আমদের রাজ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা ভীষণ প্রতিভাবান, যখন তারা সুযোগ পায় তখন বিশের দরবারে তারা জানান দেয় যে বাঙালীদের মধ্যে প্রতিভার কোন আভাব নেই। তার বিশ্বকে জয় করতে জানে। আজ এরকম এক ছাত্র তার প্রতিভার ঝলক আমাদের কে দেখিয়েছেন।
ইন্ডিয়া বুক অব রেকর্ডের পর এবার ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসেও নাম উঠল খড়গ্রামের ছাত্রের। খড়গ্রাম ব্লকের হরিপুর গ্রামের একাদশ শ্রেণির ছাত্র সম্রাট কর কয়েকমাস আগেই ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়েছিল। এবার সে বড় আকারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এঁকে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে নাম তুলল।
কয়েকমাস আগে সম্রাট ২ সেন্টিমিটার বাই দেড় সেন্টিমিটার তিন ভাঁজের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছিল। সম্প্রতি সে ২০ ফুট বাই ১৬ ফুট মাপের কাগজের উপর নেতাজির মুখের ছবি এঁকে ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে নাম তোলার জন্য পাঠায়। কয়েকদিন আগে তার বাড়িতে সার্টিফিকেট ও উপহার আসে। এই ঘটনায় উচ্ছ্বসিত সম্রাটের পরিবার।
সম্রাট খড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা মলয়চন্দ্র কর বলেন, ছেলে খুব ভালো ছবি আঁকে। ওর কাজে গর্বিত। সম্রাট জানায়, কাগজের কোলাজের উপর নেতাজির ছবি আঁকতে প্রায় চার মাস লেগেছে। এরপর মাসখানেক আগে আমি এটা পাঠিয়েছিলাম।
আমাদের ছেলে মেয়রা জখন কোন ভাল কাজ করে দেশের মুখ উজ্জ্বল করে তখন আমাদেরও বুক গর্বে ভরে যায় । এবং আমরা আশা করতে থাকি যে আরও অনেক ছেলে মেয়ে নান বিশয়ে এভাবে রেকর্ড করে দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করবে ।
যদি আপনার এই খবর ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।