আপনি কক্ষনও কি শুনেছেন কারোর মলদ্বারে ডিয়ওড্রেনট (deodorant) এর বোতল থাকে, কিন্তু সেরকমই ঘটনা ঘটছে আমদেরই রজ্যের বর্ধমানে। এবং আমাদের রাজ্যের চিকিৎসকরা এক চমৎকার চিকিৎসা করে সেই ডিয়ওড্রেনট (deodorant) এর বোতল বার করে দিয়েছেন, এবং রোগী একেবারে সুস্থ আছেন। এবার আমরা বিশদে জানব কি সেই ঘটনা।
২৭ বছর বয়সি যুবকের মলদ্বারে আটকে ডিয়ওড্রেনট (deodorant) এর বোতল, এক্সরে করতেই হতবাক চিকিৎসকরা। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে বর্ধমানে। এর আগে এমন কোনও ঘটনার সাক্ষী হননি বর্ধমান মেডিকেল কলেজের ওই চিকিৎসকের দল। তলপেটে প্রচণ্ড ব্যথা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হন ওই যুবক। চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় তিন সপ্তাহ রোগীর নিতম্বের ভিতর ডিয়ওড্রেনট (deodorant) এর বোতলটি আটকে ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বার করা সম্ভব হয়েছে। তবেই অস্ত্রোপচারের মোটেই সহজ ছিল না। এই কাজটি করতে চিকিৎসকরা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলেন।
চিকিৎসকরা এক্সরে করে জানতে পারেন, প্রায় সাড়ে সাত ইঞ্চির বোতল রোগীর মলদ্বারের কাছে আটকে। যুবকের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, হাসপাতালে আসার আগে ২০ দিন এই অবস্থাতেই কাটান তিনি। শেষমেশ আর না পেরে ছুটে আসেন হাসপাতালে। তবে মজার কথা হল কী ভাবে ওই বোতলটি তাঁর মলদ্বারে ঢুকেছিল, তা হাজার প্রশ্নের পরও বলেননি ওই যুবক।
অস্ত্রোপচারের একাংশ ভিডিয়োতে ধরে রেখেছিলেন চিকিৎসকরা। সেখানেই দেখা গিয়েছে পেট থেকে বোতল বার করার দৃশ্য। এ এক বিরল চিকিৎসার ঘটনা ,যা আমাদের রাজ্য ঘটল এবং চিকিৎসকরা তা সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন । চিকিৎসকদের সত্যিই ধ্যনবাদ দেওয়া উচিৎ ।
যদি আপনাদের এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।