পোস্ট অফিস সেভিংস স্কিম পলিসিতে বিনিয়োগ করতে পারেন মাত্র 10 বছরেই 16 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন নিশ্চিন্তে

You are currently viewing পোস্ট অফিস সেভিংস স্কিম পলিসিতে  বিনিয়োগ করতে পারেন  মাত্র 10 বছরেই 16 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন নিশ্চিন্তে

পোস্ট অফিস সাধারণ মানুষের একটি খুব ভাল বিনিয়োগের জায়গা। এবং আপনি যদি খুঁজে দেখেন তবে যেকোনো সরকারি ব্যাংকের থেকে পোস্ট অফিস অনেক গুলি প্ল্যানে অনেক বেশি পরিমাণ লাভ পাওয়া যায়।

আপনি যদি এমন কোন খুব ভাল প্ল্যান খুজছেন যেখানে নিশ্চয়তার সঙ্গে খুব তাড়াতাড়ি আপনার টাকা বাড়িয়ে নিতে চান তবে আপনাকে আর বেশী খোঁজা খুঁজি করতে হবে না। আপনি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট প্ল্যানে আপনার টাকা বিনিয়োগ করতে পারেন।

পোস্ট অফিস সেভিংস স্কিম পলিসিতে বিনিয়োগ করতে পারেন মাত্র 10 বছরেই 16 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন নিশ্চিন্তে

এবং এই প্ল্যানে আপনি মাত্র দশ বছরে 16 লক্ষ টাকা জমা করতে পারেন। এছাড়াও, আপনি এই প্ল্যনে পোস্ট অফিস-এর অতিরিক্ত অনেক গুলি সুযোগ সুবিধা পেয়ে যাবেন ।এবং সবচেয়ে বড় ব্যাপার আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। কারন আপনার টাকা পোস্ট অফিসে জমা করছেন । এক্ষেত্রে সরকার আপনার টাকার দায়িত্ব নিচ্ছে।

বিশ্বের সবচেয়ে কৃপণ কোটিপতি, ফেলে দেওয়া বিড়ালের খাবার খেয়ে এমন কি টাকা বাঁচাতে কখনও নতুন কিছু কেনেন না

পোস্ট অফিস সেভিংস স্কিম পলিসিতে বিনিয়োগ করতে পারেন মাত্র 10 বছরেই 16 লক্ষ টাকা রিটার্ন

আপনি আপনার বাড়ীর পাশের পোস্ট অফিসে গিয়ে মাত্র 100 টাকা দিয়ে, আপনি পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কিম শুরু করতে পারেন। এবং এই প্ল্যান-এর মাধ্যমে আপনি অল্প অল্প টাকা ব্যয় করে আপনি অল্প সময়ে প্রচুর টাকা মা করে নিতে পারবেন।

এই প্ল্যান করে আপনি যেকোন সময় আপনার টাকা তুলে নিতে পারেন। এমনকি পাঁচ বছর পরেও আপনি আপনার টাকা তুলে নিতে পারেন। তবে শুধুমাত্র 10 বছর হলে আপনি সবচেয়ে বেশী টাকা পাবেন বা সমস্ত লাভ গুলি পাবেন।এখানে পিরিয়ডিক ডিপোজিট প্ল্যানে সুদের হার ৫ দশমিক ৮ শতাং থাকে।

আপনি যদি প্রতি মাসে 10,000 টাকা জমা করেন এবং ১০ বছর ধরে এই প্ল্যান চালিয়ে যান । তবে আপনি ১০ বছরে 12 লাখ টাকা জমা করবেন। 5.8 শতাংশের বার্ষিক সুদের হারে ফ্যাক্টর করার পরে, আপনি মেয়াদপূর্তিতে মোট পরিমাণ 16,26,476 টাকা পাবেন। আপনি যদি 5-বছরের আগে টাকা তুলে নেন তবে পেআউট অনেকটা কম হবে।

অনন্য দিকটি হল যে আপনার অ্যাকাউন্টটি চার মাস ইএমআই জমা না করলে তা বন্ধ হয়ে যাবে। তবে পড়ে আপনি আবার চালু করতে চাইলে আপনাকে আবার জারিমানা দিয়ে শুরু করতে হবে। আরও কোনো বিনিয়োগ করার আগে আপনাকে আরও কাগজপত্র সরবরাহ করতে হবে। আপনাকে এখনই স্থানীয় পোস্ট অফিসে যেতে হবে এবং বিস্তারিত জানতে হবে।

LIC Jeevan Tarun: LIC জীবন তরুণ প্ল্যানে 150 টাকা করে বিনিয়োগ করলে, 12 বছর পর ভবিষ্যত নিরাপদ হয়ে যাবে, নতুন বাবা-মা দের জন্য এই প্ল্যান খুবই ভাল

রাজ্যে জানুয়ারিতে আবার একটা অতিরিক্ত ছুটি ঘোষণা করল সরকার, জেনে নিন কাদের জন্য, কোন অফিসে এই ছুটি

শেয়ার করুন -

Leave a Reply