SBI স্কলারশিপঃ অষ্টম থেকে দ্বাদশ ক্লাসে উঠলেই 15,000 টাকা, জেনে নিন কিভাবে আবেদন করবেন –

You are currently viewing SBI স্কলারশিপঃ অষ্টম থেকে দ্বাদশ  ক্লাসে উঠলেই 15,000 টাকা,  জেনে নিন কিভাবে আবেদন করবেন –

আমাদের দেশে ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় সহযোগিতা করার জন্য রাজ্য ও কেন্দ্র সরকার নানাভাবে অনেক একাধিক স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা, বেসরকারি ক্ষেত্রে ও অনেক স্কলারশিপ চালু আছে, অনেক স্বেচ্ছে সেবী সংস্থাও দুঃস্থ ছাত্র- ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু SBI ব্যাঙ্ক এখন দুঃস্থ পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য করতে গোটা দেশ ব্যাপি চালু রয়েছে SBI স্কলারশিপ। কি ভাবছেন ? বিশ্বাস হচ্ছে না তো । তবে এটা একটা সত্যি ঘটনা। 

প্রতিবছর স্টেট ব্যাঙ্ক (STATE BANK OF INDIA) অব ইন্ডিয়া সাড়া দেশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের জন্য নিয়ম করে স্কলারশিপ বা বৃত্তি দেয় । SBI-এর এই স্কলার শিপের নাম রেখেছে ‘আশা’ । মূলত পড়ুয়াদের পড়াশোনায় যাতে আর্থিক অনটনের কারণে কোনও বিঘ্ন না ঘটে সে জন্যই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই উদ্যোগ নিয়েছে । 

আসলে অনেক পড়ুয়ায় তাদের পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। মূলত তাদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সহায়তা করার জন্য এবং তারা যাতে পরবর্তীতে স্বনির্ভর হতে পারে তার জন্য SBI ফাউন্ডেশনের পক্ষ থেকে SBI আশা স্কলারশিপ (SBI Asha Scholarship) প্রদান করা হয়ে থাকে।

কি এই SBI আশা স্কলারশিপ –  

  • কেবলমাত্র ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত যে কোনও ছাত্র ছাত্র – ছাত্রিরাই এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য। 
  • আবেদনকারী ছাত্র- ছাত্রীকে অন্তত 75 শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
  • শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 
  • আবেদনকারী পড়ুয়াকে SBI-এর নির্দিষ্ট ওয়েব সাইট https://www.buddy4study.com অথবা কোন নিকটবর্তী SBI ব্যাঙ্কে গিয়ে কথা বলতে পারেন, এবং আবেদন করতে পারেন।  
  • আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে 3 লক্ষ টাকার মধ্যে। 

আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে।   

  • আবেদনকারী  ছাত্র -ছাত্রীর বিগত বছরের পরীক্ষার মার্কশিট।
  • আবেদনকারী ছাত্র- ছাত্রীর আধার কার্ড ।
  • আবেদনকারী ছাত্র- ছাত্রীর পাঠরত শ্রেণীতে ভর্তির রশিদ ।
  • আবেদনকারী ছাত্র- ছাত্রীর ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য ।
  • আবেদনকারী ছাত্র- ছাত্রীর পরিবারের  বার্ষিক আয়ের প্রমান পত্র।
  • আবেদনকারী ছাত্র- ছাত্রীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি।   

যদি আমাদের এই লেখা আপনার ভাল লাগে হবে অবশ্যই Facebook এ লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবনে ।

উপসংহার –

ব্যবসা-বাণিজ্য , প্রকল্প সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply