পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 ,আবেদন কিভাবে করবেন? | Pashu kisan credit card Scheme 2022, How to Apply in bengali?

You are currently viewing পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 ,আবেদন কিভাবে করবেন? | Pashu kisan credit card Scheme 2022, How to Apply in bengali?

Table of Contents

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 ,আবেদন কিভাবে করবেন? | Pashu kisan credit card Scheme 2022, How to Apply in bengali?

“পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 ,আবেদন কিভাবে করবেন?” আজকের এই নিবন্ধে আমি পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব। পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 ভারত সরকারের একটি কৃষকদের জন্য একটি খুব ভাল প্রকল্প। ভারত সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য নানা রকমের প্রকল্প নিয়ে এসেছে। ২০২২ সালে ভারত সরকারের এই “পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022” প্রকল্প যারা পশু চাষ করেন তাদের কে ভীষণ ভাবে উপকৃত করবে। আজ এই নিবন্ধে আমি আপনাকের কে পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 কি? , পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 আবেদন করার জন্য কি যোগ্যতা লাগে এই পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগে এবং কি ভাবে আবেদন করবেন এই সমস্ত তথ্য আপনাদেরকে জানাব।

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প 2022 (Pashu kisan credit card Scheme 2022 in Bengali)

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-এর সবচেয়ে ভাল দিক হচ্ছে এই প্রক্লপে যে কোন কৃষক  কোনও সিকিউরিটি ছাড়াই ১,৬0,000 হাজার টাকা পর্যন্ত ঋণ বা লোন পেতে পারেন। এই ঋণ বা লোন –এর জন্য সরকার নিজে guarantor থাকবে। এছাড়া পশু কিষান ক্রেডিট কার্ড আপনি যেকোনো ব্যাংকিং পারপাসে ডেবিট কার্ড হিসাবেও ব্যবহার করতে পারবেন। এই লোণ – এর টাকা আপনি আপনার মতো করে গবাদি পশু বা পাখি পালনের জন্য খরচ করতে পারেন। নতুন গবাদি পশু বা পাখি ক্রয়ের জন্য , তাদের খাবার কেনার জন্য কোন রকমের ওষুধ ইত্যাদি বা তাদের বাসস্থান তৈরি করার জন্য এই টাকা খরচ করতে পারেন।

বিভিন্ন গবাদি পশু বা পাখি জন্য পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প লোণের পরিমাণ ভিন্ন হয় (The amount of loan varies for different cattle or birds Pashu kisan credit card Scheme 2022 in Bengali)

বিভিন্ন গবাদি পশু বা পাখি জন্য পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প লোণের পরিমাণ ভিন্ন হয়। সমস্ত পশু বা পাখির ক্ষেত্রে লোণের পরিমাণ এক হয় না। আলাদা আলাদা পশু বা পাখি- এর ক্ষেত্রে লোণের পরিমাণ আপাদা আলাদা হয়। যেমন –

  • মহিষ প্রতি ৬০,২৪৯ টাকা,
  • গরু প্রতি ৪০,৭৮৩ টাকা
  • ছাগলের জন্য ৪০৬৩ টাকা
  • শূকরের জন্য ১৬,৩৩৭ টাকা
  • মুরগী প্রতি ৭২০ টাকা  দেওয়া হয়।

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-এ কোন কোন ব্যাঙ্ক লোণ দেয় ? (Pashu kisan credit card Scheme 2022 which banks give loans in Bengali?)

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-এ অনেক ব্যাঙ্কই লোণ দেয় এদের মধ্যে নিচের ব্যাঙ্কগুলি অন্যতম –

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-লাভ ? (Benefits of Pashu kisan credit card Scheme 2022 in Bengali)

  • পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প এ গবাদি  পশু-পালকরা নিজের গবাদি পশুকে বীমার মধ্যে রেখে খুব সহজের ঋণ পেতে পারেন।
  • পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প  কৃষকরা যে  ক্রেডিট কার্ড পাবেন তা ব্যাঙ্কে ডেবিট কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন।
  • এই পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্পে  গরু,মহিষের, ছাগল, ভেড়া, মুরগী ইত্যাদির পালনের জন্য  খুব সহজের ঋণ পাবেন।
  • এ প্রকল্পে  ক্রেডিট কার্ডধারীরা কোন রকম জামানত ছাড়াই 1.60 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারেন।
  • পশু পালকরা ব্যাংক থেকে বছরে কেবল মাত্র ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। এবং সময়মতো সুদ পরিশোধ করে দিলে সুদের পরিমাণ কেবল ৩ শতাংশ হয়ে যাবে।
  • তবে তিন লাখ টাকার বেশি হলে সুদ বেড়ে তা ১২ শতাংশ হবে। লোণের টাকার পরিমাণ এক বছরের ব্যবধানে পরিশোধ করে দিলে আবার আবার ঋণ পেয়ে যাবেন।

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-এ আবেদন কিকরে করবেন ?( How to apply Pashu kisan credit card Scheme 2022 in Bengali)

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-এ আবেদন করার জন্য আপনাকে আপনার এলাকায় আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে “পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প”-এর আবেদন পত্র পুরন করে জমা দিতে হবে। তবে আপনি যদি গবাদি পশু বা পাখি পালন করে থাকেন তবে তাদের হেলথ সার্টিফিকেট আপনার নিকটবর্তী সরকারী পশু চিকিৎসককে দিয়ে ক্রিয়ে রাখবেন। এতে আপনার আবেদন মঞ্জুর হতে খুব সুবিধা হয়।

প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-এ আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? (

পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-এ আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্টের দরকার পড়বে। তাই আপনি এই পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প-এ আবেদন করতে চান তবে নিচের ডকুমেন্ট গুলি সংগ্রহ করে রাখবেন।

Adhaar card,

PAN Card,

Voter id card

Bank Pass Book

Application Form এর সঙ্গে এই নথি গুলি  জমা দিতে হবে।

আবেদন পত্র জমা দেওয়ার পর আবেদন পত্র যাচাই হয়ে গেলে তার একমাসের মধ্যে একটি অ্যানিমেল ক্রেডিট কার্ড আপনি পেয়ে যাবেন।

ক্রেডিট কার্ডে প্রাপ্ত টাকার পরিমাণ –

মহিষ প্রতি ৬০,২৪৯ টাকা,

গরু প্রতি ৪০,৭৮৩ টাকা

ছাগলের জন্য ৪০৬৩ টাকা

ভেড়ার জন্য ৪০৬৩ টাকা

শূকরের জন্য ১৬,৩৩৭ টাকা

মুরগী প্রতি ৭২০ টাকা  দেওয়া হয়।

Conclusion – – পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প ভারতের সমস্ত মৎস্য চাষের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের জন্য একটি খুব ভাল প্রকল্প, এই নিবন্ধ সম্পর্কে যদি কোন বক্তব্য থাকে তা নিচে comments করে বলতে পারেন। আশা করি আপনাদের নিবন্ধটি আপনদের কাজে লাগবে।

ছাত্র ছাত্রীদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

এক নজরে “ পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প ” ( Pashu kisan credit card Scheme 2022 in one table in Bengali)

প্রকল্পের নাম পশু কিষান ক্রেডিট কার্ড প্রকল্প
বেনিফিসারিগবাদি পশু পালন সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি।
কে প্রকল্প শুরু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এই প্রকল্পের প্রধান উদ্দেশ গবাদি পশু উৎপাদন বাড়ানো ও গবাদি পশু পালকদের আয় বাড়ানো।
অফিসিয়াল ওয়েবসাইট
শেয়ার করুন -

Leave a Reply