GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন? | What is GST? How to do business GST registration in Bengali?

You are currently viewing GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন? | What is GST? How to do business GST registration in Bengali?

GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন?(What is GST? How to do business GST registration in Bengali?)

GST  কি? (What is GST in Bengali?)

GST এর  পুরো নাম হল( Full Form) Goods and Service Tax বা  পণ্য ও পরিষেবা কর। নোটবন্দির পর ভারত সরকার GST এর নিয়ম সারা ভারতে  চালু করেছিল। ভারত সরকার সব রকমের ছোট-বড় পরোক্ষ কর তুলে দিয়ে একটি মাত্র কর ব্যবস্থা চালু করতে চেয়েছিল। আমাদের ভারতের কর ব্যবস্থা ছিল অনেকটা পুরনো রকমের. যেখানে কিছু কিছু ক্ষেত্রে কোন মাল তৈরি হওয়ার পর গ্রাহকের কাছে যাওয়ার আগে পর্যন্ত কর লেগে জেত। কিন্তু GST এর সুবিধা হল যেকোনো মাল এর একবার মাত্র কর দিতে হবে।

GST কাদের জন্য দরকার?(?(Who needs GST in Bengali?))

  • যে সব ব্যবসাইরা ভ্যাট,সার্ভিস ট্যাক্স দিয়ে থাকেন তারা আবশ্যই এই পদ্ধতিতে আসবেন।
  • যে সব ব্যবসাইদের বছরে টার্নওভারের বিশ লাখের বেশি তারা আবশ্যই এই পদ্ধতিতে আসবেন.  কিন্তু উত্তর-পূর্ব, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের জন্য এই সীমা দশ লাখ টাকা পর্যন্ত।
  • যে সব ব্যক্তি কর দেন /অনাবাসী করযোগ্য ব্যক্তি, যারা Consultant এজেন্ট ইত্যাদিও এরাও GST-এর আওতায় আসবেন।
  • ই-কমার্স পরিষেবা প্রদাণকারই ব্যাক্তিও GST-এর আওতায় আসবেন।

ব্যবসার জন্য জিএসটি রেজিসট্রেসন এর প্রয়োজনীয় নথি (Documents for GST Registration in Bengali)

GST এর ওয়েবসাইট এ ডিটেলসে সমস্ত তালিকা দেওয়া আছে. আমাদের প্রথমে দেখতে হবে যেকোনো ব্যবসা কিভাবে করা হছে।

যে ব্যবসার মালিক নিজে ব্যবসা পরিচালনা করে তাকে প্রপাইটর বলা হয়.

প্রপাইটর ব্যবসার জন্য নিচের নথি গুলির দরকার হয় (Documents are required for Proprietor business in Bengali) –

  • ব্যবসার মালিকের আধার কার্ড
  • ব্যবসার মালিকের প্যান কার্ড
  • ব্যবসার মালিকের ছবি
  • ব্যবসার মালিকের ব্যাংক খাতা(Acounts) ডিটেলস
  • ব্যবসার জায়গার ঠিকানা – নিজের জায়গা হলে সম্পত্তির কাগজ বা বিদ্যুৎ বিল, টেলিফোন বিল ,  বা অন্য কোনো সরকারি প্রমান পত্র  এবং জায়গা ভাড়া হলে ভাড়ার চুক্তির কাগজ (লীজ এগ্রিমেন্ট)দিতে হবে।
  • অথারাইযেসন লেটর
  • ডিজিটাল শিগণেচর
  • ব্যবসার রেজিসট্রেসন এর প্রমাণ পত্র .
  • অংশীদারি প্রতিষ্ঠান হলে সকল অংশীদারদের বিবরণ দিতে হবে.
  • যদি কোন কোম্পানি হয় তবে পরিচালকদের(Director) ডিটেলস দিতে হবে

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করুন ২০২২?

GST রেজিস্ট্রেশন কীভাবে করবেন (GST Registration Process in Bengali)

GST রেজিস্ট্রেশন জন্য, GST REG-01 ফর্মটি পূরণ করতে হয়. এই ফর্মএ প্যন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ হয়. কেননা GST নাম্বার প্যন বেস্ট হয়.

১।  GST -এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন gst.gov.in, এই ওয়েবসাইট এ  আপনি Taxpayers (Normal/TDS/TCS) অপসান এর “Register Now “ তে  ক্লিক করুন । এখানে আপনি ফাকা ঘর  অনুযায়ী বিস্তারিত ভাবে সমস্ত বিবরণ পুরন করবেন এবং ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর লিখবেন।

GST Registration Process in Bengali
GST Registration Process in Bengali

২। এখন মোবাইলে ও  ইমেলে  ছয় সংখ্যার ওটিপি আসবে,  এই ওটিপি টি এন্ট্রি করলে  একটি PNR নাম্বার পেয়ে যাবেন। এবার  PNR নাম্বার এন্ট্রি কারলে মোবাইলে ও  ইমেলে  ছয় সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপি টি এন্ট্রি করলে আপনার সামনে  নতুন একটি ফর্ম খুলে যাবে. এবার আপনাকে  এই ফর্ম টি ভাল করে পুরন করতে হবে এবং দরকারি নথি এটাচ(আপলোড) করতে হবে. শেষে নতুন প্রফাইল পেয়ে যাবেন। প্রফাইল নিচে দেওয়া হল –

ব্যবসার বিশদ বিবরণ – ব্যবসার  সম্পূর্ণ বিবরণ যেমন  ব্যবসার নাম, ব্যবসার  পরিকাঠামো , জেলা এবং অঞ্চলে যে তারিখ থেকে ব্যবসা শুরু হয়েছে, এবং কি ধরনের ব্যবসা তার বিবরন ।

অংশীদার – অংশীদার-এর  ব্যক্তিগত তথ্য, পরিচয়,  অংশীদারদের ঠিকানা পূরণ করতে হবে , এর সঙ্গে যুক্ত নথি সংযুক্ত করে দিতে হবে।অংশীদারদের সমস্ত সমস্ত বিবরণের নথি সংযুক্ত করতে হবে। শেষে একটা অপসান তাকে Also Authorize Signatory  এটি টিক করলে পরের পেজ খুলে যাবে. মালিক একই থাকলে পেজ সেম হবে.

Authorize Signatory – যদি Authorize Signatory আলাদা কোন ব্যক্তি হয় তবে উনার সমস্ত বিবরন পুরন করতে হবে ও নথি সংযোগ করতে হবে.

Authorize Represent –  যদি আন্য কোন ব্যক্তি রিপ্রেজেন্ট করে তবে তার সমস্ত বিব্রন পুরন করতে হবে ও নথি সংযোগ করতে হবে.

ব্যবসার স্থান – এখানে ব্যবসা যেখানে বা যে স্থানে আপনি করছেন তার বিশদ বিবরণ দিতে হবে, সেই স্থানের ঠিকানা, যোগাযোগের ব্যবস্থা, জায়গাটি কী অবস্থায় রয়েছে, আপনি ভাড়া নিয়েছেন না নিজস্ব জায়গা, ভাড়া নিলে তার বা লিজ নিলে তার নথি সংযুক্ত করা হবে.। আপনার ব্যবসার প্রকৃতি নির্বাচন করতে হবে। ব্যবসা যদি একাধিক স্থানে করেন তবে সেটাও সিলেক্ট করতে হবে।

ব্যবসা অতিরিক্ত স্থান – যেকোন অতিরিক্ত স্থানে থাকে,যেমন আপনার যদি একাধিক গোডাউন বা গুদাম বা অফিস  থাকে তার বিবরণ ও  সমস্ত নথি সংযুক্ত করতে হবে।

পণ্য ও পরিষেবা – আপনি যে পণ্যগুলি নিয়ে ব্যবসা করছেন অথবা যে ধরনের পরিষেবা প্রদান করছেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে, এর দ্বারা আপনি HSN কোড (GST-তে ব্যবহার করা হয়) নির্বাচন করতে পারবেন। যদি কোনো পণ্যের বা পরিষেবার HSN কোড পাছেন না সেক্ষেত্রে  সেটির নাম ইন্টারনেটে সার্চ করে নিতে পারেন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট – এখানে প্রথমে আপনি কতগুলি ব্যাঙ্কের ডিটেলস দেবেন সেই সংখ্যা দিতে হবে। সাধারনভাবে একটি ব্যাঙ্কের বিশদ বিবরন দেওয়া ভাল। এরপর আপনি আপনার ব্যাঙ্কের বিবরণ দেবেন ও নথি সংযুক্ত করে দেবেন।

রাজ্য সম্পর্কে তথ্য – যদি ইতিমধ্যেই অন্য কোনও রাজ্য থেকে রেজিস্ট্রেশন করেছেন তবে সেই নম্বরটি লিখতে হবে।

যাচাইকরণ – এখানে দেওয়া আছে যে আপনার দেওয়া সমস্ত বিবরণ ও তথ্য  সঠিক ও  আপনার কাছে এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য ছিল এবং আপনি নিজে তা যাচাই করেছেন। এরপর আপনি আপনার অনুমোদিত স্বাক্ষরকারী কে নির্বাচন করে নেবেন।

সমস্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে, একটি ARN নম্বর পেয়ে যাবেন, এবং এই নম্বর দিয়ে যতদিন না জিএসটি নম্বর পাছেন তত দিন তার স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। জিএসটি নম্বরটি আপনার  ই-মেইলে আসবে, জিএসটি নম্বরটির সঙ্গে একটি পাসওয়ার্ডও ও পাবেন, যেখান থেকে আপনি লগ ইন করে আপনার নিজস্ব পাসওয়ার্ড তৈরি করে নেবেন।

আরও পড়ুন –

IPL 2022 মোবাইল এবং টিভিতে লাইভ দেখার সেরা ৮  টি ফ্রি অ্যাপ।

আইপিএল-এ বাংলাদেশের সেরা খেলোয়াড় কারা?

অনলাইন পত্রিকা ব্যবসা শুরু করুন ২০২২?

GST কি ? ব্যবসায় GST রেজিস্ট্রেশন কি করে করবেন? | What is GST?

প্যাকারস এবং মুভার্স ব্যবসা শুরু করুন ২০২২?

ফোন পে মোবাইল অ্যাপ থেকে টাকা আয় করুন ২০২২

কুইজ খেলে টাকা ইনকাম করার উপায়

লতা মঙ্গেশকর এর জীবনী

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

December 7, 2021

শেয়ার করুন -

Leave a Reply