স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা শুরু করুন – ২০২২ | Start A Sanitary Pad Making Business in Bengali-2022

You are currently viewing স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা শুরু করুন – ২০২২ | Start A Sanitary Pad Making Business in Bengali-2022

Table of Contents

স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন (Start A Sanitary Pad Making Business in Bengali)

স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন এবং প্যাড উৎপাদন খরচ, মেশিনের দাম, তৈরির পদ্ধতি (Start a sanitary pad making business and pad production cost, machine price, manufacturing method)

“স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা শুরু করুন “ আজকের এই নিবন্ধে স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন তা নিয়ে আলোচনা করব। স্যানিটারি প্যাড মহিলাদের স্বাস্থ্য-র জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদিও মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত অনেক রকমের পণ্য বাজারে পাওয়া যায়। এই পণ্যগুলির মধ্যে স্যানিটারি প্যাডকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হিসাবে ধরা হয়।স্যানিটারি প্যাড মহিলারা তাদের পিরিয়ডের সময় ব্যবহার করেন এবং এটি প্রতি মাসে মহিলাদের প্রয়োজন হয়। এই সমস্ত  কারনে বাজারে মহিলাদের স্যানিটারি প্যাডের চাহিদা অনেক বেশি হয়। তাই আপনি যদি  স্যানিটারি প্যাডের তৈরির ব্যবসা শুরু করতে পারেন তবে এখান থেকে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন।

ভারতে স্যানিটারি প্যাড বিক্রির বাজার কিরকম?( What is the market for sale of sanitary pads in India in Bengali?)

ভারত সহ সারা বিশ্বে এখন মহিলাদের পরিচ্ছন্নতা নিয়ে প্রচুর প্রচার চালানো হচ্ছে।  মহিলাদের নানা রকমের অসুখ মহিলাদের পিরিয়ডের পরিচ্ছন্নতা কারনে হয়ে থাকে। এবং এই কারণে মহিলাদের মধ্যে স্বাস্থ্যবিধি সচেতনতা অনেক  বেড়ে গেছে। আর এর সাথে সাথে ভারত সহ সারা পৃথিবীতে  স্বাস্থ্যবিধি পণ্যের চাহিদাও দ্রুত হারে অনেক গুন বেড়ে গেছে।

ভারতের একটি সমীক্ষা অনুসারে, মহিলাদের স্বাস্থ্যবিধি পণ্য যেমন স্যানিটারি প্যাড এর  বাজার আগামী সময়ে উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। বর্তমানে, ভারতীয় নারী স্বাস্থ্যকর পণ্যের বাজার প্রায় ৩০ বিলিয়ন টাকা  এবং আগামী সময় তা আরও বাড়তে চলেছে।

স্যানিটারি প্যাডের চাহিদা ও বাজার কিছু বছর আগেও পর্যন্ত কেবল শহর আঞ্ছলেই বেশী ছিল। গ্রাম এলাকাতে এর বাজার খুব একটা বেশী  ছিল না। কিন্তু কিছু বছর ধরে সরকার অনেক কর্মসূচি চালিয়ছে, এবং এখন গ্রামাঞ্চলেও এর চাহিদা ভীষণ বেড়ে গেছে। যার কারনে ভারতে এর একটা অনেক বড় বাজার তৈরি হয়েছে। তাই এখন বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা ও  ভারতে স্যানিটারি প্যাড এর বিক্রি শুরু করেছে।

ভারতে কোন সংস্থা গুলি স্যানিটারি প্যাড এর বিক্রি করে। (Which company sells sanitary pads in India in Bengali?)

বর্তমানে ভারতে অনেক কোম্পানি স্যানিটারি প্যাড তৈরি করছে এবং এই কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ভারতের বাজারে  স্যানিটারি প্যাড তৈরি ও বিক্রি করে যাচ্ছে। তবে নতুন নতুন অনেক কোম্পানিও আমাদের দেশে স্যানিটারি প্যাড তৈরি করা শুরু করেছে।

ভারতে স্যানিটারি প্যাড বিক্রি করে এমন কোম্পানিগুলি হল –

হুইস্পার (Whisper)

স্তেফ্রি (Stayfree)

সপি সাইড অয়াল (Sophie Side Walls)

স্যানিটারি প্যাড তৈরি করতে কি কাঁচামাল লাগবে? (Raw materials to make sanitary pads in Bengali?)

সেলুলোজ পাল্প (Cellulose pulp in Bengali)

সেলুলোজ পাল্প একটি পুনরায় ব্যবহারযোগ্য এবং বায়োডিগ্রেডেবল কাঁচামাল, যা  কাঠ থেকে পাওয়া যায়। এবং  এটা টিস্যু পেপার, বোর্ড, স্যানিটারি প্যাড এবং কাগজ তৈরিতে ব্যবহৃত করা হয়।

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

সেলুলোজ পাল্প এর দাম কত ? (What is the price of cellulose pulp in Bengali?)

১ কেজি সেলুলোজ পাল্পের দাম ৫০টাকা থেকে ৮০ টাকার মধ্যে হয়। সেলুলোজ পাল্পের এর দাম সব সময় সমান থাকে না।

সেলুলোজ পাল্প কোথা থেকে কিনবেন?( Where to buy cellulose pulp in Bengali?)

সেলুলোজ পাল্প ইন্টারনেটে  সার্চ করলে আপনি অনেক সেলুলোজ পাল্প এর ডিলার এর খোঁজ পেয়ে যাবেন।  আপনি নিচের ওয়েবসাইট এ গিয়ে ও দেখতে পারেন –

https://dir.indiamart.com/impcat/wood-pulp.html

সুপার এবজরভ পলিমার (Super Absorb Polymer in Bengali)

স্যানিটারি প্যাড তৈরিতে সুপার এবজরভ পলিমার একটা খুব  দরকারি উপাদান। স্যানিটারি প্যাডগুলি মহিলারা পিরিয়ডের সময় রক্তপাত শোষণ করতে ব্যবহার করে। এবং সুপার এবজরভ পলিমারের সাহায্যে প্যাডগুলি রক্তপাতকে খুব ভাল ভাবে শোষণ করতে পারে।

সুপার এবজরভ পলিমার কোথায় কিনবেন ? (Where to buy super absorbent polymer in Bengal?)

সুপার এবজরভ পলিমার কিনতে হলে আপনি অন-লাইন এর সাহায্য নিতে পারেন। নিচে লিঙ্ক  আপনাকে হেল্প করতে পারে।

https://www.indiamart.com/proddetail/super-absorbent-polymer-sap-6686882791.html

নন-ওভেন ফ্যাব্রিক (Non-Woven Fabric in Bengali)

নন-ওভেন ফ্যাব্রিক  একটি স্যানিটারি প্যাড তৈরির জন্য একটি দরকারি উপাদান। স্যানিটারি প্যাড ছাড়াও আরও  নানা রকমের পণ্য তৈরি করতে ব্যবহার করা হয়।

নন-ওভেন ফ্যাব্রিকের দাম কত ?

নন ওভেন ফেব্রিকের দাম তার  গুণমানের নির্ভর করে। আপনি যদি ভাল মানের নন ওভেন ফ্যাব্রিক দিয়ে প্যাড তৈরি করতে চান তবে প্রতি মিটারে ৪৫ থেকে ৫৫ টাকা খরচ হবে। এছাড়া বাজারে ৩৫-৪০ টাকারও নন ওভেন ফেব্রিক কিনে ব্যবহার করতে পারেন। তার গুণমান খুব একটা ভাল হয় না।

প্যাকারস এবং মুভার্স ব্যবসা কিভাবে শুরু করবেন?

নন-ওভেন ফ্যাব্রিক কোথা থেকে কিনবেন ?

নন ওভেন ফেব্রি প্রায় সমস্ত বড় পাইকারি বাজারে পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি চান অনলাইনেও থেকেও  নন ওভেন ফ্যাব্রিক কিনতে পারেন।

লিঙ্ক -https://dir.indiamart.com/impcat/non-woven-fabrics.html?biz=30

পলিপ্রোপিলিন ব্যাক শীট (Polypropylene back sheet in Bengali)

পলিপ্রোপিলিন ব্যাক শীট ও স্যানিটারি প্যাড তৈরির জন্য একটা খুব দরকারি জিনিস । স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা শুরু করার জন্য  আপনাকে পলিপ্রোপিলিন ব্যাক শীটও কিনে রাখতে হবে।

পলিপ্রোপিলিন ব্যাক শীট এর দাম কত ?

পলিপ্রোপিলিন ব্যাক শীট আপনি পাইকেরি বা অন লাইনে থেকে কেজি দরে কিনতে পারবেন। পলিপ্রোপিলিন ব্যাক শীট  প্রতি কেজি ৩০০  টাকায় আসে পাসে পেয়ে যাবেন। তবে এটাও গুনমান এর উপর দাম বাড়ে কমে।

অন লাইন নিচের লিঙ্ক থেকে ট্রাই করতে পারেন-

https://dir.indiamart.com/impcat/polypropylene-sheets.html

সিলিকন পেপার (Silicon Paper in Bengali)

ভাল মানের প্যাড তৈরি করতে হলে আপনাকে সিলিকন পেপার কিনতে হবে। স্যানিটারি প্যাড তৈরি হলে প্যাডের উপর  সিলিকন পেপার লাগানো হয় এবং মহিলারা যখন প্যাড ব্যবহার করার সময় প্যাডের উপরের এই সিলিকন পেপার ছিঁড়ে তারপর প্যাডটি ব্যবহার করেন।

সিলিকন পেপার-এর দাম কত বা কোথায় পাওয়া যাবে ?

সিলিকন কাগজের একটি সিট  কেজি  হিসাবে বিক্রি হয়।  আপনি বড় পাইকারি কাগজের দোকান বা অন লাইন থেকে কিনতে পারেন। প্রতি কেজি ৪০-৫০ টাকায় বিক্রি হয়। তবে ভাল মানের সিলিকন পেপার এর থেকেও অনেক বেশী দামে বিক্রি হয়। অন লাইন থেকে কিনতে আপনি নিচের লিঙ্কে চেষ্টা করতে পারেন।

https://dir.indiamart.com/impcat/release-paper.html

হট মেলট সিল (Hot Melt Seal in Bengli)

প্যাড তৈরি করার সময় হট মেলট সিল  এর দরকার পড়ে। অন লাইন থেকে কিনতে হলে নিচের লিঙ্ক থেকে চেষ্টা করতে পারেন।

https://dir.indiamart.com

স্যানিটারি প্যাড তৈরির মেশিন এবং তার দাম (Sanitary pad making machine and its price in Bengali)

আপনি যদি স্যানিটারি প্যাড তৈরির মেশিন কিনতে চান তবে আপনার জন্য দুই ধরনের মেশিন বাজারে  পাওয়া যাবে।

প্রথমটি সেমি-অটোমেটিক ন্যাপকিন তৈরির মেশিন

দ্বিতীয়টি স্বয়ংক্রিয় ন্যাপকিন তৈরির মেশিন।

সেমি-অটোমেটিক ন্যাপকিন তৈরির মেশিন-এর দাম কত ? (How much does a semi-automatic napkin making machine cost in Bengali?)

সেমি-অটোমেটিক ন্যাপকিন মেকিং মেশিনের সাহায্যে কম সময়ে অনেক প্যাড তৈরি করতে পারবেন। এবং এই ধরনের মেশিনের দাম ও খুব বেশী হয় না। তবে অনেক কম্পানি এই ধরনের মেশিন তৈরি করে । তবে এই ধরনের মেশিন কিনতে আপনাকে কমপক্ষে ২ লাখ খরচ করতে হবে। আপনি এই ধরনের মেশিনের জন্য অন লাইন থেকে মেশিনের ডিলার এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। লিঙ্ক নিচে –

https://www.indiamart.com/proddetail/sanitary-napkin-making-machine-2366750812.html

স্বয়ংক্রিয় ন্যাপকিন তৈরির মেশিন (Automatic napkin making machine in Bengali)

আপানার যদি বাজার তৈরি থাকে অর্থাৎ আপনাকে বেশী পরিমাণে স্যানিটারি প্যাড তৈরি করতে হবে। এবং আপনার বাজেট ও ভাল তবে আপনি অবশ্যই স্বয়ংক্রিয় ন্যাপকিন তৈরির মেশিন কিনতে পারেন।

  এটি খুব কম সময়ে অনেক বেশী পরিমাণে প্যাড তৈরি করতে সক্ষম এবং এই মেশিনটি যে কেউ খুব সহজেই  পরিচালনা করতে পারে।

স্বয়ংক্রিয় ন্যাপকিন তৈরির মেশিনের দাম (Price of Automatic Napkin Making Machine in Bengali)

স্বয়ংক্রিয় ন্যাপকিন তৈরির মেশিনের দাম আধা-স্বয়ংক্রিয় ন্যাপকিন তৈরির মেশিনের তুলনায় অনেক বেশী হয়। তবে স্বয়ংক্রিয় ন্যাপকিন তৈরির মেশিনে  কম সময়ে অনেক বেশি পরিমাণে প্যাড তৈরি করতে পারবেন। বিভিন্ন কোম্পানির মেশিনের দাম  বিভিন্ন রকমের হয়। তবে আপনাকে  কমপক্ষে ৭ লাখ টাকা খরচ করতে হবে এই ধরনের মেশিন কেনার জন্য। কেনার জন্য অন-লাইন-এ খোঁজ করলে অনেক ডিলার কে পেয়ে যাবেন। ডিলার –এর জন্য নিচের লিঙ্ক থেকে হেল্প নিতে পারেন –

https://www.indiamart.com/proddetail/fully-automatic-sanitary-napkin-machine-15553079491.html

 স্যানিটারি প্যাড তৈরির প্রক্রিয়া (Sanitary pad making process in Bengali)

স্যানিটারি প্যাড তৈরি করা খুব সহজ, মেশিনেই সমস্ত কিছু হয়ে  যায়। মেশিন কেনার পর প্রথমে আপনাকে উপরে উল্লিখিত সমস্ত কাঁচামাল কিনে নিতে হবে এবং তারপরে আপনি স্বয়ংক্রিয় বা আধা-স্বয়ংক্রিয় ন্যাপকিন তৈরির মেশিনের সাহায্যে প্যাড তৈরি করা শুরু করতে পারেন।

  • প্রথমে পাল্ভারাইজার মেশিনের সাহায্যে নরম পাল্প প্রস্তুত করতে হয়।
  • এবার নরম পাল্পকে  একটি ন্যাপকিন প্রেস মেশিন এর সাহায্যে চেপে প্যাডের আকার করা হয়।
  • এবার প্যাডটি একটি ন্যাপকিন সিলিং মেশিনএর সাহায্যে সিল করা হয়।
  • স্যানিটারি প্যাডগুলি সিল করার সময় একটি আঠালো ডিসপেনসার দিয়ে প্যাডের পিছনে আঠা লাগানো হয়
  • এবং প্যাডের পিছনে তারপরে সিলিকন কাগজ পেস্ট করে দেওয়া হয়।
  • পরবর্তী ধাপে প্যাডটিকে একটি UV ট্রিটেড জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে  জিবানু নাশক করা হয়।
  • এবার স্যানিটারি প্যাড প্যাকিং এর জন্য প্রস্তুত।

কুইজ খেলে টাকা ইনকাম করার উপায়

প্যাকেজিং এবং লেবেলিং (Packaging and labeling in Bengali)

স্যানিটারি প্যাডের প্যাকেজিং করার আগে লেবেলিং ভাল করে করতে হবে। কারন যে প্যাকেটে প্যাকিং করবেন সেই প্যাকেটের উপর লেবেলিং করা থাকে।

স্যানিটারি প্যাডের প্যাকেটে –

আপনাকে আপনার কোম্পানির নাম, ঠিকানা।

স্যানিটারি প্যাডের মেয়াদ শেষ হওয়ার তারিখ

ব্যবহারের পদ্ধতি।

কীভাবে এটি নষ্ট করবেন তা দিতে হবে।

লেবেলিং হয়ে যখন প্যাকেট চলে আসার পর আপনি যখন প্যাকেজিং করবেন  ছোট, বড় ও খুব বড় প্যকেট হয়। সাধারন ভাবে ৮, ২০, এই ধরনের প্যাকেট বাজারে বিক্রি হয়।

আপনাকে স্যানিটারি প্যাড প্যাকেটের রঙ-এর ব্যপারে খুব সাবধানী হতে হবে। যেহেতু এই পণ্যটি মহিলাদের দ্বারা ব্যবহার হয়। তাই মহিলারা যে রঙ পছন্দ করেন সেই ধরনের রং ব্যবহার করতে হবে।

স্যানিটারি প্যাড তৈরির ব্যবসায় কম্পানি রেজিসট্রেশান ( Sanitary pad making business Company registration in Bengali)

কম্পানির উৎপাদন শুর হয়ার আগে আপনাকে কম্পানি রেজিসট্রেশান এর কাজ শেষ করে নিতে হবে। আধার উদ্দ্যগ থেকে এমএসএমই নিবন্ধন করিয়ে নিতে হবে।

স্যানিটারি প্যাড তৈরির ব্যবসায় লাইসেন্স (Sanitary pad making business license in Bengali)  

স্যানিটারি প্যাড তৈরি করার জন্য বেশ কয়েকটি লাইসেন্স-এর দরকার পড়ে।

  • স্যানিটারি ন্যাপকিন উৎপাদন করতে এফ ডি এর অনুমতি লাগে না , কিন্তু বি আই এসের অনুমতি প্রয়োজন। কেননা যেখানে কাঁচা মাল রাখবেন ও উৎপাদন করবেন তার পরিবেশ সাস্থ্যকর হয়। ন্যাপকিন তৈরী করার পর যেকোনো এন এ বি এল  রাসায়নিক ল্যাবে স্যানিটারি  প্যাড কে পাঠাতে হবে, আপনার ন্যাপকিনকে বি আই এসের মানদন্ডে যাচাই করে NOC নেওয়ার জন্য । বি আই এসের কমপ্লায়েন্স এর ছাড়পত্র পেয়ে যাবেন তাতে আপনি আপনার স্যানিটারি প্যাড বিক্রি করতে কোন অসুবিধা হবে না।  
  • বিদ্যুৎ, আগুন সংক্রান্ত বিধি নিষেধ মেনে, শপ এন্ড এস্টাব্লিশমেন্ট লাইসেন্স রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থা থেকে নিতে হবে।
  • ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নিতে হবে।
  • ১০ লাখ-এর বেশী রেভিনিউ হলে GST লাইসেন্স নিতে হবে।

স্যানিটারি প্যাড তৈরির ব্যবসায় প্যাডের কারখানা শুরু করতে কত জায়গা লাগে ?( How much space does it take to start a sanitary pad factory in Bengali?)

স্যানিটারি প্যাড কারখানা শুরু করতে হলে ,  আপনাকে আপনার কারখানার জন্য এমন একটি জায়গা বাছতে হবে যেখানে বিদ্যুৎ, জল এবং শ্রমিকের, পরিবহন সুবিধা পাওয়া যায়।

স্যানিটারি প্যাড তৈরি হয়ে গেলে  এই প্যাডগুলির  সংরক্ষণ করে রাখার জন্য আপনাকে একটি বড় জায়গার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত ব্যবস্থা করতে আপনাকে ১৫০০-২০০০ বর্গ ফুট জায়গার দরকার পড়বে।

স্যানিটারি প্যাড তৈরির ব্যবসায় সাবধানতা( Caution -Sanitary pad making business )

স্যানিটারি প্যাড ভীষণ রকমের দাহ্য হয় ।স্যানিটারি প্যাডে খুব সহজেই আগুন ধরে যায়, তাই আপনাকে আপনার কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা খুব ভাল রাখতে হবে।

  স্যানিটারি প্যাড তৈরির ব্যবসায় মার্কেটিং (Sanitary pad marketing in Bengali)

আজকের দিনে সমস্ত দেশে স্যানিটারি প্যাডের চাহিদা খুব বেশি। যেহেতু পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এটা ব্যবহার করা হয় তাই  এর চাহিদা দিনে দিনে বাড়তেই আছে এবং ব্যবসাইরা এই ব্যবসা করে প্রচুর মুনাফা অর্জন করছে।

 আপনি স্যানিটারি প্যাডের মার্কেটিং করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ  করতে পারেন –

  • আপনি  আপনার পণ্য বিভিন্ন  সাপ্লায়ার কে বিক্রি করতে পারেন।
  • আপনি যদি সরাসরি খুচরা বিক্রি করতে চান তবে বড় হসপিটাল নার্সিং হোমে সাপ্লাই দিতে পারেন। পাইকারি বিক্রির করার জন্য  বড় বড় পাইকারি মেডিসিন দোকানে যোগাযোগ করতে পারেন ।
  • নিজের ওয়েবসাইট বানাতে পারেন।
  • আপনি অন লাইন ই-কমার্স এর মাধ্যমে বিক্রি করতে পারেন।
  • সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন।
  • খবর কাগজ ও টি ভি তে বিজ্ঞাপন দিতে পারেন।

তবে স্যানিটারি প্যাডের ব্যবসা শুরু করার আগে,আপনার ও আপনার আসে পাসের জেলা ও রাজ্যের স্যানিটারি প্যাডের বাজার কেমন তা  পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করা উচিত। যাতে আপনি আপনার পণ্যর বিক্রির ব্যপারে একটি সঠিক ধারণা পেতে পারেন ।  কেননা একটি স্যানিটারি প্যাড ব্যবসা শুরু করার জন্য বিনিয়োগ অনেক টা করতে হয়।

স্যানিটারি প্যাড তৈরির ব্যবসা শুর করতে কতটা বিনিয়োগ করতে হয় ?( How much does it cost to start a sanitary pad business in Bengali?)

স্যানিটারি প্যাডের ব্যবসা শুর করতে বিনিইয়গের পরিমাণ  অনেকটা হয়।

আপনি যদি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে  ব্যবসা শুরু করতে চান তবে সমস্ত খরচ নিয়ে আপনার ব্যবসা শুরু করতে ১০ লাখ টাকা পর্যন্ত লাগে।

স্যানিটারি প্যাড তৈরির ব্যবসার জন্য লোণ ?(Loan for sanitary pad Making Business in Bengali?)

টিস্যু পেপার তৈরির ব্যবসার জন্য আপনি সরকার থেকে খুব সহজেই লোণ পেতে পারেন। আপনি মুদ্রা লোণ যোজনা থেকে ভর্তুকি লোণ পেতে পারেন অথবা MSME দপ্তর থেকে লোণ পাওয়া যায়।

Conclusion- আজকের এই নিবন্ধে স্যানিটারি প্যাডের ব্যবসা শুরু করার জন্য যে যে প্রাধান বিশয়গুলি উপর নজর রাখতে হয় তা সম্পর্কে একটা ধারনা দিয়েছি। আপনি এই নিবন্ধ সম্পর্কে কোন রকম বক্তব্য থাকলে নীচে কমেন্ট করতে পারেন।আশাকরি এই নিবন্ধ আপনাদের কিছুটা কাজে লাগবে। আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়

শেয়ার করুন -

Leave a Reply