টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায় – ২০২২ | 7 Easy Ways to Make Money from Telegram Channels in Bengali

You are currently viewing টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায় – ২০২২ | 7 Easy Ways to Make Money from Telegram Channels in Bengali

Table of Contents

টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায়(7 Easy Ways to Make Money from Telegram Channels in Bengali)

“টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায়” আজকের এই নিবন্ধে আমি আপনাদের কে টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায় সম্পর্কে জানাব। আপনি যদি টেলিগ্রাম চ্যানেল থেকে অনলাইনের মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে চান তবে অবশ্যই এই নিবন্ধটি পুরোটা পড়বেন। এবং আমার বিশ্বাস আপনিও  টেলিগ্রাম চ্যানেল থেকে খুবই কম সময় ব্যয় করে অনেক টাকা আয় করতে পারবেন।

আজকাল অনলাইনের দ্বারা নানা ভাবে প্রচুর মানুষ অনেক টাকা আয় করছেন। টেলিগ্রাম চ্যানেল এমন-ই একটি পদ্ধতি যেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন।  আজ এই নিবন্ধে স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি আপনাদের কে জানাব। যেখান থেকে আপনি টেলিগ্রাম চ্যানেল কে ব্যবহার করে প্রচুর টাকা আয় করতে পারেবন।

আমার মতে আপনি যদি টেলিগ্রাম থেকে অর্থ উপার্জন করতে চান তবে আপনাকে একটি একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে হবে, এবং নিয়মিত কিছু কাজ করে যেতে হবে। তবে এটা ভাববেন না যে একদিনের ভিতর বা এক সপ্তাহের মধ্যে প্রচুর টাকা আপনি আয় করতে পারেবেন। এখানে টাকা ইনকামের জন্য বড় কোনো শর্টকাট রাস্তা পাবেন না।  তবে আপনি যদি কয়েকটি মৌলিক নিয়ম অনুসরণ করেন তবে আমার ধারনা আপনি খুব অল্প সময়ের মধ্যে সাফল্য পেয়ে যাবেন।

টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায় (7 Easy Ways to Make Money from Telegram Channels in Bengali)

টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার  জন্য আপনাকে একজন সাধারন টেলিগ্রাম ইউজার বা একটি টেলিগ্রাম চ্যানেলের মালিক হিসাবে টেলিগ্রাম সফটওয়্যার যোগ দিতে হবে। মোটামটি আপনাকে বুঝতে হবে টেলিগ্রাম থেকে আয় শুরু করতে হলে আপনাকে আপনার নিজের একটি টেলিগ্রাম চ্যানেল প্রয়োজন, তবে আপনি অন্যের কোন চ্যানেলের মেম্বার  হয়েও টাকা কাজ করতে পারেন।

টেলিগ্রাম চ্যানেল তৈরি করা খুবই সহজ, যে কেউ টেলিগ্রামে সাইন আপ করে এই চ্যানেল তৈরি করতে পারে। সাধারনভাবে টেলিগ্রামে দুই ধরণের চ্যানেল তৈরি করা জয়ায় – প্রাইভেট এবং পাবলিক। আপনি যদি একটি পাবলিক চ্যানেল তৈরি করেন তবে এই চ্যানেল কে যে কেউ সার্চ বা এক্সেস করতে পারে। তবে আপনি যদি আপনার একটি  জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে চান এবং সেখান থেকে অনেক টাকা আয় করতে চান তবে আপনাকে একটি পাবলিক চ্যানেল তৈরি করতে হবে।

আপনার মত আমিও একজন অনলাইন ইনকামের শিক্ষানবিশ। টেলিগ্রাম আপনি অনেক উপায়ে আয় করতে পারেন তবে কেবলমাত্র ৫ টি উপায় ব্যবহার করেছি এবং তাতে খুব ভাল লাভ পেয়েছি। এবং আমি এক এক করে সেই সমস্ত উপায়গুলি আপনাদেরকে জানাচ্ছি।

কীভাবে টেলিগ্রাম চ্যানেল তৈরি করবেন

প্রথমে জেনে নিন কীভাবে টেলিগ্রাম চ্যানেল তৈরি করবেন। টেলিগ্রাম চ্যানেল আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে তৈরি করতে পারেন। মবাইলে তৈরি করতে হলে আপনাকে প্রথমে প্লে-স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এবং আপনার ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম-এ সাইন-আপ করে নিতে হবে।

টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায়

টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায়

এর পর অ্যাপটি ওপেন করে নিন , এবং এখন  নীচের ডানদিকে একটি পেন্সিল আইকন দেখতে পাবেন।এতে আলতো ক্লিক করুন । 

এবার উপরে আপনি “New Channel” অপসানটি দেখতে পেয়ে যাবেন।  আপনি “New Channel” এ ক্লিক করুন।

এবার আপনাকে “ Create Channel” ক্লিক  করতে হবে।

টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায়
টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায়

এবার আপনার চ্যানেলের নাম ও বিবরন দিয়ে দিন।

এবার আপনার টেলিগ্রাম চ্যানেলটি প্রাইভেট না পাবলিক হবে তা চয়েস করে নিন। তবে এখেত্রে পাবলিক রাখা দরকার। প্রাইভেট হলে আপনাকে একটি ব্যক্তিগত লিঙ্ক বন্ধুদের পাঠাতে হবে তবেই যাতে তারা সহজেই যোগ দিতে পারে। আর পাবলিক হলে যেকেউ আপনার চ্যানেলে যোগ দিতে পারে।

টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায়

এবার চ্যালেনে যোগ দেওয়ার জন্য লোকেদের আমন্ত্রণ  জানাতে হবে। আপনি আপনার সমস্ত  কন্টাক্টস গুলি কে আপনার চ্যানেলে আপনি নিজেই যোগ করিয়ে দিতে পারেন।  এবং অন্যান্যরা আপনার চ্যানেল সার্চ করে নিজে  থেকেই সাবস্ক্রাইবার হতে পারবেন।

এইভাবে আপনি টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে পারবেন।

ফেসবুক থেকে টাকা ইনকামের 11টি সহজ উপায় 

টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা আয় করার ৭ টি সহজ উপায় (7 Easy Ways to Make Money from Telegram Channels in Bengali)

1. অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং

অনেকেই অনেক টেলিগ্রাম চ্যানেলে সাধারন ইউজার হিসাবে ব্যবহার  করেন। কিন্তু তারা জানেন না যে এই চ্যানেলের মালিক  এই চ্যানেলেই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে মাসিক অনেক টাকা আয় করছেন। এবং এটা একটা খুব সাধারন কাজ। আপনাকে কেবলমাত্র একটি অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে এবং টেলিগ্রামে পেস্ট করতে হবে, এটা মাত্র কয়েক সেকেন্ড সময়-এর কাজ। এবং আপনার দেওয়া লিঙ্ক থেকে যদি কোন ব্যবহারকারী কোন পণ্য কেনেন তবে আপনি তার থেকে কমিশন পেয়ে যাবেন।

টেলিগ্রাম থেকে অ্যামাজন অ্যাফিলিয়েটে একটা খুব ভাল আয়ের পদ্ধতি। আমার মতে আপনি যদি টেলিগ্রামে থেকে আয় করতে চান তবে অবশ্যই অ্যামাজন অ্যাফিলিয়েটে আবেদন করুন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। তবে অ্যামাজন অ্যাফিলিয়েটে থেকে  যোগ্যতা নির্ণয়ের জন্য আপনাকে 6 মাসের মধ্যে 3টি পণ্য বেচতে হবে । এবং এটা খুবই সহজ কাজ।

তবে অ্যামাজন অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট কে  নিরাপদ রাখার জন্য কয়েকটি বিশয়ের উপর নজর দিতে হবে।

  • হোয়াটসঅ্যাপ বা যেকোনো মেসেঞ্জার-এ সরাসরি লিঙ্কটি শেয়ার করবেন না।
  • আপনি নিজে আপনার নিজের লিঙ্কের মাধ্যমে কোন পণ্য কিনবেন না।
  • আপনি যদি একজন YouTuber বা ব্লগার হলে আপনি পণ্যের প্রচারের জন্য অ্যামাজন পলিসি কে আমান্য করবেন না।

হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয় করার সেরা ৪ টি উপায় |

২। স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন।

টেলিগ্রাম চ্যানেলে থেকে স্পন্সরশিপের মাধ্যমে ভাল আয় করা যেতে পারে । আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি ভাল পরিমাণ গ্রাহক থাকে তবে আপনি অবশ্যই স্পনসরশিপের মাধ্যমে সহজেই ১০০০০-১৫০০০ টাকা আয় বা তারও বেশি আয় করতে পারেন।

সাধারনভাবে  কোম্পানিরা আপনার টেলিগ্রাম চ্যানেল যদি পপুলার হয়ে যায়। অর্থাৎ আপনার টেলিগ্রাম চ্যানেলে   কয়েক হাজার সাবস্ক্রাইবার থাকে এবং আপনি একটি নিদিষ্ট বিষয় নিয়ে কাজ করতে থাকেন তবে , ওরাই আপনার সাথে ইমেল, ইনস্টাগ্রাম বা আপনার দেওয়া যোগাযোগের বিশদ বিবরণ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায়

৩। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা আয় করতে পারেন।

এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে থেকে অনেক টাকা আয় করা যেতে পারে। ইন্টারনেটে অনেক অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি টেলিগ্রাম চ্যানেলে  অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন। আমাজন নিয়ে আমরা আগেই বলেছি এছাড়াও Myntra, Ajio ইত্যাদি  খুব ভাল পরিমাণ কমিশন ও অফার দেয়। তবে ফ্লিপকার্ট বিক্রয়ে কমিশন দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে  EarnKaro একটি খুব সুন্দর অ্যাপ্লিকেশান। এখানে আপনাকে কোনো রকম সর্ত পূরণ করতে হয় না। আপনি এখান থেকেও অনেক টাকা আয় করতে পারেন।

হোয়াটসঅ্যাপ থেকে টাকা আয় করার সেরা ৪ টি উপায়

 ৪। টেলিগ্রামে পণ্য প্রমোশন

টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যেকোনো রকমের পণ্য প্রমোশন করে অনেক টাকা আয় করতে পারবেন।এবং এটা তাকা ইনকামের জন্য একটি সেরা এবং কম সময়সাপেক্ষ পদ্ধতি। আপনার টেলিগ্রাম চ্যানেলে যদি কয়েক হাজার সাবস্ক্রাইবার থাকে এবং আপনি একটি নিদিষ্ট বিষয় নিয়ে কাজ করতে থাকেন তবে বিভিন্ন কোম্পানি আপনার চ্যানেলে তাদের পণ্যের বিপণনের জন্য লিঙ্ক পোস্ট করার জন্য দেয়। এবং এর মুল্য হিসাবে আপনার সঙ্গে  ওরাই আপনার সাথে কথা বলে , প্রত্যেক ঘণ্টার জন্য দাম ঠিক করে। যদি তারা ভাল ফলাফল পায় তবে তারা আবার আপনার সাথে যোগাযোগ করবে । এই ভাবে আপনি পণ্য প্রমোশন থেকে আয় করতে পারেন।

৫। ব্লগপোস্ট আর্টিকেল প্রমোশন করে টাকা আয় করুন

আপনার যদি নিজের কোন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে তবে আপনি টেলিগ্রাম চ্যানেলের এর মাধ্যমে এই  ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল –এর কন্টেন্ট কে প্রমোশন করতে পারেন। তবে এর যে লাভ আপনি একদিনে পাবেন না। কিন্তু প্রত্যক্ষ ভাবে এখান থেকে আপনি ভাল ট্রাফিক পেতে পারেন।

এখানে আপনার যদি সাবস্ক্রাইবার ভাল থাকে তবে আপনি অন্য কোন ওয়েবসাইটের লিঙ্ক ও আপনার চ্যানেলে পোস্ট করতে পারেন ও তার জন্য আপনি টাকা নিতে পারেন।

কিভাবে টেলিগ্রাম চ্যানেল তৈরি ও পরিচালনা করবেন? 

৬। রেফার অ্যাপ্লিকেশান এর মাধ্যমে আয় করুন

পেড প্রমোশন-এর মাধ্যমে আমারা দেখছি টেলিগ্রাম চ্যানেল থেকে আয় করা যায়। কিন্তু আপনি যদি পেড প্রমোশন খুব বেশি না পান তবে রেফারের মাধ্যমে ও আপনি কিছু টাকা আয় করতে পারবেন। আমরা বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখেছি যেমন My11Circle, Vision11 এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে আপনি রেফার করে টাকা আয় করতে পারেন। এখানে আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লিকেশন-এর লিঙ্কটি শেয়ার করতে পারেন এবং গ্রাহকরা যদি অ্যাপটি ইনস্টল করেন তবে আপনি বেশ কিছু টাকা আয় করতে পারেন।

১০০০০ টাকায় ব্যবসা শুরু করুন (১০ টি ব্যবসার আইডিয়া) 

৭। লিঙ্ক শর্টনার ওয়েবসাইটের থেকে টাকা আয় করতে পারেন।

লিঙ্ক শর্টনার ওয়েবসাইটের থেকে টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে আপনি কিছু টাকা আয় করতে পারেন। চ্যানেল যদি শিক্ষা বিষয়ক বিষয়বস্তু বা সংবাদ সম্পর্কিত হয় তবে আপনি যখন কোন সংবাদ প্রদান করবেন , অবশ্যই আপনি তার জন্য কোন না কোন লিঙ্ক পোস্ট করবেন, তবে এই লিঙ্ক যদি আপনি একটি শর্ট লিঙ্ক ওয়েবসাইটের মাধ্যমে একটি ছোট লিঙ্কে রূপান্তর করে নেন তবে  এই শর্ট লিঙ্ক-এ একটি ক্লিকের জন্য টাকা  আয় করতে পারেন।

Q. একটি টেলিগ্রাম চ্যানেলকে মনিটাইজ করবেন ?

Ans- একটি টেলিগ্রাম চ্যানেল মনিটাইজ করার অনেক উপায় আছে , যেমন আপনি বিজ্ঞাপন দেখিয়ে টাকা নিতে পারেন, আপনার পণ্য বা পরিষেবাগুলি বিক্রি করতে পারেন, বিভিন্ন পরিষেবার জন্য টাকা নিয়ে সাবস্ক্রিপশন অফার করতে পারেন । বা আপনি আপনার চ্যানেল বিক্রি করে টাকা নিতে পারেন।

Q. টেলিগ্রাম চ্যানেল থেকে কি টাকা আয় করা যায় ?

Ans. – হ্যাঁ, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল একটি নতুন বিপণনের ব্যবস্থা। আপনি টেলিগ্রাম চ্যানেলগুলি থেকে অনেক টাকা আয় ক্রতে করতে পারেন।

Q. একটি টেলিগ্রাম চ্যানেল তৈরি করে কত টাকা ইনকাম করতে পারি?

Ans.- ১০০০০ মেম্বারের একটি চ্যানেল প্রতি মাসে প্রায় ২০০০-৫০০০ টাকা আয় করতে পারে। কিন্তু এই ব্যাপারটা পুরোটাই আপনার চ্যানেলের গুণমান কাজের সময়সীমা এবং কিভাবে মনিটাইজ করছেন তার উপর নির্ভর করে।

Q. টেলিগ্রাম অ্যাপে কোন চ্যানেল তৈরি করার জন্য কি কোন টাকা পাওয়া যায় ?

Ans. – না, টেলিগ্রাম চ্যানেলের জন্য আপনাকে কোন টাকা দেবে না। তবে আপনি টেলিগ্রাম চ্যানেলে নানা ভাবে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারেন। যেমন – বিজ্ঞাপন, পরিষেবা এবং পণ্য, paid মেম্বারশিপ, চ্যানেল বিক্রি।

Q. টেলিগ্রাম কোম্পানি কিভাবে টাকা ইনকাম করে?

Ans.- টেলিগ্রাম অ্যাপ একটি ফ্রি অ্যাপ। তবে টেলিগ্রাম কোম্পানি donations থেকে এবং বিনিয়োগকারী এবং সংস্থা থেকে টাকা ইনকাম করে।

শেয়ার করুন -

Leave a Reply