সোলার এর ব্যবসা শুরু করে প্রথম মাস থেকে লাখ টাকা আয় করুন , জেনে নিন কিভাবে ?

You are currently viewing সোলার এর ব্যবসা শুরু  করে প্রথম মাস থেকে লাখ টাকা আয় করুন , জেনে নিন কিভাবে ?

“সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন? ” এই নিবন্ধে আজ আমি সোলার এর ব্যবসা সম্পর্কে আলোচনা করব। পৃথিবীর প্রায় সমস্ত দেশ এখন সোলার সেক্টরকে ভীষণ গুরুত্ব দিছে। আমাদের দেশে কেন্দ্র ও রাজ্য সরকার নান রকমের নতুন নতুন যোজনা নিয়ে আসছে।সরকার কৃষকদের সোলার প্ল্যান্ট স্থাপনে ভরতুকি দিছেন যাতে  কেরোসিন ও ডিজেল এর সঙ্গে  বিদ্যুতের ব্যবহার ও হ্রাস করা যায়, সেই সঙ্গে সৌর খাতে ব্যবসার করার জন্য অনেক  সুযোগও তৈরি হচ্ছে। এবং সব ক্ষেত্রেই সরকারও আমাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করছে। আপনি যদি চান আপনিও সোলার সেক্টরে এর ব্যবসা করে প্রচুর টাকা উপার্জন করতে পারেন।  আমি আজ আপনাকে সোলার সেক্টরে ব্যবসা সম্পর্কে কিছু ধারনা দিচ্ছি।

সোলার এর ব্যবসা ধারনা(Solar’s Business ideas in Bengali)

সোলার পণ্যের ব্যবসা (Solar Product Business in Bengali)

আমাদের সরকার সাধারণ মানুষকে সৌরশক্তি ব্যবহারের জন্য নানা ভাবে উৎসাহিত করছে। সরকারের মুখ্য উদ্দেশ্য যাতে উৎপাদিত বিদ্যুৎ খরচ কম করা যায়। কিছু কিছু রাজ্যে, কিছু শিল্পের জন্য সরকার  সোলার প্ল্যান্ট-এর  ব্যবহার বাদ্ধতামুলক করা হয়েছে। আপনি সোলার-এর তৈরি সোলার থার্মাল সিস্টেম,সোলার পিভিসি, সোলার অ্যাটিক ফ্যান, সোলার কুলিং সিস্টেম ইত্যাদির মতো সোলার পণ্যের ব্যবসা শুরু করতে পারেন  ও এই ধরনের ব্যবসা করে আপনি লক্ষ লক্ষ টাকা আনাহাসে উপার্জন করতে পারেন। তবে এই ব্যবসা শুরু করতে আপনার মূলধন কমপক্ষে 4 থেকে 5 লক্ষ টাকা লাগবে, এর জন্য আপনি একজন এমএসএমই হবেন।তবে সরকার এই ধরনের ব্যবসার জন্য লোণ  এর ব্যবস্থা করে দেয় । আপনি এই ধরনের ব্যবসা শুরু করলে MSME শাখায় আপার ব্যবসার রেজিস্ত্রেশন করবেন। এবং এখান থেকে আপনি লোণ পেয়ে যাবেন। ৪-৫ লক্ষ টাকা নিয়ে শুরু করলে এই ব্যবসা থেকে আপনি মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করতে পারবেন।

সৌর শক্তি চালিত পণ্য বিক্রির ব্যবসা (The business of selling solar powered products in Bengali)

দিন দিনে সোলার থেকে নানা রকমের যন্ত্র আবিস্কার হছে । এই সব যন্ত্রে জালানি খরচ যেমন বিদ্যুৎ বা কেরোসিন-ডিজেল খরচ একদম থাকে না। এবং এই সমস্ত  পন্যের চাহিদা ধিরে ধিরে বাড়ছে । আপনি এই সোলার সিস্টেম থেকে চলে এই সমস্ত পন্যের ব্যবসা করতে পারেন। যেমন বর্তমানে দেশি-বিদেশি কোম্পানির তৈরি সোলার ওয়াটার হিটার,  সোলার মোবাইল চার্জার, সোলার ওয়াটার পাম্প, সোলার চালিত লাইট ইত্যাদির এরকম বহু পণ্য আছে । এদের মধ্যে কিছু কিছু পণ্যেকে যেমন সোলার পাম্প সরকার ভরতুকি দেয়। এই সমস্ত পণ্যের উপর লাভের শতাংশ খুব বেশী থাকে। আপনিও এই ব্যবসা শুরু করলে প্রচুর টাকা রোজগার করতে পারবেন। এই ব্যবসায় আপনাকে একবার মাত্র ২ থেকে ২.৫ লাখ টাকা মূলধন হিসাবে খরচ করতে হবে। এবং পণ্য যদি বিক্রি করতে পারেন তবে আপনি প্রতি মাসে ৩০-৪০ হাজার টাকা লাভ পেতে পারবেন।

সোলার রক্ষণাবেক্ষণ বা Solar Maintenance কেন্দ্র (Solar Maintenance Center)

সোলার রক্ষণাবেক্ষণ কেন্দ্র খুলে আপনি একটা ভাল ব্যবসা শুরু করতে পারেন। ব্রত্মান দিনে এটি একটি ভাল উপার্জনের পথ হতে পারে। কারণ জত দিন যাবে সোলার পণ্যের ব্যবহার তত বাড়বে এবং রক্ষণাবেক্ষনের কাজ ও বাড়তে থাকবে।আপনি যদি মানুষকে এই ধরনের রক্ষণাবেক্ষনের ভাল পরিসেবা দিতে পারেন তবে আপনি ধুব ভাল একটা ইনকাম করতে পারেন। তবে এটার জন্য আপনাকে সোলার পণ্যগুলির সারানোর কাজ শিখে নিতে হবে।প্রচুর বেসরকারি সংস্থা আছে তারা এই সমস্ত মেরামতির ট্রেনিং করায়, সরকারী ক্ষেত্রে ও ট্রেনিং এর ব্যবস্থা আছে। এই ব্যবসা করতে আপনার বিনিয়গের পরিমাণ ধুবই কম হয়, কেবল কিছু টুলস বা মেশিনারি কিনতে হয়,  মোট 50 হাজার টাকা মত বিনিয়গ করলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন ও এখান থেকে প্রতি মাসে 20 হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন।

সোলার কনসালটেন্ট হয়ে প্রচুর ইনকাম করুন (Make a lot of money by becoming a Solar Consultant in Bengali)

এই ব্যবসায় সোলার প্রযুক্তি সম্পর্কে নান রকমের প্রজুক্তিগত তথ্য জানতে হবে এবং তা আপনার মক্কেল (Client) বা আপনার কাস্টমারকে সেই ব্যপারে সাহায্য করতে হবে।এই পেশাকে আপনি সৌর পরামর্শদাতা ও বলতে পারেন। এখণকার সময় এটা একটা খুব ভাল পেশা হতে পারে। এই ধরনের ব্যবসা করার জন্য আপনার প্রযুক্তিগত জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে এর জন্য বিভিন্ন স্বল্প দিনের কোর্সও আছে । এগুলো করলে আপনি সোলার বিষয়ে সমস্ত রকমের সুবিধা-অসুবিধা ও আরও  অনেক ধরনের জ্ঞান অর্জন করতে পারবেন। এটি এমন একটি ব্যবসা যাতে তেমন কোন মূলধন লাগে না কিন্তু  ব্যবসা করে প্রচুর লাভ করতে পারেন। এখানে আপনাকে সৌর শক্তি সম্পর্কিত সমস্ত জিনিস সম্পর্কে মানুষকে তথ্য দিতে হবে।এই ব্যবসা করার জন্য আপনার একটি ওয়েবসাইট ও অফিস দরকার। এই ব্যবসা থেকে আপনি প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা অনায়াসে আয় করতে পারেন। তবে প্রথম প্রথম আপনাকে একটু সময় দিতে হবে।

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

শেয়ার করুন -

Leave a Reply