মাধ্যমিক পাশে পোস্ট অফিসে 1 লক্ষ কর্মী নিয়োগ রাজ্যে, আবেদন করুন, জেনে নিন বিস্তারিত খবর | Post Office Group-C Recruitment 2022

You are currently viewing মাধ্যমিক পাশে পোস্ট অফিসে 1 লক্ষ কর্মী নিয়োগ রাজ্যে, আবেদন করুন, জেনে নিন বিস্তারিত খবর | Post Office Group-C Recruitment 2022

আপনি যদি ভারতের একজন স্থায়ী নাগরিক হন? আপনি যদি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করে থাকেন, এবং কোন কারনে আর বেশি দূর লেখাপড়া করতে পারেননি এবং এই কারনে সরকারের বিভিন্ন স্থায়ী পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারছেন না? শুধুমাত্র চুক্তি ভিত্তিক পদ গুলির জন্যই আবেদন করতে হচ্ছে? চিন্তা করবেন না, আপনার জন্য খুব ভাল সুখবর আছে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার পোস্ট অফিস গুলিতে নুন্যতম মাধ্যমিক পাসে প্রায় ১ লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।তাই ভারতের বাস করেন এমন যে কোনো প্রান্তের কমপক্ষে মাধ্যমিক পাস চাকরিপ্রার্থীরা নারী পুরুষ সকলেই এই চাকরির জন্য আবেদন করুণ। নীচে নিয়োগের ব্যাপারে বিস্তারিত ভাবে বিবরণ দেওয়া হল ।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-

আবেদনকারীরা কোনো একটি নির্দিষ্ট পদে নয় বরং একাধিক শূন্যপদে একই জন্য আবেদনকারী আবেদন করতে পারবনে। যে যে শূন্যপদে তাদের নিয়োগ করা হবে সেগুলি সম্পর্কে নীচে আলোচনা করা হল-

পোস্ট ম্যান / Postman-  এই পদের জন্য শুন্য পদের সংখ্যা মোট ৫৯০৯৯ টি।

এই পদে আবেদন করার জন্য আপনাকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

এবং এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী SC,ST রা ৫ বছর, OBC রা ৩ বছর PWD রা ১০ বছর, PWD+OBC রা ১৩ বছর, PWD+SC/ST রা ১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

মেল গার্ড / Mailguard- এই পদের জন্য শুন্য পদের সংখ্যা মোট ১৪৪৫ টি ।

এই পদের জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং সেই সঙ্গে কম্পিউটারের বিষয়েও জ্ঞান থাকতে হবে।

আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

Multi tasking staff- এই পদের জন্য শুন্য পদের সংখ্যা মোট ৩৭৫৩৯ টি ।

এই পদের জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটারের বিষয়েও জ্ঞান থাকতে হবে।

আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যেই

আবেদন কিভাবে করবেন – উপরিউক্ত এই সমস্ত পদ গুলির মধ্যে যে কোনো একটি পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। অনলাইনের আবেদনের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুণ।

১) প্রথমে ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www indiapost.gov.in  যেকোনো কম্পিতারে বা মোবাইল-এ ওপেন করে নিন।

২) সেখানে Registration একটি Option আসবে সেখানে ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি আপনার নিজস্ব User ID ও Password পেয়ে জাবেন। সেটি দিয়ে Login করলেই একটি Online application form আসবে।

৪) ফর্মে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

৫) আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচার কে ও স্ক্যান করে আপলোড করে দিন।

৬) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।

এবার জেনে নিন প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে:- 

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ।

২) আধার কার্ড ।

৩) আবেদনকারীর নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ।

৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট ।

৫) কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)‌‌‌‌।

৬) একটি পাসপোর্ট সাইজের ফটো ।

সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন

নির্বাচন পদ্ধতি:-

  • আবেদনকারী প্রার্থীদের একটি ১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
  • এই পরীক্ষার সিলেবাস আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।
  • লিখিত পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদের একটি ইন্টারভিউ ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে।
  • শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার শেষ তারিখ:- এখানে আবেদন পত্র জমা নেওয়ার জন্য অফিসিয়াল পোর্টাল ইতিমধ্যেই খুলে গেছে তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা আর দেরি না করে আজই আবেদন করে ফেলুন কারন খুব বেশী দেরি হয়ে গেলে আর আবেদন পত্র জমা নেওয়া হবে না।

শেয়ার করুন -

Leave a Reply