পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বেকার যুবতীদের জন্য একটি প্রকল্প চালু হয়। যার নাম Utkarsh Bangla prakalpa বা উৎকর্ষ বাংলা প্রকল্প । এটি Paschimbanga Society For Skill Development (PBSSD) অধীনের গুরুত্ব পূর্ণ প্রকল্প ।
এই উৎকর্ষ বাংলা প্রকল্প এর অধীনে রাজ্যের বেকার যুবক যুবতীদের বিনামূল্যে কর্মপযোগী দক্ষতার প্রশিক্ষণ বা কারিগরি দক্ষতা – এর প্রশিক্ষণ দেওয়া হয় , এবং তার পর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে রাজ্য সরকার ।
আমরা জানি বেকার সমস্যা আজকের দিনে কত বড় সমস্যা, পড়াশুনা শেষ করে General Line এ চাকরি পাওয়া একটা খুব বড় চ্যালেঞ্জ। তাই সরকার স্কুলের পড়াশুনো শেষ করে বেকারদের নিখরচায় বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করার জন্য রাজ্য সরকারের দ্বারা এই প্রকল্প চালু করা হয়। এই prakalpa এর অধীনে বছরে ৬ লাখ যুবক- যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
আপনি যদি বেকার হন এবং বিভিন্ন কাজে প্রশিক্ষিত হয়ে চাকরী পেতে চান তাহলে আপনিও এই Utkarsh Bangla prakalpa। উৎকর্ষ বাংলা প্রকল্প এর অধীনে প্রশিক্ষণ নিয়ে নিজের দক্ষতা বাড়াতে পারেন। তবে তার আগে আপনাকে অবশ্যই জানতে হবে এই prakalpa এর জন্য কারা যোগ্য এবং কীভাবে এই প্রকল্পের অধীনে সুযোগ সুবিধা পাবেন।
কি এই উৎকর্ষ বাংলা প্রকল্প
Utkarsh Bangla prakalpa।উৎকর্ষ বাংলা প্রকল্প হল রাজ্য সরকারের দ্বারা চালু করা একটি কর্মসূচি। ২০১৬ সালে ১৬ ই ফেব্রুয়ারী, বেকার যুবক এবং যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে চালু করা হয় পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরে অধীনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন। Utkarsh Bangla prakalpa।উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করার পিছনে রাজ্য সরকারের উদ্দেশ্যে ছিল উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের বেকার যুবক- যুবতীরা যাতে উপার্জনের পথ সুনিশ্চিত করতে পারে।
উৎকর্ষ বাংলা প্রকল্পে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে
- Utkarsh Bangla অধীনে রাজ্যের বেকার যুবক এবং যুবতীরা বিনামূল্যে vocational training শেখার সুযোগ পাবে।
- এই প্রকল্পে এর অধীনে বেকারত্ব হ্রাস পাবে।
- এই প্রকল্পে এর মাধ্যমে রাজ্যের যুবক এবং যুবতীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে।
- বেকাররা খুব সহজেই কাজ খুজে পাবে।
- এই প্রকল্পে এর অধীনে রাজ্যের যুবক যুবতীরা প্রশিক্ষিত হয়ে নিজেরাই ব্যবসা শুরু করতে পারবে।
- এই প্রকল্পে এর মাধ্যমে বেকারদের প্রশিক্ষিত করা হয় ও তার পর Paschimbanga Society For Skill Development (PBSSD) Certificate দেওয়া হয় যার মাধ্যমে বেকাররা কর্মসংস্থান পথ নিশ্চিত করতে পারবে।
এই সম্পর্কে সমস্ত তথ্য পাওয়ার জন্য সরকার একটা ওয়েবসাইট চালু করেছে , ওয়েবসাইট টি হল – https://www.pbssd.gov.in/, তবে ইন্টারনেটে অনেক Fraud Website আছে সে ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং সরকারি ওয়েবসাইটে-ই যাবনে ।
যদি আমাদের এই লেখা আপনার ভাল লাগে হবে অবশ্যই Facebook এ লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবনে ।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য , প্রকল্প সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।