আজকের দিনে ফেলে দেওয়া জিনিস কে কাজে লাগিয়ে অনেকে অনেক রকমের কাজ করছেন। আজ সেরকম ফেলে দেওয়া জিনিস কে নিয়ে কত বড় ব্যবসা তৈরি করা যায় এবং তা থেকে কত টাকা ইনকাম করা যায় তা এই লেখাতে বুঝতে পারবনে। আপনি কি কখনো ভাবতে পেরেছেন মুরগির পালক দিয়ে কাপড় তৈরি করা যেতে পারে, হয়ত গল্প মনে হচ্ছে এবং শুনতেও অবাক লাগছে।
কিছুটা অসম্ভব বলে মনে হলেও এই মুরগির পালক থেকেই কাপড় তৈরি করে কোটি টাকার এক অনেক বড় শিল্পের বাজার তৈরি করেছেন ।মুদিতা ও রাধেশ এরা দুজনেই জয়পুরের বাসিন্দা, এই দুইজন এই ধরনের এক অভিনব ব্যবসা শুরু করেছেন।তবে কলেজে পড়তে পড়তে এই আইডিয়া আসে তাদের মাথায়। এবং তাকেই আজ বাস্তবে রুপ দিয়ে সেখান থেকে আজ কোটি টাকার টার্নওভার করছে তাদের কোম্পানি।
তাদের এই কোম্পানির নাম মুদিতা অ্যান্ড রাধেশ প্রাইভেট লিমিটেড, দুজনেই কোম্পানির ফাউন্দার , তাদের দুজনের স্বপ্নের এই কোম্পানি । রাধেশ জানান যে, ১৬০০০ টাকা দিয়ে নিজের ব্যবসা শুরু করেন তিনি। আর আজ তার কোম্পানি কোটি কোটি টাকার ব্যাবসা করছে। রাধেশ আরও জানান মাত্র আড়াই বছরে কোম্পানি ৭ কোটি টাকার ব্যবসা করেছে।
যেকোনো বড় কাজ করতে যেভাবে struggle করতে হয় এখানেও তাদের করতে হয়েছে। এর পেছনে অনেক গবেষণা, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। তারপর মিলেছে এই সাফল্য। যদিও তাদের থেকে জানা যাচ্ছে যে, ভারতে তাদের এই পরিশ্রমের দাম মেলেনি। কিন্তু তাই বলে তাদের প্রোডাক্টের চাহিদা কম নেই। বিদেশ থেকে প্রচুর অর্ডার পান তারা।
তারা ১২০০ মানুষকে কাজ দিয়েছেন, এবং আজ তারা নিজেদের উপার্জন-এর সঙ্গে সঙ্গে একইসাথে এরাও কাজ ও টাকা দুটোই পাচ্ছে। আর তারা প্রত্যেককেই বেশ ভালো অংকের বেতন দিয়ে থাকেন। তাদের বেশিরভাগ কাজই এখন মেশিনে স্থানান্তরিত হলেও সেখানে বহু তাঁতি নিজেদের কাজ পেয়েছেন।
উপসংহার –
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং অবশ্যই ফেসবুকে লাইক দেবেন