এখন বিশ্বের সবচেয়ে বড় ইগলু ক্যাফে আমাদের দেশে গুলমার্গে! প্রচুর পর্যটক, কি এই ইগলু ক্যাফে ? বিস্তারিত জানুন

You are currently viewing এখন বিশ্বের সবচেয়ে বড় ইগলু ক্যাফে আমাদের দেশে গুলমার্গে! প্রচুর পর্যটক, কি এই ইগলু ক্যাফে ? বিস্তারিত জানুন

এবছর শীতের আগে আগে একটা ভাল খবর দিচ্ছি। প্রতি বছর ব্যাপক তুষারপাতের কারণে কাশ্মীরে এক নৈসর্গিক রূপ ফুটে ওঠে সেটা আমারা প্রায় সবাই জানি, বরফে ঢাকা কাশ্মীর যেন কোনও রূপকথার রাজ্য! এবং এর জন্য দেশ বিদেশ থেকে লাখ লাখ লোক দৌড়ে আসেন। এবছরেও তা অব্যাহত থাকবে। তবে নতুন চমক হল, ইগলু ক্যাফে। আপনি হয়ত সুইজারল্যান্ডের ইগলু ক্যাফের কথা শুনেছেন বা জানেন। কিন্তু আয়তনে আমাদের দেশের কাশ্মীরের ইগলু ক্যাফে সুইজারল্যান্ডকে বর্তমানে পিছনে ফেলে দিয়েছে। এই ক্যাফের জনপ্রিয়তাও খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে চতুর্দিকে।

কাশ্মীরের গুলমার্গে তৈরি হয়েছে এই ইগলু ক্যাফে। জনপ্রিয় স্কি রিসোর্টের মালিক এটি তৈরি করেছেন। আগের বছর এটি তৈরি হলেও, চলতি বছরে আয়তনে আরও বড় হয়েছে।

ক্যাফেটি ৩৭.৫ ফুট লম্বা এবং ৪৪.৫ ফুট আয়তনে। ক্যাফের মধ্যে রয়েছে ১০টি টেবিল। মোট ৪০ জন একসঙ্গে বসতে পারেন এই ক্যাফেতে।

তবে এটা খুব সহজে তৈরি হয়েছে তা নয় । মোট ২৪ জন কর্মী ৬৪ দিন ধরে এই ইগলু ক্যাফে তৈরি করেছেন। মার্চ মাস পর্যন্ত এই ক্যাফে খোলা থাকবে বলেই জানিয়েছেন তিনি।

ইগলু ক্যাফের মধ্যে চা, কফির ব্যবস্থা তো রয়েইছে। এর ভিতরে ১ ঘণ্টা পর্যন্ত থাকতে পারবেন পর্যটকরা।

সুইজারল্যান্ডের ইগলু ক্যাফে অনেক দিন আগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের জায়গা করে নিয়েছে। তবে আয়তনে কিন্তু আমাদের দেশের টি আরও বড়, তাই এটি গিনেস বুকে স্থান পাবে বলেই আশাবাদী আমরা। এবং এটা পেলে দেশের মুকুটে আরও একটি পালক জুড়বে ।

যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

উপসংহার –

ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply