ভারতীয় নির্বাচন কমিশন নতুন একটি পরিষেবা শুরু করেছে , এই পরিষেবা তে আপনার ভোটার আইডি কার্ড আপনি আপনার মোবাইল ফোনে যেকোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন।ভোটার আইডি কার্ড প্রতিটি ভারতবাসীকে শনাক্তকরতে ব্যাবহার করা হয়।
এবং এই আইডি কার্ড আপনার যেকোনো ধরনের আইডি কার্ড হিসাবে সর্বত্র ব্যবহার করতে পারেন। আপনি এই আইডি কার্ড কে আলাদাভাবে কোন রকম নথি পত্রের মত আপনার ফোনে নিয়ে যেকোনো কাজে জেতে পারেন। এটি আপনার ফোনে রেখে দরকার মত এটি যেকোনো কাজে দেখাতে পারেন । এখানে আপনি কিভাবে ডিজিটাল ভোটার কার্ড সংরক্ষণ করতে পারেন।
ডিজিলকার বা ডিজিটাল লকারে অর্থাৎ ডিজিটালি একে সংরক্ষণ করতে পারেন এবং এর জন্য আপনার আইডি কার্ডটি পিডিএফ আকারে রাখতে পারেন।
ডিজিটাল ভোটার আইডির জন্য, আপনার মোবাইল ফোন আপনার ভোটার আইডি কার্ডের সাথে লিঙ্ক করা খুব দরকার। এবং এর জন্য আপনাকে ডিজিটাল লকারের KYC আপডেট করে নিতে হবে। এবং KYC আপডেট করলে তার পরেই আপনি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
এখন যেনে নি কিভাবে ডাউনলোড করবেন ডিজিটাল ভোটার আইডি কার্ড
1। প্রথমে ভারত সরকারের ওয়েবসাইট https://eci.gov.in/e-epic/ ভিজিট করুণ ।
2. ডাউনলোড ই-EPIC অপ্সানে ক্লিক করুন।
3. ডাউনলোড e EPIC অপ্সান টি পেজের ওপরে রয়েছে।
4. আপনার লগইন বিবরণ দিয়ে লগইন করুন.
5. তবে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি আপনার মোবাইল ফোন নম্বর ব্যাবহার করে এটি তৈরি করে নিতে পারেন৷
6. ডাউনলোড eEPIC এ ক্লিক করুণ।
7. আপনার 10 সংখ্যার ইউনিক EPIC নম্বর টাইপ করুণ।
8. বিস্তারিত যাচাই করা হবে। তারপর আপনার ডিজিটাল ভোটার আইডি কার্ড প্রদর্শিত হবে।
9. আপনি আপনার মোবাইলে একটি OTP পাবেন। এটা যাচাই করুন।
10. আপনার ডিজিটাল আইডি কার্ড PDF আকারে ডাউনলোড করুন।