আমরা অনেকেই নিজের ব্যবসা শুরু করতে চাই, কিন্ত সঠিক Business Idea – এর অভাবে আমারা সঠিক ব্যবসা শুরু করতে পারি না। আনেক সময় আমরা ব্যবসায় বিনিয়োগ করতে ভয় পাই। কিন্তু আমাদের আশেপাশে অনেক সফল মানুষ আছেন যারা অনেক কম টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছেন এবং আজ প্রচুর টাকা ইনকাম করে সফল হয়েছেন। আজ আপনাদের কে এরকম একজনের কথা জানাব ।
মাত্র ১৭ বছর বয়সেই ৫০ টাকা পারিশ্রমিকে ডোর-টু-ডোর সেলসম্যান হিসাবে ওয়াটার পিউরিফায়ার বিক্রি করতেন ৫৫ বছর বয়সী বেঙ্গালুরুর অরুণ স্যামুয়েল – আজকে আমরা এর কথা জানব , যিনি আজ ১,২০০ কোটি টাকার মালিক! তার কোম্পানিতে এখন কাজ করছে ৮,৫০০ এরও বেশি কর্মী। এই প্রতিবেদনে আমরা তার সাফল্যের কাহিনীই জানতে চলেছি, কীভাবে এই সাফল্যের দোরগোড়ায় পৌঁছালেন তিনি।
অরুণ স্যামুয়েল এখন উইংস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং এমডি। বর্তমানে এই কোম্পানিটি সারা দেশে প্রায় সমস্ত নামি দামী ব্র্যান্ড গুলোর মার্কেটিং, ব্র্যান্ডিং এবং প্রচার এর দায়িত্ব সামলায় । ১৯৯৪ সালে ২৮ জনকে নিয়ে তিনি এই সংস্থা শুরু করেছিলেন। আর আজ দেশের কোণায় কোণায় রয়েছে তার অফিস। জানলে অবাক হবেন সেলসম্যানের কাজ করা অরুণ এখন ভারতের ৬৭ % IT কোম্পানির সাথে কাজ করেছেন।
অরুণ বলেন, “ ১৯৮৪ সালে, আমি ডোর-টু-ডোর মার্কেটিং কাজের কথা জানতে পেরে আমি সেখানে ইন্টারভিউ দিয়েছিলাম এক কোম্পানিতে। তারপর সেখানে চাকরি পেয়েছিলাম। এরপর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ওয়াটার পিউরিফায়ার বিক্রি করতে হতো। তখন একটি ওয়াটার পিউরিফায়ার এর দাম ছিল ১৭০ টাকা। সেখানে প্রতিদিন ৫০ টাকা বেতনে কাজ করতাম আমি। ”
১৯৮৫ তে কাজ শুরু করার পর নিজের পরিশ্রমের কারণে শীঘ্রই কোম্পানিতে পদোন্নতি পেয়ে যান। এরপর সেই বছরই একজন সহযোগীর সাথে AERO Promotion নামে একটি বিক্রয় ও প্রচার সংস্থা শুরু করেন তিনি। তার প্রথম গ্রাহক ছিল টিজিএল কুইক ফুডস, যেটি ইনস্ট্যান্ট ফুড বিক্রি করত।
অরুণ জানান যে, তারা টাটা টি এবং টমকো (টাটা অয়েল মিলস কোম্পানি) এর মত বড় কোম্পানির সাথেও কাজ করেছেন। টমকো কোম্পানিকে বাজারে বিখ্যাত করে তোলেন তারা। এরপর হিন্দুস্তান ইউনিলিভার, ম্যারিকো এবং IFB, বোশের মতো অন্যান্য নামী ব্র্যান্ডগুলির সাথেই কাজ করেন তারা।
বর্তমানে ভারতের ৬৭% আইটি কোম্পানির সাথে কাজ করেছেন তারা। এরপর গত পাঁচ বছরে কোম্পানি ৫০ কোটি থেকে ১৫০ কোটি টাকা এরপর এখন ১২২৪ কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে।
উপসংহার – আপনাদের যদি এই লেখা থেকে কিছুমাত্র লাভ হয় তবে তবে কমেন্ট করবেন। আমরা আরও নতুন নতুন সাফ্যলের গল্প আপনাদের সামনে তুলে ধরব।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।