পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নারীদের স্বাবলম্বী গড়ে তোলার জন্য তথা তাদের উন্নতির সাপেক্ষে অনেকগুলি প্রকল্প নিয়ে এসেছেন । মহিলারা দলে দলে সেই প্রকল্পগুলি নেওয়ার জন্য রাজ্যে কয়েক মাস পর পরই অনুষ্ঠিত “দুয়ারে সরকার ক্যাম্পে” গিয়ে আবেদন করছেন এবং প্রকল্পের সুবিধা নিচ্ছেন।
কী এই জাগো প্রকল্প ?
জাগো প্রকল্প পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠী ও আত্মকর্মসংস্থান দপ্তরের অন্তর্গত একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিস্তরের স্বনির্ভর গোষ্ঠীকে বছরে ৫,০০০ টাকা করে দেওয়া হয়। এর মূল উদ্দ্যেশ্য হল আরও বেশী স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা এবং বর্তমান স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজে আরও বেশি বেশি উৎসাহ প্রদান করা । যাতে স্বনির্ভর গোষ্ঠী তাদের কার্যকলাপ কে আরও দ্রুততার সামনের দিকে নিয়ে যেতে পারে।
আর এই উদ্দেশ্যে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। বর্তমানে রাজ্যের প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই বিপুল সংখ্যায় পৌছাতে পারলে আদতে রাজ্যের মহিলারাই উন্নত আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবেন।
জাগো প্রকল্প-এ কারা আবেদন করতে পারবেন?
১) রাজ্যের যে কোনো একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
২) যে সকল স্বনির্ভর গোষ্ঠী ক্যাশ ক্রেডিট লিমিট গ্রহণ করেছে বা শর্তসাপেক্ষ লোন নিয়ে থাকতে হবে।
৩) স্বনির্ভর গোষ্ঠীর বয়স ১ বছর হতে হবে।
৪) গোষ্ঠীটির অ্যাকাউন্ট ৬ মাসের পুরানো হতে হবে।
৫) অ্যাকাউন্টে নূন্যতম ৫,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে
কীভাবে জাগো প্রকল্পের জন্য আবেদন করবেন?
এই প্রকল্পে অনলাইন বা অফলাইন কোনোভাবে আবেদনের দরকার নেই। স্বনির্ভর গোষ্ঠীগুলো সরাসরি জাগো প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত দেশের মোট প্রায় ৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপসংহার – আপনাদের যদি এই লেখা থেকে কিছুমাত্র লাভ হয় তবে তবে কমেন্ট করবেন। আমরা আরও নতুন নতুন সাফ্যলের গল্প আপনাদের সামনে তুলে ধরব।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।