বাজারে এসে গেছে উড়ন্ত মোটরবাইক, চাইলে আপনিও কিনতে পারেন, জেনে নিন বিস্তারিত খবর

You are currently viewing বাজারে এসে গেছে উড়ন্ত মোটরবাইক, চাইলে আপনিও কিনতে পারেন, জেনে নিন বিস্তারিত খবর

বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল জাপানের একটি স্টার্টআপ সংস্থার হাত ধরে । সংস্থার দাবি মত এই বাইকে চেপে আপনি সর্বোচ্চ ৪০ মিনিট শূন্যে উড়ে যেতে পারেন।

যদি ভাবুন অফিসে দরকারি মিটিং রয়েছে।কিন্তু আপনার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কোনও রকমে নাকেমুখে গুঁজে, দ্রুত তৈরি হয়ে অফিসের জন্য দৌড় লাগালেন, তাতেও যে বিশেষ লাভ নাও হতে পারে। কারণটা খুবই সোজা, রাস্তায় লম্বা যানজট। কিন্তু যদি আপনি এমন ভাবেন, যানজট পিছনে ফেলে মোটরবাইকে চেপে আপনি শূন্যে উড়ে গিয়ে নামলেন একেবারে অফিসের সামনে! শুনে কোন সেনেমার দৃশ্য-এর কথা মনে পড়ে গেলেও, এমনটাই সত্যি হতে চলেছে বাস্তবে। জাপানের একটি স্টার্টআপ সংস্থার হাত ধরে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল বিশ্বের প্রথম উড়ন্ত মোটরবাইক। এই মোটরবাইকে চেপে আপনি সর্বোচ্চ ৪০ মিনিট শূন্যে উড়ে যেতে পারেন ।এটা কোন কল্পবিজ্ঞান এর কথা নয় বাস্তব দুনিয়ায় এই ঘটনা প্রথম বার। বহু বছর আগে থেকেই ‘হোভার বাইক’ তৈরির ব্যাপারে উদ্যোগী হয়েছিল বেশ কয়েকটি বহুজাতিক সংস্থা। কিন্তু পরিকাঠামো, অর্থনৈতিক এবং অন্যান্য কারণে তা সম্ভব হয়নি। জাপানের একটি অটোমোবাইল কোম্পানি তৈরি করল পৃথিবীর প্রথম হোভার বাইক ‘এক্সটুরিসমো’। প্রাথমিক পর্যায়ে অল্প সংখ্যক মোটরবাইক প্রস্তুত করা হয়েছে। পরে চাহিদা অনুযায়ী তৈরির পরিকল্পনা রয়েছে। বিমা এবং কর মিলিয়ে মোটরবাইকের দাম ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় সাত কোটি টাকার মতো।

৩০০ কেজি ওজনের এই মোটরবাইক আপাতত এক জন যাত্রী পরিবহণে সক্ষম। ২০২৫ সালের মধ্যে আসবে এর বৈদ্যুতিক সংস্করণও।

যদি আপনাদের এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

উপসংহার –

ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply