প্যাকারস এবং মুভার্স ব্যবসা : এই ব্যবসায় খুবই কম বিনিয়োগ করে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন, জেনে নিন ব্যবসার খুঁটিনাটি

You are currently viewing প্যাকারস এবং মুভার্স ব্যবসা : এই ব্যবসায় খুবই কম বিনিয়োগ করে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন, জেনে নিন ব্যবসার খুঁটিনাটি

আজকের এই নিবন্ধে আমি কিভাবে আপনি প্যাকারস এবং মুভার্স ব্যবসা ব্যবসা কিভাবে শুরু করবেন সেই ব্যাপারে আলোচনা করব। প্যাকারস এবং মুভার্স ব্যবসা –এর ব্যবসা এখনকার দিনে একটি নতুন ও খুবই ভাল ব্যবসা। আমাদের দেশে পেশাগতভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করি অথবা আমাদের ব্যবসা কোন বিশেষ কারনে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করাতে হয়। তখন পেশাদার পদ্ধতিতে বাড়ির সমস্ত আসবাব পত্র ও সরঞ্জাম বা অফিসের ক্ষেত্রে সমস্ত সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করার দরকার হয়। এবং এই কাজটি আমরা নিজেরা করতে গেলে জিনিসপত্রের প্রভুত ক্ষতি হয়ে যায়।এক্ষেত্রে অনেক পেশাদার কম্পানি আছে যারা এই ধরনের পরিবহনের কাজ খুবই দায়িত্বে-এর সঙ্গে করে থাকে। আপনি ও এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। আজকের এক নিবন্ধে আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন তা বিস্তারিত ভাবে বলছি।

প্যাকারস এবং মুভার্স ব্যবসা  শুরু করুন
প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করুন

Table of Contents

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করার জন্য ব্যবসায়িক পরিকল্পনা কি হবে?( What will be the business plan for starting Packers and Movers business in Bengali?)

বাকি সমস্ত ব্যবসার মত প্যাকার এবং মুভার্স ব্যবসায় নামার আগে, এই ব্যবসা সম্পর্কে ভাল করে তথ্য নিন এবং আপনি এই ব্যবসার উপর একটা নথি তৈরি করে নিন, এতে আপনার ব্যবসার পুর বিবরন, ব্যবসায় কত খরচ সম্পর্কে তথ্য সংগ্রহ করুন।  আপনি যখনই এই ধরনের ব্যবসার পরিকল্পনা করছেন, আপনাকে প্রথমে এই ব্যবসা সম্পর্কে ভাল করে জানতে হবে। আপনার ব্যবসায় গ্রাহকরা কারা হবে , যদি ব্যবসা খুব ভাল চলে তবে তাকে বাড়ানোর জন্য কি পদক্ষেপ নেবেন, আপনি আপনার ব্যবসায়  প্রতিযোগীদের সাথে কীভাবে মোকাবিলা করবেন, ব্যবসায় কত টাকা বিনিয়োগ করতে পারবেন, ব্যবসার জন্য কত টাকা প্রয়োজন, লাভ কতটা হতে পারে,  ব্যবসার জন্য লোণ দরকার হলে কি করবেন, ইত্যাদি …। এই সমস্ত বিশয় গুলির উপর একটা নথি তৈরি করুন। আপনি যদি এই কাজে দক্ষ না হন তবে আপনি এই কাজের জন্য একজন পেশাদার কর্মচারী নিয়োগ করতে পারেন যিনি আপনাকে এই কাজে সহায়তা করবেন।

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

প্যাকারস এবং মুভার্স ব্যবসা-এর নকশা।(Design of packers and movers business in Bengali)

এই ধরনের ব্যবসায় আপনাকে  ব্যবসার এলাকার নকশা প্রস্তুত করার দরকার, কারন আপনি কোন গ্রাহকের মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। তাই আপনাকে রাজ্য বা আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক স্তরে আপনার এলাকা নির্ধারণ করতে হবে। এখানে আপনার বিনিয়োগের  এবং ব্যবসার আকারের একটা পরিমাপ করে নিতে হবে।  

প্যাকারস এবং মুভার্স ব্যবসার অফিস কোথায় করবেন?( Where will the Packers and Movers do business office in Bengali?)

প্যাকারস এবং মুভার্স ব্যবসা চালানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটি নির্দিষ্ট অফিস এর স্থান নিরবাচন করা। আপনি প্যাকারস এবং মুভার্স ব্যবসার  জন্য একটি এলাকা বেছে নিতে পারেন, যেখানে প্রচুর সংখ্যক পরিবার বা অ্যাপার্টমেন্ট আছে এবং যারা ভাড়া বাড়িতে থাকে ,  কলেজ ছাত্রদের জন্য অ্যাপার্টমেন্ট, ধনী গ্রাহক, ইত্যাদি এলাকায় আরও বেশি হতে পারে। এবং যারা নিরাপদে তাদের মূল্যবান আসবাবপত্র ও জিনিসপত্র খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চায়। এই ব্যবসা শুরু করার জন্য আপনার খুব বড় জায়গার বা বাড়ির ও প্রয়োজন হয় না। তবে  কার্টুন, দড়ি, প্রচুর খবরের কাগজ বা এই ধরনের আইটেম রাখার জন্য এক বা দুটি  ঘর বা 1000 বর্গফুট রুম হলে আপনার অফিস ও মাল পত্র রাখার ব্যবস্থা হয়ে যাবে।

প্যাকারস এবং মুভার্স ব্যবসার জন্য দরকারি জিনিস কোথায় কিনবেন(Where to buy essentials for packers and movers business in Bengali)

প্যাকারস এবং মুভার্স ব্যবসার জন্য খুব বেশি জিনিসের দরকার পড়ে না। এতে ব্যবহৃত সামগ্রী  ভেতর কার্টুন, প্যাকিং পেপার, টেপ, দড়ি ইত্যাদি । এই সমস্ত জিনিস আপনি আপনার স্থানীয় বাজারেও অতি শহজেই পেয়ে যাবেন।

প্যাকারস এবং মুভার্স ব্যবসার জন্য কত মূলধনের দরকার পড়ে? (How much capital does a packers and movers business need in Bengali?)

এই ধরণের ব্যবসার মূলধন অনেকটা নির্ভর করে আপনি এই ব্যবসাকে কতটা ছোট না বড় আকারে শুরু করতে চাইছেন। খুব বড় আকারে শুরু করতে চাইলে এতে অনেক মূলধনের দরকার পড়ে। তবে আপনি এটিকে ছোট আকারে শুরু করতে পারেন, এক্ষেত্রে  10,000 থেকে 50,000 টাকায় আপনি শুরু করতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনীয় জিনিস ছাড়া  আপনাকে ছোটো মালবাহি গারির সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যাতে করে আপনি মাল এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবহন করতে পারবেন।

প্যাকারস এবং মুভার্স ব্যবসা সম্পর্কিত কিছু দরকারি গুরুত্বপূর্ণ বিষয় (Packers and movers are some of the important things related to business in Bengali)

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করার আগে আপনাকে নিচের বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে।

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

প্যাকারস এবং মুভার্স ব্যবসায় বিনিয়গের পরিকল্পনা কিভাবে করবেন ? (How to plan investment in Packers & Movers business in Bengali?)

প্যাকারস এবং মুভার্স ব্যবসার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল এর আর্থিক পরিকল্পনা। আপনি এটা  নিশ্চই বুঝতে পেরেছেন যে এটি একটি পরিষেবা ভিত্তিক ব্যবসা, এই ব্যবসার জন্য যানবাহন, সরঞ্জাম ইত্যাদির প্রয়োজন। এর সঙ্গে আপনাকে প্যাকেজিং করার ব্যয় নির্ধারণ, কর্মীদের বেতন, অপারেটিং ব্যয় ইত্যাদি আছে। এ জন্য নিচের বিষয়গুলো দেখে নিন-

ডিলারশিপ ব্যবসা কিভাবে শুরু করবেন?

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করার মূলধন (Capital to start a packers and movers business in Bengali)

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করার জন্য প্রথমে একটি মালবাহী গাড়ির প্রয়োজন হবে, এই গাড়ির মাধ্যমে আপনি গ্রাহকের মাল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতে পারবেন। আপনার যদি নিজের মালবাহী গাড়ি না থাকে, তাহলে আপনি যেকোনো বড় বাণিজ্যিক কোম্পানি থেকে মালবাহী গাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। গাড়ির পরে আপনাকে কিছু ভাল কর্মচারীর নিয়োগ করতে হবে যারা নিশ্চিত ভাবে আপনার গ্রাহকদের পণ্যগুলিকে সুরক্ষিত ভাবে প্যাকিং করে গাড়িতে রাখতে পারবে ও গ্রাহকদের পণ্য সময়মতো সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে।এবন এর জন্য কত খরচ হবে তা আগে থেকে নির্ধারণ করতে হবে। এবং এর উপর আপনি ভাড়া স্থির করতে পারবেন। বিভিন্ন রকমের দুর্যোগ যেমন বৃষ্টি, ঝড়  ইত্যাদি থেকে গ্রাহকদের জিনিসপত্র নিরাপদে নিয়ে যাওয়ার  জন্য আপনাকে সঠিক ব্যবস্থা যেমন দড়ি,ত্রিপল ইত্যাদির প্রয়োজন হবে। আপনি যদি আপনার গ্রাহকদের প্যাকিং পরিষেবাও দিতে চান তবে এর জন্য আপনাকে কিছু জিনিসপত্র যেমন কার্টুন ও প্যাকিং করার জিনিস আপনাকে কিনে রাখতে হবে। এই সমস্ত আইটেমগুলি জন্য খরচের মোট পরিমাণ আপনার মূলধন রাখা দরকার। আপনি ব্যবসা শুরু করার জন্য একটি ঋণও নিতে পারেন।

প্যাকারস এবং মুভার্স ব্যবসা করার জন্য লোণ কোথায় পাবেন ? (Where do you get loan to do packers and movers business in Bengali?)

আপনি যদি প্যাকার এবং মুভার্স-এর ব্যবসা করার জন্য লোণ নিতে চান তবে আপনি সরকারি সাবসিডি লোণ এর জন্য আবেদন করতে পারেন। আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে লোণ নিতে পারেন। এখানে আপনি ২৫ লাখ পর্যন্ত লোণ পেয়ে যাবেন। এছাড়া আপনি রাজ্যসরকারের BSKP লোণ ও পেতে পারেন এতে আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত লোণ পেতে পারেন। এই সমস্ত লোণে সরকার থেকে ভর্তুকি পাবেন।

 প্যাকারস এবং মুভার্স ব্যবসার  কর্মচারী নিয়োগ (Recruitment of Packers and Movers business employees in Bengali)

প্যাকারস এবং মুভার্স ব্যবসায় কর্মচারীর একটা খুব বড় ভুমিকা থাকে ।যেকোনো ব্যবসা শুরু করতে হলে বিশ্বস্ত কর্মচারীর খুব প্রয়োজন। কারন গ্রাহকের পণ্য অক্ষত ভাবে সঠিক স্থানে পোঁছে দিতে পারলে তবে আপনার কম্পানির ব্যবসা বাড়তে থাকবে। এই ধরনের ব্যবসা শুরু করার জন্য 1 বা 2 জন কর্মী হলে চলবে আর আপনি যদি বড় আকারের ব্যবসা শুরু করেন তবে তাদের সংখ্যা আরও বেশি হতে পারে। তবে আপনি এই কর্মচারীদের পার্ট টাইম বা ফুল টাইম আকারে নিয়োগ করতে পারেন। আপনি আপনার স্থানিয় এলাকা থেকে বা কোন job Consultant এর কাছ থেকে কর্মীদের নিয়োগ করতে পারেন। এই নিয়গের জন্য কত মূলধন লাগবে তা আপনাকে আগে থেকে আপনার বিনিয়গের ভিতর  রাখতে হবে।

প্যাকারস এবং মুভার্স ব্যবসায় ক্ষতিপূরণের জন্য বীমা (Insurance for Compensation in Packers and Movers Business in Bengali)

যে কোনো ব্যবসায়  কোম্পানিকে লোকসানের হাত থেকে রক্ষা করতে হলে বীমা থাকা খুব দরকার। আপনি যেহেতু পণ্য পরিষেবা মূলক কাজ করছেন সেক্ষেত্রে বীমা থাকলে  সুবিধা হল যে এটি আপনাকে যেকোনো সম্ভাব্য ক্ষতি পূরণ করতে সাহায্য হবে।

গ্রাহকের কাছ থেকে ভাড়া নেওয়ার স্ল্যাব সঠিক করতে হবে। (Slab contraction to fix a fare chart for Customer in Bengali)

প্যাকার এবং মুভার এর ব্যবসা পেশাদার ভাবে শুরু করার আগে, আপনাকে ভাড়া নেওয়ার কাঠামো সঠিক করতে হবে। আপনার কোম্পানির মাধ্যমে গ্রাহকদের পরিষেবা দেওয়ার আগে, আপনার খরচের হারের উপর নির্ভর করে ভাড়ার সঠিক স্ল্যাব তৈরি করতে হবে এবং লাভের পরিমাণ নির্ধারণ করা উচিত। এই ভাড়ার হার বিভিন্ন বিষয়ের  উপর ভিত্তি করে হয় যেমন অবস্থানের দূরত্ব, ওজন, সময় বা অন্যান্য আইটেম যেমন জ্বালানী, গাড়ির রক্ষণাবেক্ষণ, প্যাকিং উপাদান, কর্মচারীর মজুরি, বীমার খরচ আপনার উপর নির্ভর করে। তবে আপনাকে ওই এলাকার ব্যবসার প্রতিযোগিতাও বিবেচনা করতে হবে, একই পরিষেবার জন্য অন্য কোম্পানি যত টাকা নিচ্ছে, আপনাকে তার থেকে গ্রাহকদের কম চার্জ করলে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করবে।

প্যাকারস এবং মুভার্স ব্যবসার মার্কেটিং কিভাবে করবেন ? (How do Packers and Movers do business marketing?)

যেকোনো ব্যবসা শুরু  করে ভাল মুনাফা নিতে হলে ভালো মার্কেটিং করা খুব প্রয়োজন, এর জন্য আপনি একজন প্রফেশনালের সাহায্য নিতে পারেন।

আপনি সংবাদপত্র, মাসিক পত্রিকা তে বিজ্ঞাপন দিতে পারেন।

আপনার শহর বা আসে পাসের এলাকা গুলিতে ফেস্টুন, Hoding, ব্যানার এর ব্যবস্থা করতে হবে।

সোশ্যাল মিডিয়ার সাহায্য ও নিতে পারেন।

আপনার পন্যের জন্য একটি youtube  চ্যনেল বানান ও প্রাচার করুন।

বাকি সোশ্যাল মিডিয়াতে ও পোস্ট করুন।

প্রথেমে আপনাকে জানাতে হবে আপনার পরিষেবা সম্পর্কে, তারপরে পরিষেবার যদি মান ও দাম ঠিক থাকে তাহলে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করবে।

প্যাকারস এবং মুভার্স ব্যবসার শুরুর জন্য কি কি আইনি বিষয় মানতে হবে ? (What are the legal requirements for starting a packers and movers business in Bengali?)

প্যাকার এবং মুভার্সের ব্যবসার জন্য নিচের আইনি বিষয়গুলির উপর নজর দিতে হবে –

ব্যবসার জন্য লাইসেন্স

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করার জন্য, আপনাকে পরিবহন বিভাগ থেকে লাইসেন্স করাতে হবে। লাইসেন্স জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। এই সম্পর্কে বিশদ জানার জন্য আপনি আপনার স্থানিয় পরিবহন অফিসে যোগাযোগ করুন।

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

ব্যবসা শুরুর Registration

ব্যবসা করার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স করা আবশ্যক। এছাড়াও আপনাকে MSME এর অধীনে ব্যবসা রেজিসট্রেশান করতে হবে। এর জন্য, আপনি আপনার স্থানীয় ব্লক বা কপরেসান কর্তৃপক্ষ বা উদ্যোগ আধার থেকে ব্যবসা সম্পর্কিত সমস্ত লাইসেন্স এর জন্য তথ্য নিতে পারেন এবং ব্যবসা শুরু করার আগে সমস্ত রকমের  এই ধরনের কাজ করে নিতে পারেন।

প্যাকারস এবং মুভার্স ব্যবসার জন্য কি কি প্রয়োজনীয় নথি এর দরকার ? (What are the documents required for packers and movers business in Bengali?)

প্যাকার এবং মুভার্স ব্যবসা শুরু করতে হলে নিচের নথি গুলির খুব দরকার , এই নথি গুলি আপনার যেকোনো রকমের registration এর জন্য দরকার পড়বে।

প্যান কার্ড

ঠিকানার প্রমান পত্র

পাসপোর্ট সাইজের ছবি

আইডি সার্টিফিকেট অংশীদারিত্বে ব্যবসা করলে বিভিন্ন প্রমাণ নেওয়া হবে।

ব্যবসা ব্যানার এবং ব্যবসা সীল

ব্যবসার যায়গার প্রমান পত্র।

ব্যবসার জন্য নিজের বা ব্যবসার Bank Account.

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

প্যাকার এবং মুভার্স ব্যবসার চুক্তিপত্র (Packer and Movers Business Agreement in Bengali)

একটি প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করলে আপনার কোম্পানি কোন কাজ গ্রহণ করলে আপনাকে আপনার গ্রাহকের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। এবং এতি ব্যবসার কাজের প্রকৃতি, সম্মতি বিবাদের সমাধানের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে  সমস্ত বিষয়ে লেখা থাকবে।

আপনার ব্যবসার নিরাপত্তার কথা মাথায় রেখে, চুক্তির ভাষা সঠিক কিনা তা নিশ্চিতকরার জন্য  আপনি একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন। আপনাকে আপনার প্রতিটি গ্রাহকের কাছে এই ধরণের চুক্তি উপস্থাপন করতে হবে। যাতে গ্রাহককে পরিষেবা দেওয়ার পর আপনার কোন অসুবিধা না হয়।

Conclusion-  প্যাকার এবং মুভার্স ব্যবসার খুবই লাভজনক এবং সহজ ব্যবসা, যা আপনি  ছোটো থেকে এই ব্যবসা শুরু করতে পারেন। বাজারে এই জিনিসটির অনেক বেশী ডিমান্ড আছে তাই ব্যবসার বিস্তার নিয়ে খুব একটা সমস্যা হয় না। এই নিবন্ধ সম্পর্কে যদি কোন বক্তব্য থাকে তা নিচে কমেট করে বলতে পারেন। আশা করি আপনাদের নিবন্ধটি আপনদের কাজে লাগবে।

শেয়ার করুন -

Leave a Reply