ডিম খেয়ে, ডিমের খোসা ফেলবেন না! খোসাও  প্রচুর কাজে ব্যবহার হয়, জানলে আপসোস করবেন 

You are currently viewing ডিম খেয়ে, ডিমের খোসা ফেলবেন না! খোসাও  প্রচুর কাজে ব্যবহার হয়, জানলে আপসোস করবেন 

সকালের জলখাবার থেকে শুরু করে রাতে ঘুমনো পর্যন্ত সবেতেই ডিমের অবাধ অধিকার। নির্দিষ্ট কোনও অসুবিধা না থাকলে ডিম খেতে ভালবাসেন না, এমন মানুষ পাওয়া যাবে না। সারা দিন ধরে ডিমের এত রকম পদ যে বাড়িতে রান্না করছেন, ডিমের খোসাগুলি দিয়ে কী করছেন? ডিমের খোসা ঘরের এক কোণে রেখে দিলে টিকটিকির উপদ্রব কমে, এই টোটকা তো অনেকেই জানেন। এ ছাড়াও ঘরের ময়লার বালতিতে পড়ে থাকা ডিমের খোসা বাড়ির এমন অনেক ছোট ছোট প্রয়োজন খুব সহজেই মিটিয়ে দিতে পারে।

এবার জেনে নিই কি কি কাজে ডিমের খোসাকে কজে লাগাতে পারবেন ?

গ্যাসে রান্না বসিয়ে ভুলে গিয়েছেন? রান্না তো পুড়ে গেলই, পাশাপাশি কড়াইয়ের নীচটা ধরে গিয়ে খারাপ অবস্থা। চিন্তা নেই, রান্নাঘরেই রয়েছে সমাধান। ডিমের খোসা গুঁড়ো করে, বাসন ধোয়ার সাবানে মিশিয়ে রাখুন। খুব বেশি পুড়ে গেলে, পোড়া জায়গায় লেবুর রস এবং ডিমের খোসা গুঁড়ো ভাল করে মাখিয়ে রাখুন। কিছু ক্ষণ পর ধুয়ে নিলেই বাসন ঝকঝকে হয়ে উঠবে।

বাড়ির ছোট ব্যালকনিই হোক বা ছাদের বাগান, গাছ রাখলে সময় মতো সার তো দিতেই হয়। ডিমের খোসা ফেলে না দিয়ে, গুঁড়ো করে অন্যান্য সারের সঙ্গে মিশিয়ে মাটিতে ব্যবহার করুন। হাতে এত সময় না থাকলে ডিম সেদ্ধ করা জল ঠান্ডা হলে সরাসরি মাটিতে দিয়ে দিতে পারেন।

আপনার বাড়িতে যদি পাখি থাকে , তবে পাখির খাবারের সঙ্গে মিশিয়ে দিন সেদ্ধ ডিমের খোসা। পাখিদের শরীরে ক্যালশিয়ামের ঘাটতি মিটবে খুব সহজেই।

ডিমের খোসাতে নানা রকমের দরকারি জিনিস থাকে যেমন ক্যালশিয়াম এছাড়াও ডিমের খোসাতে রয়েছে কোলাজেন, গ্লুকোসামিন। হাড়ের স্বাস্থ্য মজবুত করতে স্যুপের সঙ্গে মেশাতে পারেন ডিমের খোসা। তবে, ব্যবহার করার আগে ভাল করে ডিমের গা পরিষ্কার করে নেবেন ।

পড়ে থাকা খোসা থেকে Tooth Past বানাতে পারেন। আধ কাপ ডিমের খোসা গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে দিন এক টেবিল চামচ বেকিং সোডা এবং কয়েক ফোঁটা মিন্ট এসেন্সিয়াল অয়েল। এই সব উপকরণগুলি ভাল করে মিশিয়ে নিলেই তৈরি ঘরোয়া টুথপেস্ট ।

যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

উপসংহার –

ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

.

শেয়ার করুন -

Leave a Reply