New Income Tax Slab: ইংরাজি নতুন বছর ২০২৩ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় আয়কর দাতাদের জন্য মস্ত বড় সুখবর নিয়ে এল ভারত সরকার। ভারত সরকার ভারতীয় করদাতাদের জন্য New Income Tax Slab ঘোষণা করেছে । এই নতুন New Income Tax Slab অনুযায়ী এবার বহু ভারতীয় করদাতা কে ট্যাক্স দিতে হবে না। তারা এই New Income Tax Slab অনুযায়ী ট্যাক্স ছাড় পেয়ে যাবেন।
আবার অনেক করদাতা এই New Income Tax Slab অনুযায়ী যারা ১০% ট্যাক্স দিতেন তাড়া এখন থেকে মাত্র ৫% ট্যাক্স দিলেই কাজ কাজ হবে। তবে এই বিশাল সুবিধা নতুন অর্থ বর্ষ থেকে লাগু হল।
ভারত সরকার করদাতাদের জন্য কি কি সুবিধা নতুন বছরে দিতে চলেছে । এবং বাজেট (Budget 2023-24) নিয়ে কি পরিকল্পনা আছে ভারত সরকারের তা জেনে নিন।
ভারত সরকার ভারতবাসীর জন্য নতুন বছরের এই দুরন্ত উপহার দিতে চলেছে। ভারত সরকার তাদের New Income Tax Slab -এর মধ্য দিয়ে বিরাট উপহার দিতে চলেছে সাধারন মানুষ কে। এই New Income Tax Slab -এ প্রায় সমাজের সমস্ত স্তরের মানুষ চাকুরীজীবী , ব্যবসায়ী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত দেশের প্রচুর সাধারণ মানুষ এর ফলে ভীষণ রকম ভাবে লাভ পেতে চলেছেন।সুত্র মারফত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই তথ্য জানা গেছে।
এবার আমরা জেনে নি কেন্দ্র সরকার আমাদের মত সাধারন মানুষ কে কি কি উপহার দিচ্ছে?
আমাদের দেশে কোটি কোটি মানুষ বাস করে যারা প্রতি বছর তাদের আয়ের অনেকটা তাকা আয়কর হিসাবে জমা করেন। এবং আমাদের দেশে কোটি কোটি আয়করদাতা রয়েছেন, এই সমস্ত মানুষ এক বড় রকমের সুবিধা পেতে চলেছেন।
যদি আপনি ভারত সরকার কে আয়কর দেন তবে। এখন আপনাকে কেবল মাত্র ৫ শতাংশ ট্যাক্স দিতে হবে। নতুন বছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জনগণের উদ্দেশ্যে এই উপহার দিচ্ছেন। এবছর সাধারণ বাজেটের (Budget 2023-24) প্রস্তুতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার শুরু হয়ে গিয়েছে। সূত্র মারফত কেন্দ্রীয় সরকার -এর অর্থ দপ্তর থেকে জানা যাচ্ছে, মধ্যবিত্ত থেকে চাকুরীজীবী সমস্ত স্তরের মানুষ নতুন বছর একটা বড় ধরনের ট্যাক্স ছাড় (Income Tax Slab) পাবেন।
এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে ২০১৪ সালে শেষবারের জন্য ট্যাক্স লিমিট বৃদ্ধি করা হয়েছিল। আগে এর সীমা ছিল ২ লক্ষ টাকা। পরে সেই ট্যাক্স লিমিটের সীমা বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়। আর এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ বেশি টাকা বিনিয়োগ করতে পারেন। ফলে যথেষ্টই সুবিধা পান তারা।
তবে আশার কথা এই নতুন New Income Tax Slab প্রসঙ্গে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এবার থেকে নিউ ট্যাক্স রিজিম গ্রহণ করুন বা ওল্ড ট্যাক্স সিস্টেম এর মধ্যেই থাকুন, কাউকেই কোনো ক্ষেত্রেই আর বড় মাপের ট্যাক্স দিতে হবে না। এবং তিনি বলেন দেশের একটা অনেক বড় অঙ্কের সাধারন মানুষকে মাত্র ৫ শতাংশ কর দিলেই হবে।
এবার জেনে নেওয়া যাক কারা ৫ শতাংশ ট্যাক্স প্রদান করবেন :
কেন্দ্রীয় অর্থ দপ্তর থেকে সুত্র মারফত জানা গেছে, ২.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা যারা আয় করেন ,সেই বিশাল সংখ্যার সাধারন মানুষ কেবল ৫% ট্যাক্স দিলেই কাজ হবে। আর যাদের বছরের ইনকাম ২.৫ লক্ষ টাকার কম তাদের কে কোন কর দিতে হবে না।
Tax Free Income Tax Slab বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় অর্থ দপ্তর থেকে সুত্র মারফত জানা গেছে, সরকার এবারের বাজেটে ট্যাক্স ফ্রি ইনকামের স্ল্যাব (Income Tax Slab) বাড়িয়ে দিতে পারে। গত বারের বাজেট অনুসারে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তারা কোন কর দেন না। তবে নতুন এই বাজেটে এই ট্যাক্স লিমিটের সীমা ৩ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়তে পারে। জানা যাচ্ছে, এবারের বাজেটে কেন্দ্রীয় সরকার কয়েক কোটি করদাতাকে বড় সুবিধা দিতে চলেছে।