মোবাইল দিয়ে সেরা কার্টুন তৈরি করার অ্যাপ ব্যবহার করে প্রচুরটাকা আয় করুন 2022। (Make money by using best cartoon apps in mobile in Bengali)
“মোবাইল দিয়ে সেরা কার্টুন তৈরি করার অ্যাপ ব্যবহার করে প্রচুরটাকা আয় করুন 2022“ আজকের এই নিবন্ধে আমি আপনাদের মোবাইলের মাধ্যমে কার্টুন তৈরি করে কিভাবে টাকা ইনকাম করা যায় তার কথা বলব। আজকের দিনে কার্টুন বা অ্যানিমেশান শিল্প একটা অনেক বড় শিল্পে পরিণত হয়েছে। এবং এই কার্টুন তৈরি করা খুব কঠিন কাজ নয়। আপনি আপনার মোবাইল ব্যবহার করে এই কাজটি করতে পারেন।
একথা সত্যি যে আপনি নিজে খবু শহজে কার্টুন মুভি তৈরি করতে পারেন। আপনি প্রথমে নিজে যেকোনো গল্প তৈরি করুন, তাতে নিজের ভয়েস রেকর্ডিং করুন। এখন আপনি আপনার মোবাইল বা স্মার্ট ফোনের সাহায্যে কার্টুন তৈরি করার অ্যাপ ব্যাবহার করে অ্যানিমেশানের সাহায্যে , সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে পারেন। আমি আজকে বেশ কয়েকটি মোবাইল অ্যাপ এর কথা আপনাদের বলব যে অ্যাপ বা টুল ব্যবহার করে আপনি ও এই কাজটি খুব সহজেই করতে পারবেন ও এই কাজ করে অনেক টাকা ও আয় করতে পারবেন। আপনি এই টুলগুলি ব্যবহার করে ব্রেকিং নিউজ, গেম ডিজাইন বা কোন সুন্দর ফটো অ্যালবাম তৈরি করতে পারবেন।
আমরা এখনকার সময়কে অ্যানিমেশন এবং কার্টুনের যুগ বলা হয়। আমরা প্রত্যেকেই আমাদের পারিবারিক অনুষ্ঠানর অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে চাই।এবং আজকের দিনে প্রচুর পরিমাণে অ্যানিমেটেড সিনামা, সিরিয়াল ,কার্টুন ভিডিও তৈরি হচ্ছে। নির্মাতারা এই সমস্ত ভিডিও, সিনামা, সিরিয়াল তৈরি করার জন্য অনেক টাকা খরচ করা হয়। নিচে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ দেওয়া হল৷ খুব সহজেই এই অ্যাপগুলি ব্যবহার করে কার্টুন তৈরি করে অনেক টাকা উপার্জন করতে পারবেন, নিজে এই ধরনের ভিডিও তৈরি করতে ভীষণ মজা ও পাবেন, এবং নিজে তারকা হয়ে উঠতে পারেন৷
কার্টুন ভিডিও তৈরি করার জন্য কি কি লাগবে ? ( What’s need to make Cartoon Video?)
কার্টুন ভিডিও তৈরি করা খুব সহজ , এই ধরনের কাজ করার জন্য আপনাকে সামান্য কয়েকটি জিনিসের দরকার পড়ে।
প্রথম যেটা দরকার একটি অ্যান্ড্রয়েড ফোন, যা আমাদের প্রায় সবার কাছে থাকে।
তারপর যেটা লাগবে একটি ভাল কার্টুন তৈরি করার অ্যান্ড্রয়েড অ্যাপ । এই দুটো জিনিস পেয়ে গেলে আপনি খুব সহজেই কার্টুন তৈরি করতে পারবেন।
ফ্লিপ্যাক্লিপ ( FlipaClip in Bengali)
ফ্লিপ্যাক্লিপ এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে মানুষ অ্যানিমেশান-এর জন্য অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপটি ব্যবহার করে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা অ্যাপগুলির মধ্যে ফ্লিপ্যাক্লিপ একটি৷ প্রায় 10 মিলিয়নেরও বেশি বার এই অ্যাপটি ডাউনলোড হয়েছে। এই অ্যাপের সাহায্যে আপনি বিভিন্ন অঙ্কন টুলস পেয়ে যাবেন। আপনি খুব সহজেই ক্যানভাসের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ফ্লিপ্যাক্লিপ অ্যাপটি ফ্রেম-বাই-ফ্রেমের পদ্ধতিতে কাজ করে।এছাড়া এই অ্যাপের একটি বাড়তি সুবিধা হল। আপনি আপনার বন্ধুদের সাথে আপনার ভিডিও খুব শহজে শেয়ার করতে পারেন।
এটি খুব সহজেই আপনি শিখতে পারবেন। এবং এর টুলস গুলি নিয়ন্ত্রণকরা খুব সহজ এবং আপনি খুব সহজেই অ্যানিমেশন করতে পারবেন।
ফ্লিপ্যাক্লিপ-এর বৈশিষ্ট্য –
• সহজ এর টুল ব্যবহার করে আঁকা যায়, (Shapes, Brushes, Lasso, Text Fonts, Ruler etc)
• নানা রকমের ক্যানভাসের সাইজ পেয়ে যাবেন।
• বিভিন্ন স্টাইল সাপোর্ট করে।
• বিনামূল্যে 3 লেয়ার পর্যন্ত কাজ করতে পারবেন।
• ফ্রেম ভিউয়ার এর সুবিধা।
• ওভারলে গ্রিড এর সুবিধা।
• অডিও বা ভয়েস রেকর্ডিং করে অ্যাড বা যোগ এবং এডিটিং করতে পারবেন।
• আপনি যেকোনো ছবিকে অ্যানিমেট করতে পারেন বা ক্লিপের উপরে ছবি আঁকুতে পারেন।
• MP4 বা GIF হিসাবে একে সেভ বা স্টোর করতে পারবেন।
গুগুল প্লে স্টোরে এই অ্যাপটি পেয়ে যাবেন লিঙ্ক নিচে –
https://play.google.com/store/apps/details?id=com.vblast.flipaclip&hl=en_IN&gl=US
নিচের ভিডিও টা দেখবেন , কিভাবে FlipaClip দিয়ে কার্টুন তৈরি করতে হয় তার একটা টিউটোরিয়াল দেওয়া হল , এটা আপনাকে অনেক সাহায্য সাহায্য করবে –
ড্র কার্টুন 2(DRAW CARTOONS 2 in Bengali)
“ড্র কার্টুন 2” মোবাইল অ্যাপ ব্যবহার করে খুব সহজেই কার্টুন তৈরি করা যায়। এর জন্য আপনাকে খুব বেশী ট্রেনিং এর দরকার পড়ে না। এই অ্যাপটির একটি খুব ভাল গুন হল আপনি যেকোনো কার্টুন-এ মিউজিক ও ভয়েস আলাদা করে যোগ করতে পারেন। এই অ্যাপ-এর নিজস্ব লাইব্রেরী থেকে আপনার মত করে Character গুলো কে পরিবর্তন করতে পারবেন। এই অ্যাপ-এর আর একটি ভাল বশিষ্ঠ হল “key frame” এর সাহায্যে খুব সহজেই অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এই অ্যাপের বেশিরভাগ ফিচারগুলো ফ্রী কিন্তু কিছু স্পেশাল ফিচার আছে যেগুলো আপনি কিনে নিতে পারেন ও আরও ভাল ভাবে ও শহজে কার্টুন ও অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এই অ্যাপে আপনি কাজ করলে আপনি অটো সেভিং মোডে কাজ করতে পারবেন। ২০১৫ তে এই অ্যাপটি রিলিজ হয়ার পর বেশ কিছু বাগ (সমস্যা) দেখা গেছিল কিন্তু এদের প্রস্তুত কারকরা। প্রায় সমস্ত সমস্যা গুলি কাটিয়ে ফেলেছেন। এখন এই অ্যাপ তি সারা পৃথিবী তে প্রচুর মানুষ ব্যবহার করে।
গুগুল প্লে স্টোরে এই অ্যাপটি পেয়ে যাবেন – https://play.google.com/store/apps/details?id=com.zalivka.animation2&hl=en_IN&gl=US
নিচের ভিডিও টা দেখবেন , কিভাবে ” ড্র কার্টুন 2″ দিয়ে কার্টুন তৈরি করতে হয় তার একটা টিউটোরিয়াল দেওয়া হল , এটা আপনাকে অনেক সাহায্য সাহায্য করবে –
স্টিক নোডস (STICK NODES in Bengali)
স্টিক নোডস অ্যাপ টি বর্তমান দিনে খুবই জনপ্রিয়। সাধারণ ভাবে এই অ্যাপটি অ্যানিমেশন পেশায় যুক্ত তরুণ প্রজন্মের যুবক যুবতীদের পাশে খুবই জনপ্রিয়। যারা Stick Figure নিয়ে অ্যানিমেশন-এর কাজ করতে ভাল বাসেন তাদের জন্য এটা খুব ভাল। আপনি Stick Figure নিয়ে মুভি তৈরি করতে পারেন এবং তা mp4 বা Gifs ফরমেটে এক্সপোর্ট করতে পারবেন। এই অ্যাপ-এ আপনি খুব ভাল রং এর ব্যবহার করতে পারবেন। যাতে সমস্ত চরিত্রগুলি সর্বদা খুব আকর্ষণীয় হয়। এই কার্টুন তৈরি করার অ্যাপএ আপনি জুম-ইন বা জুম-আউট করতে পারবেন। আবার এই কার্টুন তৈরি করার অ্যাপএ আপনি ভয়েস যোগ করতে পারবেন। এবং নান রকমের সাউন্ড ইফেক্ট ব্যবহার করে আপনি আপনার অ্যানিমেশনগুলিকে খুব সহজেই লোকপ্রিয় করতে পারবেন। এটা নতুনদের জন্য খুব ভাল একটা কার্টুন তৈরি করার অ্যাপ।
গুগুল প্লে স্টোরে এই অ্যাপটি পেয়ে যাবেন -https://play.google.com/store/apps/details?id=org.fortheloss.sticknodes&hl=en_IN&gl=US
নিচের ভিডিও টা দেখবেন , কিভাবে ” স্টিক নোডস ” দিয়ে কার্টুন তৈরি করতে হয় তার একটা টিউটোরিয়াল দেওয়া হল , এটা আপনাকে অনেক সাহায্য সাহায্য করবে –
ফোন পে মোবাইল অ্যাপ থেকে টাকা আয় করুন ২০২২
টন্টাস্টিক (TOONTASTIC in Bengali)
টন্টাস্টিক অ্যাপ একটি খুবই উন্নত মানের কার্টুন তৈরি করার অ্যাপ। এই কার্টুন তৈরি করার অ্যাপ-এ আনলিমিটেড
ফিচার আছে। বিশেষ করে Toy Toolbox এ প্রায় কয়েক কোটি ক্যারেকটার আছে, যা আপনার মুভি তৈরি করতে খুব সাহায্য করবে। আপনি খুব সহজেই আপনার প্রিয় মিউজিক , ভয়েস এখানে যুক্ত করতে পারেন। আপনি আপনার ভিডিও যেকোনো জায়গায় সেয়ার করতে পারেন।
গুগুল প্লে স্টোরে এই অ্যাপটি পেয়ে যাবেন – https://play.google.com/store/apps/details?id=com.google.toontastic&hl=en_IN&gl=US
নিচের ভিডিও টা দেখবেন , কিভাবে ” টন্টাস্টিক ” দিয়ে কার্টুন তৈরি করতে হয় তার একটা টিউটোরিয়াল দেওয়া হল , এটা আপনাকে অনেক সাহায্য সাহায্য করবে –
অ্যানিমেট ইট – কার্টুন ভিডিও অ্যাপস (ANIMATE IT – Cartoon Videos Apps in Bengali)
অ্যানিমেট ইট – কার্টুন ভিডিও অ্যাপস আজকের দিনে ভীষণ জনপ্রিয় ও সহজতম একটি কার্টুন তৈরি করার অ্যাপ। এই অ্যাপ দিয়ে আপনি আপনার অবসর সময়ে অ্যানিমেট করতে পারেন, আপনি যদি পেশাদার অ্যানিমেটর হন তবে আপনি ব্যবহার করেতে পারেন, যারা গেমে নিয়ে কাজ করেন তাদের জন্য, স্টোরিবোর্ড শিল্পীদের জন্য এবং আপনি শিক্ষার্থী হন আপনিও এই অ্যাপ টি ব্যবহার করতে পারেন। এই কার্টুন তৈরি করার অ্যাপটি নিয়ন্ত্রণ করা খুবই সহগ, আপনি খালি আপনার দুটো আঙ্গুল কে ভাল ভাবে মুভ করাতে পারলেই আপনি ভাল মুভি তৈরি করতে পারবেন।
গুগুল প্লে স্টোরে এই অ্যাপটি পেয়ে যাবেন -https://play.google.com/store/apps/details?id=com.Stenson.AnimateIt