রাশিফল : আজকের আপনার দিনটি কেমন যাবে জেনে নিন- ১৮ই সেপ্টেম্বর, ২০২২, ১ আশ্বিন ১৪২৯
পেশাগত কর্মে উন্নতি ও সুনাম। ক্রীড়াবিদদের সাফল্য ও সুনাম বৃদ্ধি। মনে অস্থিরভাবে ব্যবসায় বিঘ্ন।
বিভিন্নসূত্রে ধনলাভ যোগ। পরিবারে অশান্তি-মত পার্থক্য। হঠাৎ স্বাস্থ্যহানিতে অসম্ভব নয়।
গৃহক্ষেত্রে পারস্পরিক অশান্তির যোগ। মানসিক চঞ্চলতায় কর্মে ভুল হতে পারে। বিদ্যায় উন্নতি হবে।
যে কোনও কর্মেই কমবেশি বাধা থাকবে। উচ্চশিক্ষায় বাধা কমলেও বিদ্যার প্রাথমিক স্তরে বাধা থাকবে। আর্থিক দিক শুভ।
পারিপার্শ্বিক কারণে মনে অস্থিরতা বাড়বে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গুণীজনের সঙ্গলাভ।
যে কোনও ব্যবসার কমবেশি প্রসার যোগ। কর্মস্থলে বাধা কমবে। পরিকল্পনা প্রণয়নে সাফল্য।
গবেষকদের আজ শুভ দিন। ভুল কাজের জন্য ক্ষতির আশঙ্কা। স্বাস্থ্য হঠাৎ করে বিকেল থেকে খারাপ হতে পারে।
গৃহ সদস্যদের মধ্যে অশান্তি হতে পারে। ব্যবহারের রুক্ষতায় কর্মে জটিলতা বাড়বে। রোগভোগের সম্ভবনা।
প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় ব্যয়বৃদ্ধি পারে। তীর্থ/ সমুদ্র তীরে ভ্রমণের আশঙ্কা। শিক্ষকতা/ অধ্যাপনায় শুভদিন।
মৃত নিকটজনের সম্পত্তি প্রাপ্তির যোগ। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর শত্রুতায় ক্ষতির যোগ। আশাহত হতে পারেন।
গৃহ পরিবেশের জটিলতায় চিন্তা বৃদ্ধি। কর্মে কষ্টার্জিত সাফল্য। মনমতো অর্থপ্রাপ্তি হবে না।
অজানা কারণে মনে অস্থিরতা ও হতাশ ভাব। সন্তানের অভব্য আচরণে মনঃকষ্ট। আর্থিক স্থিতি বজায় থাকবে।
আমাদের এই তথ্য যদি আপনার ভাল লাগে বা আপনার যদি কোন কাজে লাগে তবে অবশ্যই Facebook / ফেসবুক এ লাইক দেবেন এবং আপনার বন্ধু প্রিয়জনকে শেয়ার করবেন।