যুক্তরাষ্ট্র নিবাসী এক মুসলিম নবদম্পতি এখন আলোচনার কেন্দ্রে, তারা ধর্মে মুসলিম হয়েও কিন্তু বিয়ে করলেন হিন্দু রীতিতে। । কিয়ামা দিন খলিফা এবং কেশা খলিফা। পরস্পরকে চেনেন অনেক বছর ধরে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে প্রায় ৮-৯ বছর ধরে । আমেরিকায় দুইজনে একসঙ্গেই থাকতেন। সামাজিক মতে বিয়ে করে সম্পর্ককে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার কোনো পরিকল্পনা তাদের ছিল না।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক বছর আগে এই যুগল মধ্যপ্রদেশের বারাণসী ঘুরতে গিয়েছিলেন। এবং এই বারানসিতে মন্দির দর্শনের সময় তাদের চিন্তা ধারার এক আমুল পরিবর্তন ঘতে যায় । মন্দির দর্শনের সময় তারা এক হিন্দু বিয়ের অনুষ্ঠান দেখতে পান , এবং এই ধরনের বিয়ে বারানসির মন্দিরে আকছার ঘটতে থাকে। কিন্ত বিয়ের অনুষ্ঠানে সিঁদুর দান, গাঁটছড়া বাঁধা, সাতপাক ঘোরা— হিন্দু বিয়ের রীতিনীতি দেখে কিয়ামা এবং কেশা মহিত হয়ে যান। সেই সময়ে দু’জনে ঠিক করে নেন, যদি কোনো দিন বিয়ে করেন, তা হলে হিন্দু রীতি মেনেই বিয়ে করবেন। ।
সেই ঘটনার পাঁচ বছর পর বিয়ে করবেন বলে মনস্থির করেন কিয়ামা এবং কেশা। এবং সেই কারনে তারা আমেরিকা থেকে বারাণসী ছুটে আসেন। এবং বারানসিতে এসে তারা তাদের ইচ্চা মন্দিরের পুরোহিতকে বলেন, তবে পুরো বিষয়টি যে এত সহজে হবে, তা ভাবতেই পারেননি। তারা নিশ্চিত ছিলেন মুসলিম হয়ে হিন্দু মতে বিয়ে করতে গেলে বাধা আসবেই। কিন্তু আদতে সে সব কিছুই হয়নি। তাদের ইচ্ছার কথা জেনে মন্দিরের পুরোহিত সব নিয়ম মেনেই বিয়ে দেন দু’জনের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই যুগল গত শনিবার উত্তরপ্রদেশের ত্রিলোচন মন্দিরে হিন্দু রীতিতে বিয়ে করেছেন। হিন্দুরীতিতে বিয়ে করতে পেরে বেজায় খুশি এই যুগল। তারা স্থানীয় ও পুরোহিতকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন।
কিয়ামা এবং কেশা এবং বারানসির মন্দিরের কর্মকর্তারা জাতি ধর্ম ভেদাভেদের উপরে উঠে এক অনন্য মেলবন্ধন তৈরি করেছেন। এবং ধরনের ঘটনা যত বেশী দুনিয়াতে ঘটবে মানুষদের ভেতর বন্ধন তত বেড়ে যাবে, এরা অবশ্যই সেলামের যোগ্য ।
যদি আপনাদের এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।