আমরা অনেকেই নিজের ব্যবসা শুরু করতে চাই, কিন্ত সঠিক Business Idea – এর অভাবে আমারা সঠিক ব্যবসা শুরু করতে পারি না। আনেক সময় আমরা ব্যবসায় বিনিয়োগ করতে ভয় পাই। কিন্তু আমাদের আশেপাশে অনেক সফল মানুষ আছেন যারা অনেক কম টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছেন এবং আজ প্রচুর টাকা ইনকাম করে সফল হয়েছেন। আজ আপনাদের কে এরকম একজনের কথা জানাব ।
আমাদের দেশের বেশীরভাগ ছেলেমেয়েদের একটাই ধারনা থাকে পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি তারপর গুছিয়ে সংসার করা। সাধারণত এইরকমই একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে বেশিরভাগ মানুষ। মোটা মাইনের চাকরি ছেড়ে নতুন কিছু করার মতো ঝুঁকি নেওয়ার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। তবে আজকের প্রতিবেদনে এমন এক দম্পতির কথা বলবো যারা বিয়ের পর সংসার গুছিয়েছেন ঠিকই তবে তার থেকে ব্যবসা গোছানোর মতো সাহস দেখিয়েছিলেন অনেক বেশী করে , এবং তারা আজ এক সফল ব্যবসায়িক দম্পতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন ।
আজকে যাদের ক্ইথা ব্মলব তারা হলেন দীপ্তি আসাওয়াটি শর্মা এবং বিকাশ শর্মা । বর্তমানে gohordigns.com এর মতো কোম্পানির মালিক তারা। তাদের দুজনের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই ১২ কোটি টাকার কোম্পানি। আর তাও কি না মাত্র দু’বছরের মধ্যে। তাহলে চলুন জেনে নিই কীভাবে শুরু হয়েছিলো দীপ্তি-বিকাশের গল্প। তবে আজকের এই কাহিনীর প্রধান চরিত্র অবশ্যই দীপ্তি ।
দীপ্তি জন্মসূত্রে দিল্লির বাসিন্দা। তিনি দিল্লির কমলা নেহেরু কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। গ্রাজুয়েশনের সময়ই তার মাথায় সিএ করার চিন্তা আসে এবং তিনি ভর্তিও হন। কিন্তু কিছুদিন পর আর মন না লাগায় মাঝপথেই তা ছেড়ে দেন। এরপর সাল ২০১৩ তে দীপ্তির মনে হয় নতুন কিছু করার চেষ্টা করা উচিত। এরপরই একটা বড়ো ইভেন্ট আয়োজন করার সুযোগ চলে আসে তার কাছে। দেশের বড় বড় সেলিব্রিটিরাও এই ইভেন্ট -এ অংশ নিয়েছিলেন।
দীপ্তি এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। গোটা অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব নেন তিনি। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে সেইসময় তিনি তার অনুষ্ঠানের জন্য কোনো স্পন্সর তো পায়নি, উল্টে তার টিকিটও বিক্রি হয়নি। পুরো ৪০ লাখ টাকার ক্ষতির মুখোমুখি হতে হয় তাকে। এইরকম একটা সময় যখন দীপ্তি চারিদিক থেকে অথৈ জলে পড়ে গিয়েছে সেইসময় তার বাবা নিজের বাড়ি বিক্রি করে ৪০ লাখ টাকার লোন শোধ করেন। এবং এত বড় আঘাতের পর তিনি সমস্ত রকমের ব্যবসা থেকে সরে আসেন।
এবং এই ঘটনার পর তাঁর বাবা ও অনেকটা চিন্তায় পড়ে যান। এবং তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করেন। ৩ মাস পর দীপ্তির বিয়ে হয় বিকাশ শর্মার সঙ্গে। বিকাশ ছিলেন পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। বিয়ের পর স্বামী-স্ত্রী মিলে ঠিক করে তারা নিজেদের ব্যবসা খুলবে আর সেইমতো বিকাশ চাকরি ছেড়ে কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করেন। এমতাবস্থায় তার মনে হয় যে, এমন একটা সংস্থা তৈরি করলে কেমন হয়, যেখানে মাত্র একটি ক্লিকেই মানুষের হোর্ডিংয়ের কাজ সহজ করে দেবে।
আর এই ভাবনা থেকেই gohoardings.com এর প্রতিষ্ঠা করেন। মাত্র এক লাখ টাকা দিয়ে শুরু হয় তাদের জার্নি। শুরুর পর থেকে নানা চড়াই উতরাই এলেও একটা বারের জন্যেও থেমে থাকেনি এই দম্পতি। জেনে অবাক হবেন যে, মাত্র ২ বছরে তাদের কোম্পানির বার্ষিক পারেন ওভার ১২ কোটি টাকারও বেশি। তবে এখানেই থেমে নেই, তাদের পরবর্তী টার্গেট এই টার্ন ওভারকে ৫০ কোটিতে নিয়ে যাওয়া।
আপনারা www.gohoardings.com ওয়েবসাইট -এ গিয়ে উনাদের ব্যবসার তথ্য দেখতে পারেন। উনাদের প্রধান ব্যবসা হল Outdoor hording – এর সমস্ত কাজ । এবং নতুন আইডিয়ায় আজ তারা একজন সফল দম্পতি ব্যবসায়ী।
উপসংহার – আপনাদের যদি এই লেখা থেকে কিছুমাত্র লাভ হয় তবে তবে কমেন্ট করবেন। আমরা আরও নতুন নতুন সাফ্যলের গল্প আপনাদের সামনে তুলে ধরব। যদি এই লেখা আপনার ভাল লাগে তবে অবশ্যই ফেসবুকে লাইক করে দেবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।