আজকের দিনে gmail প্রচুর মানুশ ব্যবহার করে, এই মেল আমদের জীবনের একটা বড় অঙ্গ হয়ে উঠেছে । অনেক সময় অনেক গুরুত্ব পূর্ণ জিনিস এই মেলের মধ্যে ও আমরা রেখে দিই, তাই ইন্টারনেট না থাকলে আমাদের ভীষণ আসুবিধায় পড়তে হয় মেল চেক করা নিয়ে।
গুরুত্বপূর্ণ মেইল এসেছে। কিন্তু, ইন্টারনেট না থাকায় তা চেক করতে পারছেন না। এখন থেকে আর জি মেইল গ্রাহকদের এই সমস্যায় পড়তে হবে না। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াই গ্রাহক তাঁর মেল পড়তে, রিপ্লাই দিতে বা পুরনো মেল সার্চ করতে পারবেন। এমনই অভিনব পরিষেবা নিয়ে এল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। এককথায় অফলাইন জি মেইল। অর্থাৎ ইন্টারনেট না থাকলেও আপনি মেল দেখতে পারবেন।
এবার জানুন কিভাবে এই সেটিংস টি করবেন –
কিন্তু কীভাবে আপনার মোবাইল বা কম্পিউটারে এই পরিষেবা চালু করবেন? শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজার থেকেই অফলাইনে জি মেইল ব্যবহার করা যাবে এবং তা সাধারণ মোডে। ইনকগনিটো মোডে এই সুবিধা মিলবে না। অফলাইন জি মেইল পরিষেবা পেতে গ্রাহকদের যা যা করণীয় সেগুলি হল — ডিভাইসে ক্রোম ইনস্টল করার পর জি মেইল সেটিংসে যেতে হবে। অফলাইন ট্যাবে ক্লিক করে ‘এনাবেল অফলাইন মেইল’ চেকবক্স অন করতে হবে। তারপরেই মিলবে নতুন সেটিংস। এরপর জি মেইল জানতে চাইবে, কতদিনের ইমেল আপনি সিঙ্ক করাতে চান? এরপর সবশেষে ‘সেভ চেঞ্জেস’ অপশন ক্লিক করলেই সংশ্লিষ্ট ডিভাইসে চালু হয়ে যাবে অফলাইন জি মেইল। গুগল জানিয়েছে, এর ফলে যেখানে ইন্টারনেট সংযোগ খুব দুর্বল বা ধীর গতির, অথবা প্রত্যন্ত ইন্টারনেটহীন জায়গায় জি মেইল পরিষেবা মিলবে।
যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।