অনলাইন ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন কিভাবে 2022? | How to start an online drop shipping business in Bengali 2022?

You are currently viewing অনলাইন ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন কিভাবে 2022? | How to start an online drop shipping business in Bengali 2022?

Table of Contents

অনলাইন ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন কিভাবে? ড্রপশিপিং কি ? ড্রপশিপিং কিভাবে শুরু করবেন ?

অনলাইন ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন কিভাবে? (How to start an online drop shipping business in Bengali?)

“অনলাইন ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন কিভাবে?” আজকের এই নিবন্ধে আমি অনলাইন ড্রপশিপিং ব্যবসা শুরু করবেন কিভাবে তা নিয়ে বিস্তৃত ভাবে আলোচনা করব।

অনলাইন ড্রপশিপিং ব্যবসা কি এবং কিভাবে হয়? (What is online dropshipping business and how in Bengali?)

ড্রপশিপিং ব্যবসা হল এক ধরনের অনলাইন ব্যবসায়িক মডেল, এই ব্যবসায় ড্রপশিপিং ব্যবসাই কোনো পণ্য না কিনে বা পণ্যের জন্য খরচা না করে গ্রাহকদের কাছে তা খুব উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন এবং অনেক মুনাফা অর্জন করতে পারেন। এই ড্রপ শিপিংকে আমরা এভাবে বলতে পারি যে একজন গ্রাহক যখন অনলাইনে কোনো পণ্য কেনার জন্য অর্ডার করেন,  তখন ড্রপশিপিং কোম্পানি সেই পণ্যের অর্ডারটি পণ্য প্রস্তুত কারক বা পণ্যের খুচরা বিক্রেতার কাছে পাঠিয়ে দেয় এবং সেই খুচরা বিক্রেতা  পণ্যটি সরাসরি গ্রাহকের কাছে পাঠিয়ে দেয়।

ড্রপশিপিং ব্যবসা কীভাবে হয়? (How is the drop shipping business in Bengali?)

ড্রপশিপিং ব্যবসা অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। এই ব্যবসায় কোন রকমের  ইনভেন্টরির দরকার হয় না, পণ্য রাখার জন্য কোনো দোকান, গুদামঘরেরও প্রয়োজন পড়ে না। এবং এই ড্রপশিপিং ব্যবসায়, আপনাকে গ্রাহকদের কাছে গ্রাহকের অর্ডার করা পণ্য পাঠানোর ঝামেলা পোহাতে হয় না।

ড্রপশিপিং ব্যবসায়, আপনার নিজস্ব কোন পণ্য থাকে না।  এই ড্রপশিপিং ব্যবসায় আপনাকে একটি অনলাইন স্টোর খুলতে হয়, বা অন্য কোনো অনলাইন  শপিং ওয়েবসাইটের সঙ্গে আপনার পণ্য বিক্রি করতে হয়।

অনলাইন স্টোরের মাধ্যমে আপনি যখন কোন অর্ডার পান, আপনাকে সেই অর্ডার বিক্রয়কারীর কাছে পাঠিয়ে দিতে হয়। তারপর সেই সরবরাহকারী/ বিক্রয়কারী  আপনার কোম্পানির পক্ষে সেই পণ্যটি গ্রাহককে সরবরাহ করে।

ড্রপশিপিং ব্যবসা-য় টাকা ইনকাম করবেন কীভাবে?( How to make money in dropshipping business in Bengali?)

ড্রপশিপিং ব্যবসা-য় পণ্যের মুল্য আপনাকে নির্ধারণ করতে হয়, আপনি প্রস্তুত কারক কম্পানির কাছ থেকে যে দামে কিনবেন বেচলে ওটাই আপনার লাভ হয়। যেমন যদি একটি পণ্যের পাইকারি মূল্য 130 টাকা হয় এবং আপনি এটি 150 টাকায় বিক্রি করেন, তাহলে সেই পণ্যটি বিক্রি করে আপনি 20 টাকা লাভ করবেন।

তাই আপনি যে সব জিনিস আপনার অনলাইন স্টোরে নির্বাচন করবেন তার দাম সম্পর্কে ভাল আইডিয়া রাখতে হবে। কারন আপনার বিক্রিত পণ্যের মুল্য ও আপনার ক্রয় পণ্যের মুল্য পার্থক্য যত বেশী হবে আপনার লাভ তত বেশী হবে।

শিপিং চার্জ এর উপর অনেক কোম্পানি আলাদা আলাদা নিয়ম লাগু করে।  অনেক কোম্পানি তাদের পণ্যের পাইকারি মূল্যের সাথে শিপিং চার্জ যোগ করে দেয়, আবার কিছু কোম্পানি আপনার কাছ থেকে আলাদাভাবে শিপিং চার্জ নেয়। এই সব কারনে আপনাকে আপনার গ্রাহকদের কাছে সেই ভাবে দাম এবং নিয়ম নির্ধারণ করতে হবে।

ড্রপশিপিং সাপ্লায়ার কে? (Who is the drop shipping supplier in Benglai?)

ড্রপ শিপিং ব্যবসায়  ড্রপশিপার সাপ্লায়ার-এর সবচেয়ে বড় ভূমিকা থাকে। ড্রপশিপার সাপ্লায়ার ছাড়া ড্রপ শিপিং এর ব্যবসা করা যায় না । এই ব্যবসায় যে কোনো ধরনের পণ্য বিক্রি করতে হলে ড্রপশিপার সাপ্লায়ার এর প্রয়োজন হয়। তাই আপনাকে খুব ভালভাবে জানে নিতে হবে  আপনি কাকে ড্রপশিপার সাপ্লায়ার হিসাবে কাজে লাগাবেন। আপনি আপনার অনলাইন স্টোরে যার পণ্য বিক্রি করছেন তাকে আমরা বলি ড্রপশিপার সাপ্লায়ার। তাই এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমে আপনি যে যে পণ্য  বিক্রি করবেন তা প্রথমে ঠিক করতে হবে এবং তারপরে আপনাকে সেই পণ্যটির ড্রপশিপার সাপ্লায়ার-এর সাথে যোগাযোগ করতে হবে, যিনি সেই পণ্যটি বিক্রি করার কাজ করেন।

ড্রপশিপার সাপ্লায়ার-এর  সঙ্গে যোগাযোগ করে আপনাকে ঠিক করে নিতে হবে যে অর্ডার নেওয়ার পর আপনার সাপ্লায়র কত দিনের মধ্যে গ্রাহকের কছে পণ্য পৌঁছে দিতে পারবে।  আপনাকে সেই অনুযায়ী গ্রাহককে সময় দিতে হবে।

ড্রপশিপিং সাপ্লায়ার –এর কাজ কি কি ?

প্রথেমে আপনাকে ড্রপশিপিং সাপ্লায়ার –এর সঙ্গে  তার পণ্য বিক্রি করার জন্য একটি চুক্তি করার দরকার হয়। এবং চুক্তির পরে, আপনি সেই পণ্যগুলি আপনার ওয়েবসাইট বা অন্য কোনও ওয়েবসাইটে বিক্রি করতে পারেন, সেই অনুযায়ী আপনি ওয়েবসাইটে ছবি দিয়ে পণ্য বিক্রি শুরু করবেন। এর পরে আপনি সেই পণ্যটির বিক্রির অর্ডার পাবেন  সাথে সাথে আপনাকে সেই অর্ডারটি আপনার ড্রপ শিপিং সাপ্লায়ার –এর কাছে পাঠাতে হবে।  এবং এরপর আপনার ড্রপশিপিং সাপ্লায়ার  সেই পণ্যটি সেই গ্রাহকের কাছে পাঠিয়ে দেবেন যিনি সেই পণ্যটি অর্ডার করেছেন।

তবে আপনাকে সব সময় ভাল মানের ড্রপ শিপিং সাপ্লায়ারকে খুজে বার করতে হবে। না হলে নিম্ন মানের পণ্য আপনার গ্রাহকের কাছে যেতে পারে।

কীভাবে একটি ড্রপ শিপিং সাপ্লায়ার বেছে নেবেন ?( How to choose a drop shipping supplier in Bengali?)

এই ব্যবসায় ড্রপ শিপিং সাপ্লায়ার এর ভূমিকা সবছেয়ে বেশী। তাই ভাল ড্রপশিপিং সাপ্লায়ার  নির্বাচন করা একটি খুব কঠিন কাজ এবং এই সমস্ত ব্যবসা ড্রপ শিপিং সাপ্লায়ার-এর উপর ভিত্তি করে চলে। আপনি যদি একটি ভুল ড্রপশিপিং সাপ্লায়ার কে নির্বাচন করেন । তাহলে আপনার ব্যবসা চালানো খুবই মুশকিল হবে।

সারটিফায়েড ড্রপশিপিং সাপ্লায়ার (Certified Drop shipping Supplier in Bengali)

আপনি ইন্টার্নেতে সার্চ করলে অনেক সারটিফায়েড ড্রপ শিপিং সাপ্লায়ার কে পেয়ে যাবেন। কিন্তু আপনাকে কোন সঠিক সারটিফায়েড ড্রপ শিপিং সাপ্লায়ার কে খুঁজে বার করতে হবে। তবে আপনি ব্যবসা করতে পারবেন। সারটিফায়েড ড্রপ শিপিং সাপ্লায়ার-রা বহু আপনার মত ব্যবসায়ীদের সঙ্গে কাজ করে। তাই তাদের বিশ্বাস করা যেতে পারে।

পণ্য-এর মান ভাল হতে হবে

এ ড্রপ শিপিং সাপ্লায়ার এর পণ্য আপনি বিক্রি করার পরিকল্পনা করছেন,আপনাকে প্রথমে সেই পণ্য সম্পর্কে ভাল ভাবে জেনে নিতে হবে। এবং পণ্যের মান ভাল হলে তবেই আপনি সেই পণ্য ও ড্রপ শিপিং সাপ্লায়ার কে নির্বাচন করুন। কারণ আপনি যদি গ্রাহকদের কাছে নিম্নমানের পণ্য বিক্রি করেন, তাহলে আপনার ড্রপ শিপিং ব্যবসার বেশী দিন চালাতে পারবেন না।

রিটার্ন পলিসি খুব সহজ করতে হবে।

অনলাইন ড্রপ শিপিং  ব্যবসায় অনেক সময় গ্রাহকদের আপনার পাঠানো পণ্য পছন্দ হয় না , এবং তারা সেই পণ্যটি ফেরত দিতে চান। তাই গ্রাহকদের জন্য আপনার ড্রপশিপার সরবরাহকারীর রিটার্ন নীতিটি যথেষ্ট সহজ হওয়া উচিত,  যাতে আপনার গ্রাহকদের না পছন্দ হওয়া পণ্য ফেরত দিতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয়।

amazon এ নিজের ব্যবসা শুরু করবেন কিভাবে?

ড্রপশিপিং ব্যবসায়  কোন ফি লাগে না। (There is no fee in drop shipping business in Bengali)

ড্রপ শিপিং সাপ্লায়ার আপনার সঙ্গে ব্যবসা করার জন্য আপনার কাছ থেকে 1st time  ও মান্থলি ফি দাবী করে।কিন্তু সাধারণত ড্রপ শিপিং ব্যবসায় ড্রপ শিপিং সাপ্লায়ার কোন রকমের অতিরিক্ত ফি নেয় না।তাই এইধরনের ড্রপ শিপিং সাপ্লায়ার এর সঙ্গে ব্যবসা না করা ভাল।

ড্রপশিপিং ব্যবসায় কি কি পণ্য বিক্রি করা হয়। (What products are sold in the drop shipping business in Bengali)

ড্রপশিপিং ব্যবসার মধ্য দিয়ে অনেক ধরনের পণ্য বিক্রি করা যায়, ও প্রচুর টাকা লাভ পাওয়া যায়।

নিচে অনেকগুলি পণ্যের নাম দেওয়া হল –

কম্পিউটারের স্পেয়ার পার্টস

কম্পিউটার স্পেয়ার পার্টস ড্রপ শিপিং এর দ্বারা প্রচুর বিক্রি হয়, কম্পিউটার সিস্টেম সব সময় আপগ্রেড হতে থাকে, তাই প্রায়শই নতুন ধরণের হার্ডওয়্যার সাধারন মানুশ কিনতে থাকে। অতএব, আপনি ড্রপ শিপিংয়ের মাধ্যমে কম্পিউটার আনুষাঙ্গিক সম্পর্কিত পণ্য বিক্রি করতে পারেন।

বিউটি প্রোডাক্ট

অনলাইনে প্রচুর মানুষ বিউটি প্রোডাক্ট গুলি কেনেন, আপনি চাইলে ও এই পণ্যগুলি বিক্রি করার কথাও বিবেচনা করতে পারেন।

কাপড় চোপড়  

মানুষ ধীরে ধীরে অনলাইনের মাধ্যমে জামাকাপড় কেনাকাটা করছেন। এবং এই ধারা দিনে দিনে বাড়তেই আছে।  আপনি চাইলে অনলাইন ড্রপশিপিংয়ের মাধ্যমেও অনেক ধরনের কাপড় বিক্রি করতে পারেন ।

মোবাইল ফোন

অনলাইনে সবচেয়ে বেশী সেলফোন মোবাইল ফোন বিক্রি হয়। আপনি ড্রপশিপিংয়ের মাধ্যমে মোবাইল ফোন বিক্রি করার কথাও বিবেচনা করতে পারেন। এখনে আপনার লাভের পরিমাণ ও বেশী হয়।

বই

প্রচুর পরিমাণে বই ড্রপ শিপিং-এর মাধ্যমে বিক্রি হয়।

খেলনা

ড্রপশিপিং ব্যবসার মাধ্যমে বাচ্চাদের খেলনা জাতীয় আইটেমগুলিও বিক্রি করতে পারেন এবং এটি করার জন্য আপনাকে খেলনাগুলির প্রস্তুতকারক বা পাইকারী বিক্রেতাদের সাথে দেখা করতে হবে যারা সেগুলি বিক্রি করে। এবং আপনার দরকার মত আপনি দাম ও গুনমান ঠিক করতে পারেন।

ড্রপশিপিং ব্যবসার সুবিধগুলি কি কি ? (What are the benefits of dropshiping business in Bengali?)

ড্রপ শিপিং খুব লাভজনক একটি ব্যবসা , সারা বিশ্বে প্রচুর মানুশ এই ব্যবসা করছেন এবং অনেক টাকা ইনকাম করছেন। এর বেশ কিছু উপকারিতা নিচে দেওয়া হল –

  • ড্রপ শিপিং ব্যবসা শুরু সেট আপ করা খুব সহজ
  • ড্রপ শিপিং ব্যবসা শুরু করার জন্য বেশী ঝামেলা করতে হয় না। অল্প বিস্তর ইন্টারনেট সম্পর্কে জানলে এই ব্যবসা করা যায়।
  • ড্রপ শিপিং ব্যবসায় মূলধন খূব বেশী লাগে না।
  • একটি ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে আপণাকে খুবই কম পরিমাণে মূলধন-এর দরকার পড়ে। এই ধরনের ব্যবসা শুর  করতে হলে আপনাকে শুধু একটি ওয়েবসাইট তৈরির খরচ ও তাকে মেনটেন করতে হয়।
  • ব্যবসায় ঝুঁকি এবং দায়িত্ব খুবই কম
  • এই ধরনের ব্যবসায় আপনি শুধু মিডিইয়েটর হিসাবে কাজ করবেন। তাই আপনার সরাসরি মূলধনের উপর খুব একটা চাপ থাকে না।
  • ড্রপ শিপিং ব্যবসায়  ঘরে বসেই আয় করা যায়।
  • ড্রপ শিপিং ব্যবসা যে কোনো জায়গা থেকে শুরু করা যেতে পারে,  এই ব্যবসা করার জন্য জায়গা বা অফিসের প্রয়োজন হয় না। বাড়ির যেকোনো সদস্য ঘরে বসে এই ধরনের ব্যবসা করতে পারেন। শুধু একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে।
  • ড্রপ শিপিং ব্যবসার জন্য লোক জনের ও দরকার পড়ে না।

Q. ড্রপ শিপিং কি ?

Ans. – ড্রপশিপিং ব্যবসা হল এক ধরনের অনলাইন ব্যবসায়িক মডেল, এই ব্যবসায় ড্রপশিপিং ব্যবসাই কোনো পণ্য না কিনে বা পণ্যের জন্য খরচা না করে গ্রাহকদের কাছে তা খুব উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন এবং অনেক মুনাফা অর্জন করতে পারেন।

Q. Amazon ড্রপ শিপিং থেকে কি আয় করা যায় ?

Ans.- Amazon ড্রপ শিপিং থেকে

Swiggy এর সঙ্গে ব্যবসা করবেন কিভাবে?

 
শেয়ার করুন -

Leave a Reply