বাবা মুম্বাই শহরে জুতো সেলাই করতেন , আজ তার কোম্পানির বার্ষিক টার্নওভার ৫০০ কোটি, ৪৫০০ জন লোক কাজ করে
জীবনে বড় হতে হলে সব সময় ধৈর্য্য, পরিশ্রম করার মানসিকতা এবং সঠিক লক্ষ্য থাকা দরকার , তাহলে সফলতা ঠিক সময়েই আসে। জীবনে সফলতা কেবলমাত্র তাদেরই কাছে আসে যারা হাল ছেড়ে না দিয়ে তাদের লক্ষ্য অনুসরণ করে চলেছেন। ঠিক এরম এক দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের অশোক খাদে। তার জীবন বৃত্তান্ত অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে।