Model activity task class 5 math part 2 February 2022 Answers , পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2 February 2022 Answers
ছাত্ররা তোমরা সবাই ভাল আছ তো ? আজকের এই নিবন্ধে আমি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য Model activity task class 5 math part 2 নিয়ে এসেছি। তুমি এবং তোমার বন্ধুরা সবাই এই Model activity task class 5 math part 2 নিয়ে অনুশীলন করতে পার। এই Model activity task class 5 math part 2 নিয়ে অনুশীলন করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আমরা তোমাদের জন্য সমস্ত বিষয়ের উপর নিয়মিত Model activity task class 5 ও অন্যান্য ক্লাসের জন্য ও আলোচনা করব ।
নিচে Model activity task class 5 math part 2 দেওয়া হল তোমারা এই টাস্কগুলো নিয়ে অনুশীলন কর ।
Model activity task class 5 math part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে নিচে লেখাে : প্রতিটি প্রশ্নের মান – ১
(ক) ৩০০০০, ০৩০০০, ৭০০০০ এবং ০৭০০০ সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছােটো ৫ অঙ্কের সংখ্যাটি হলাে –
(a) ৩০০০০
(b) ৭০০০০
(c) ০৩০০০
(d) ০৭০০০
উত্তর: উপরের সংখ্যাগুলির ভেতর সবথেকে ৫ অঙ্কের ছােটো সংখ্যাটি – ৩০০০০ (a)
(খ) ১০০০, ০০১০০, ৮০০০ এবং ০৮০০০ সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছােটো ৪ অঙ্কের সংখ্যাটি হলাে –
(a) ১০০০
(b) ০০১০০
(c) ০৮০০০
(d) ৮০০০
উত্তর: উপরের সংখ্যাগুলির ভেতর সবথেকে ৪ অঙ্কের ছােটো সংখ্যাটি – ১০০০ (a)
(গ) ৪০০০০১, ০৪০০০০, ৫০০০০০ এবং ০৬০০০০ সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছােটো ৬ অঙ্কের সংখ্যাটি হলাে –
(a) ৪০০০০১
(b) ০৪০০০০
(c) ৫০০০০০
(d) ০৬০০০০
উত্তর: উপরের সংখ্যাগুলির ভেতর সবথেকে ৬ অঙ্কের ছােটো সংখ্যাটি – ৪০০০০১(a)
Model activity task class 5 math part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2
২। (ক) তিরিশ হাজার এগারো সংখ্যাটি হলাে –
(a) ৩১১০০
(b) ৩০০১১
(c) ৩০১১০
(d) ৩০০১১০
উত্তর: তিরিশ হাজার এগারো সংখ্যাটি হলাে (b) ৩০০১১
(খ) ১০ হাজার ৫ সংখ্যাটি হলাে –
(a) ১০০০৫
(b) ১৫০০০
(c) ১০০৫০
(d) ১০৫৫০
উত্তর: দশহাজার ৫ সংখ্যাটি হলাে (a) ১০০০৫
(গ) ৭৬৪৩২৫ সংখ্যাটিতে ৩-এর স্থানীয় মান কত? –
(a) ৩০০০০
(b)৩২৫
(c) ৩২
(d) ৩০০
উত্তর: ৭৬৪৩২৫ সংখ্যাটিতে ৪-এর স্থানীয় মান হলাে (d) ৩০০
Model activity task class 5 math part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2
৩। (ক) ৮৯৩৫১ সংখ্যাটিতে ৯ -এর স্থানীয় মান কত ?
(a) ৯০০০০
(b) ৯৩৫১
(c) ৯৩
(d) ৯০০০
উত্তর: ৮৯৩৫১সংখ্যাটিতে ৯ -এর স্থানীয় মান হলাে (d) ৯০০০
(খ) ১২৮৬৩ সংখ্যাটিতে ৬ -এর স্থানীয় মান কত ?
(a) ৬০০০০
(b) ৬০
(c) ৬৩
(d) ৬০০০
উত্তর: ১২৮৬৩ সংখ্যাটিতে ৬ -এর স্থানীয় মান হলাে (c) ৬৩
Model activity task class 5 math part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2
৪. (ক) ২, ৭, ৯, ৫ এবং ৩ এই সংখ্যাগুলির সাহায্যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম দুটি লেখাে।
উত্তর:
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৭৫৩২
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ২৩৫৭৯
(খ) ১, ৩, ৮, ৪, এই সংখ্যাগুলির সাহায্যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার অঙ্কের ক্ষুদ্রতম দুটি লেখাে।
উত্তর:
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৮৪৩১
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১৩৪৮
(ঘ) ২, ৫, ৩, ৯, ৬ এই সংখ্যাগুলির সাহায্যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম দুটি লেখাে।
উত্তর:
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৬৫৩২
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা =২৩৫৬৯
Model activity task class 5 math part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2
৫. সত্য না মিথ্যা তা নির্ণয় কর ?
(ক) তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে ৯৯০।
উত্তর: মিথ্যা।
(খ) ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে ৯৯৯৯।
উত্তর: সত্য।
(গ) ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে ০৯৯৯০।
উত্তর: মিথ্যা।
(ঘ) ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে ৯৯৯।
উত্তর: সত্য।
(ঙ) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার প্রত্যেকটির অঙ্ক সংখ্যা ৫
উত্তর: সত্য।
(চ) ৯৯৯৯ > ৭৯৭৯
উত্তর: সত্য।
Model activity task class 5 math part 2 February 2022 Answers | পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 2
৬।(ক) ৩০-এর উপরে ৫-এর দুটি গুণিতক নির্ণয় কর ?
উত্তর: ৩০-এর উপরে ৫-এর দুটি গুণিতক হল, ৫x৭=৩৫ এবং ৫x৮=৪০
(খ) ২০-এর উপরে ৭-এর দুটি গুণিতক নির্ণয় কর ?
উত্তর: ২০-এর উপরে ৭-এর দুটি গুণিতক হল, ৭x৩=২১ এবং ৭x৪=২৮
(গ) ৪৫-এর উপরে ৯-এর দুটি গুণিতক নির্ণয় কর ?
উত্তর: ৪৫-এর উপরে ৯-এর দুটি গুণিতক হল, ৯x৬=৫৪ এবং ৯x৭=৬৩
বন্ধুরা তোমাদের এই “Model activity task class 5 math part 2 ” অবশ্যই কাজে লাগবে। এবং তোমাদের এই বিশয়ে কোন মন্তব্য থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও । আমার Model activity task class 5 math ও অনান্য বিশয়ে নিয়মিত প্রকাশ করতে থাকব।
Model activity task class 5 Science & Environment part 2 February 2022 Answers
FAQ
Q. ২ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত?
An.s ২ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল ৯৯
Q. ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত?
An.s ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল ৯৯৯৯৯