বোর্ড-এর ইন্টার 2023 পরীক্ষা 1 থেকে 11 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত চলবে ।