Union Budget 2023: কোনটা সস্তা হয়েছে, কোনটা দামী হয়েছে জেনে নিন বিস্তারিত –
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ (ফেব্রুয়ারি) সংসদে 2023-24 কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন।বাজেট নিয়ে প্রতিটি ভারতবাসীর একতা চিন্তা থাকে। কারন সবাই চেয়ে থাকে প্রতি বছর জখন বাজেট হয় তখন নতুন কিছু পরিবর্তন হচ্ছে কিনা।
নিত্য প্রয়োজনীয় জিনিসের কোন দামের পরিবর্তন হচ্ছে কিনা বা বহু মূল্য জিনিসের ও কি কোন দামের পরিবর্তন হচ্ছে কিনা।
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন -এর বাজেট বক্তৃতায়, সাবাই কে বেশ কিছু ভাল খবর দিয়েছেন তিনি তার বক্তৃতায় গাড়ি, স্মার্টফোন, টিভি এবং অন্যান্য অনেক পণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে তিনি এই পণ্যগুলি তৈরির জন্য প্রয়োজনীয় কিছু অংশের আমদানিতে সেস এবং ট্যাক্স হ্রাস করারও ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের ঘোষণার অর্থ হল গাড়ি, স্মার্টফোন, টিভি এবং অন্যান্য পণ্য শুল্ক হ্রাসের পরে সম্ভবত সস্তা হবে এবং সাধারন মানুষ এই পণ্য কেনার জন্য আরও বেশি করে ঝাঁপাবে । এবং সাধারন মানুশের বেশ সুবিধা ও হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের এর বাজেট বক্তৃতায় যারা ধূমপান করেন তাদের জন্য খুব একটা ভাল খবর নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের এর বাজেট বক্তৃতায় সিগারেটের উপর কর 16% বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন। এর মধ্য থেকে বোঝা যাচ্ছে যে সিগারেটের দাম বাড়বে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের এর বাজেট বক্তৃতায় সোনা, প্ল্যাটিনামের তৈরি প্রবন্ধের দাম বেড়েছে। সিলভার দরজা, বার, জিনিসপত্র, তামার স্ক্র্যাপ, যৌগিক রাবার আরো দামী হয়েছে ।
Union Budget 2023: কোনটা সস্তা হয়েছে, কোনটা দামী হয়েছে তার সম্পূর্ণ লিস্ট দেখে নিন