Karmai Dharma Scheme: ২০২৩ নতুন বছরে রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে এসেছে এক দারুন খুশীর খবর। এই নতুন Karmai Dharma Scheme! প্রকল্প-এ রাজ্যের বেকার যুবক-যুবতীরা খুব তাড়াতাড়ি আবেদন করুন।
এখানকার দিনে বেকারত্ব দেশের সবচেয়ে বড় সমস্যা। দিনে দিনে নান ভাবে কর্মসংস্থান-এর রাস্তা কিন্তু কমতে আছে। এবং এই কারনে দেশজুড়ে বেকারত্ব।
প্রতিবছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে পড়াশুনো শেষ করে কাজের জন্য ঘুরছেন। কিন্তু কাজ কোথায়। তাই বেশিরভাগ ছেলেমেয়ে খুব কিমি. বেতনে যেকোনো বেসরকারি সংস্থায় কাজ নিয়ে অতি কষ্টের মধ্যে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছেন । তাই দেশের এই সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব মেটানো সরকারের পক্ষে খুবই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
তাই কেন্দ্র ও রাজ্য সরকার সব সময় চেষ্টা করছেন যে এই বেকার যুবক যুবতীদের নান ভাবে স্বাবলম্বী করার। এবং এই উদ্দেশ্যে সরকার অনেক প্রকল্প শুরু করছেন।
এখন সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গে সরকার নতুন এক অভিনব উদ্যোগ নিয়েছে। এবং এক নতুন প্রকল্প চালু করেছেন এবং সরকারের বিশ্বাস এই প্রকল্পে প্রচুর যুবক যুবতী কে কর্মমুখী এবং স্বাবলম্বী করা জেতে পারে। এখন যেনে নিই রাজ্য সরকার এই বেকার যুবক-জুবতিরদের জন্য কি প্রকল্পের সূচনা করেছেন এবং সেই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত তথ্য।
কি এই প্রকল্প ?
নতুন এই প্রকল্পের নাম – কর্মই ধর্ম প্রকল্প (Karmai Dharma Scheme)
কর্মই ধর্ম প্রকল্পের উদ্দেশ্য:
দৈনন্দিন কাজ কর্মের জন্য বেকার যুবক যুবতীদের নান জায়গায় ছুটতে হয়। এই বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যাতায়াত করার জন্য তাদের নান সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এই সমস্যার দিকে লক্ষ্য রেখে সরকারের তরফে এই নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে।
বেকার যুবক যুবতীদের পরিবহনের সবচেয়ে ভালো মাধ্যম হল মোটরবাইক কিম্বা স্কুটি। প্রতিদিনের নানা রকমের কাজের জন্য মোটরবাইক ভীষণ দরকারি জিনিষ ।
এবং মোটরবাইক থাকলে নান ভাবে আয় ইনকামের রাস্তাও অনেকটা সহজ হয়। এবং আপনি যদি একটু চিন্তা করে দেখেন মোটরবাইকের উপর নির্ভর করে হাজার হাজার যুবক-যুবতীরা অনেক টাকা উপার্জন (Income) করতে পারে।
যেমন বিভিন্ন ধরনের –
অনলাইন ডেলিভারি সংস্থা,
ফুড ডেলিভারি সংস্থা,
E-COMMERCE Platform,
মার্কেট সেলসম্যান,
এই সমস্ত কাজে মোটরবাইক ছাড়া কাজ করা যায় না। কারন মোটরবাইক থাকলে এই কাজ গুলি অনেক সহজ হয়ে যায়।
তাই এই সমস্যা মেটানোর জন্য রাজ্য সরকার রাজ্যের প্রায় দুই লক্ষ বেকার যুবক যুবতীদের এই মোটরসাইকেল কেনার জন্য আর্থিক সহায়তা করবে Karmai Dharma Scheme এর মাধ্যমে।
Karmai Dharma Scheme মাধ্যমে বেকার যুবক-যুবতীরা সহজেই কাজের সন্ধান পেতে পারেন এবং দ্রুত সেই কাজের জন্য মোটরসাইকেল ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারেন।
তাই Karmai Dharma Scheme-এ মাধ্যমে যে সমস্ত যুবক-যুবতী বিভিন্ন ধরনের Home Delivery, Food Delivery সহ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা যদি এই প্রকল্পের সুবিধা পান তবে তারা ভীষণ রকম উপকৃত হবেন।
কারন Karmai Dharma Scheme প্রকল্পের মূল উদ্দেশ্য, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মমুখী এবং স্বাবলম্বী করে তোলা ।
Karmai Dharma Scheme কে কে আবেদন করতে পারবেন ?
আমদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো বেকার যুবক-যুবতী এই প্রকল্পের Karmai Dharma Scheme প্রকল্পের আবেদন করতে পারেন।
রাজ্যের যে সমস্ত বেকার যুবক-যুবতীরা প্রতিদিন কাজের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় বা জারা এই ধরনের কাজের জন্য আগ্রহী তারা সবাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। রাজ্যের প্রায় দুই লক্ষ বেকার যুবতীদের এই মোটরসাইকেল বা স্কুটি সরকারের তরফে দেওয়া হবে।
Karmai Dharma Scheme কি কি যোগ্যতা লাগবে ?
১। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। যে সমস্ত বেকার যুবক-যুবতীরা, কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, তারাই এই সুবিধা পাবেন।
৩। শিখাগত যোগ্যতা- মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
Karmai Dharma Scheme আবেদন করার পদ্ধতিঃ
রাজ্যের গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের আবেদনের পদ্ধতি আলাদা।
যারা গ্রামাঞ্চলে বাস করেন তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে অফিসে গিয়ে যোগাযোগ করবেন।
এবং যারা শহরে বাস করেন তারা পৌরসভার অফিসে গিয়ে যোগাযোগ করবেন।
ইচ্ছুক যুবক যুবতীরা Karmai Dharma Scheme প্রকল্পের আবেদনের ফর্মটি সংগ্রহ করে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ জমা দেবেন।
এই আবেদন করার আগে আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে, সেই এলাকায় Karmai Dharma Scheme প্রকল্পের সুবিধা চালু হয়েছে কিনা।
সরকারের তরফে এই প্রকল্পের ঘোষনা করা হয়েছে। এখনো পর্যন্ত অফিশিয়াল সার্কুলার জারি হয়নি। তবে অফিসিয়াল সার্কুলার জারি হলেই আপনারা নির্দিষ্ট সময়ে আমাদের ওয়েবসাইট থেকে জেনে যাবেন। তবে খুব শীঘ্রই এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে।
Karmai Dharma Scheme কি কি ডকুমেন্ট লাগবে:
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ভোটার কার্ড, আধার কার্ড
- বয়সের প্রমাণ পত্র
- আবেদন কপি আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ফটো
- এছাড়াও যদি অন্যান্য কোনো ডকুমেন্ট লাগে সঙ্গে রাখতে হবে