10 দিনের জন্য ব্যাঙ্ক ছুটি আগামী মাসে- ফেব্রুয়ারি-2023 , আপনার ব্যাঙ্কের কোন কাজ এই ক-দিন রাখবেন না, জেনে নিন কবে কবে ছুটি ।
আগামী মাসে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব পালিত হবে , কারন জানুয়ারি ও ফেব্রুয়ারি তে প্রচুর উৎসব থাকে দেশে। এই উৎসবগুলোর মধ্যে রয়েছে আছে হযরত আলী জয়ন্তী, গুরু রবিদাস জয়ন্তী, লুই-নগাই-নি, মহা শিবরাত্রি, লোসার এবং আরও অনেক কিছু।
তাই আপনার যদি কোন ব্যাংকিং কাজের জন্য এই সময় বাঙ্কে যাবেন বলে ঠিক করেছেন, তবে এই তারিখ গুলো ভাল করে দেখে তারপর যাবেন। তবে, ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা এই দিনগুলি চালু থাকবে। এটিএম পরিষেবাও চালু থাকবে।
বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রায় ১৫ দিন ব্যাংক ছুটি ছিল। নতুন বছরের প্রথম মাসে বিভিন্ন শহরে 15 দিনের জন্য বেসরকারী এবং সরকারী ব্যাঙ্কগুলি বন্ধ ছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুসারে বছরের দ্বিতীয় মাসেও ফেব্রুয়ারি মাসে মোট 10টি জাতীয় এবং আঞ্চলিক ব্যাঙ্ক ছুটি রয়েছে৷ ভারত জুড়ে সমস্ত সরকারী এবং বেসরকারী খাতের ব্যাঙ্কগুলি সপ্তাহান্ত সহ এই দিনগুলির জন্য বন্ধ থাকবে।
ছুটির মধ্যে রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার, পাশাপাশি রবিবার। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে।
এখন চেক করে নিন কবে কোন ব্যাঙ্ক ছুটি আছে।
February 5 – Hazrat Ali Jayanti, Guru Ravidas Jayanti (Sunday)
February 11 – Second Saturday
February 12 – Sunday February
15 – Lui-Ngai-Ni (Manipur)
February 18 – Maha Shivaratri February
19 – Chhatrapati Shivaji Maharaj Jayanti (Sunday)
February 20 – State Day (Arunachal Pradesh, Mizoram)
February 21 – Losar (Sikkim) February
25 – Fourth Saturday February
26 – Sunday