কৃষি সেবা কেন্দ্র খুলে কিভাবে আয় করুন – ২০২২? | Start income by opening agricultural service center- 2022 in Bengali?

You are currently viewing কৃষি সেবা কেন্দ্র খুলে কিভাবে আয় করুন – ২০২২? | Start income by opening agricultural service center- 2022 in Bengali?

Table of Contents

কৃষি সেবা কেন্দ্র খুলে কিভাবে আয় করবেন? (How to make income by opening agricultural service center in Bengali?

“কৃষি সেবা কেন্দ্র খুলে কিভাবে আয় করুন – ২০২২? ” আজকের এই নিবন্ধে আমি কৃষি সেবা কেন্দ্র সম্পর্কে আলোচনা করব। আপনি যদি কৃষি সেবা কেন্দ্র খুলতে চান তবে এই নিবন্ধ ভাল করে পড়বেন ।

কৃষি সেবা কেন্দ্র কিভাবে খুলতে হয়, লাইসেন্স, অনলাইন রেজিস্ট্রেশন,উপার্জন, কে খুলতে পারে,  কি নথি লাগে, কত খরচ, ফি কত, ​​উপার্জন কত হবে , স্টাফ কত লাগে , লাভ কত হয়(How to open an agricultural service center, license, online registration, earnings, who can open, what documents are required, how much does it cost, how much is the fee, how much will be earned, how much is the staff, how much is the profit in Bengali?)

কৃষককে আমাদের দেশে অন্নদাতা বলা হয়।আমাদের জীবনে কৃষকদের ভুমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কৃষক কৃষিকাজ করে আমাদের মুখে অন্ন সংস্থান করে । সেজন্য ভারত সরকারও কৃষকদের সমস্ত রকম সাহায্য করতে থাকে । যেমন ফসল, অন্যান্য বিষয় ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া। যেমন ফসল সম্পর্কে নানা রকমের তথ্য।কোন ফসলের জন্য কোন বীজ ভাল , কোন রোগে কোন ওষুধ দিতে হবে। কখন কোন সার দিলে ফলন ভাল হবে ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া। সরকার কৃষকদের কাছে কৃষি সংক্রান্ত প্রয়োজনীয় পণ্য ও তথ্য পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি গ্রামে কৃষি সেবা কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে । এর ফলে কৃষকরা তাদের কৃষিকাজের দরকারি তথ্যের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কৃষি মালা মাল ও পেয়ে যাবে ।এই পরিকল্পনাকে কাজে লাগিয়ে বেকার যুবকরা ব্যবসা শুরু করার পরিকল্পনা করতে পারে।

কৃষি সেবা কেন্দ্র কিভাবে খুলবেন?( How to open an agricultural service center in Bengali?)

শিক্ষিত যুবকদের জন্য কৃষি সেবা কেন্দ্র একটি খুব ভাল সুযোগ।। এই কেন্দ্রের মাধ্যমে আপনি কৃষি ভিত্তিক ব্যবসা করতে পারবেন তার সঙ্গে সঙ্গে কৃষকদের সাহায্য করার সুযোগও পাবেন। কারণ দিনে দিনে উন্নত ভাবে চাষাবাদের পরিধি বেড়ে চলেছে। কারন এখন কম জমিতে বেশি ফলন না করলে কৃষি কাজে ভাল লাভ করা যাবে না। তাই সরকার কৃষি উপদেষ্টা কেন্দ্রও বাড়াতে চাইছে ।আপনিও এই ধরনের একটি কৃষি সেবা কেন্দ্র খুলতে পারেন। আজ  আপনাকে একটি কৃষি পরিষেবা কেন্দ্র খুলতে কী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তা স্টেপ বাই স্টেপ বলব।

নুডুলস তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন 2022 ?

কৃষি সেবা কেন্দ্র কি?( What is an agricultural service center in Bengali?)

কৃষি সেবা কেন্দ্র ভারত সরকারের একটি উদ্দ্যগ  যেখানে –

  • কৃষকদের কৃষি সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র কৃষকদের দেওয়া হয়, যেমন সার, কীটনাশক এবং বীজ ইত্যাদি।
  • কৃষি সেবা কেন্দ্র খুলতে হলে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। কারণ আপনি যখন শিক্ষিত হবেন তখনই আপনি কৃষকদের  নানা রকমের নতুন তথ্য দিতে পারবেন।
  • কৃষি সেবা কেন্দ্র খুলতে হলে আপনার কৃষি সেবা কেন্দ্রের লাইসেন্স লাগবে।

কৃষি সেবা কেন্দ্র খুলতে হলে – কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকা প্রয়োজন(to open an agricultural service center – It is necessary to have all the information related to agriculture  in Bengali)

কৃষি সেবা কেন্দ্র খুলতে হলে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য আপনার কাছে থাকা খুব প্রয়োজন, এবং সঠিক তথ্য না থাকলে আপনার কাছে দোকানে রাখা বীজ এবং অন্যান্য জিনিস সম্পর্কে কৃষকদের সঠিকভাবে অবহিত করাতে পারবেন না। কৃষকদের সমস্যাগুলি জানতে আপনাকে গ্রামে গিয়ে  কৃষকদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা করতে পারেন, এই কারনেই আপনি যদি এই তথ্যগুলি জানেন তবেই আপনি একটি ভাল কৃষি কেন্দ্র খুলতে পারেন।এতে দিনে দিনে আপনিও অভিজ্ঞ হয়ে উঠবেন।

কৃষি সেবা কেন্দ্র কে খুলতে পারে?( Who can open an agricultural service center in Bengali?)

  • যে ব্যক্তির কৃষি সম্পর্কে সঠিক ধারনা আছে যারা সময়মতো কৃষকদের কৃষিকাজে সাহায্য করতে পারবেন এমন ব্যক্তিরা কৃষি সেবা কেন্দ্র খুলতে পারেন।
  • আপনাকে অবশ্যই রসায়ন বিষয়  নিয়ে Bsc পাস হতে হবে । এর ফলে আপনি প্রয়োজনীয় রাসায়নিক সম্পর্কে কৃষকদের তথ্য দিতে পারবেন।
  • আপনি কৃষি সেবা কেন্দ্র খুলতে চাইলে আপনার অবশ্যই মাল পত্র রাখার মত জায়গা থাকা দরকার।

কোথায় কৃষি সেবা কেন্দ্র খোলা যেতে পারে? (Where can an agricultural service center be opened in Bengali?)

কৃষি সেবা কেন্দ্র এমন কোন স্থানে করা উচিত যেখানে কৃষকরা সবচেয়ে বেশি আসা-যাওয়া করে।

আপনি যদি শহরের তুলনায় কম দামে কৃষকদের পণ্য দিতে পারেন তাহলে আপনার বিক্রিও অনেক ভালো হবে, সেই সঙ্গে কৃষকরা আপনার কাছ থেকে কৃষি বিষয়ে আনেক তথ্য পেতে পারে।

এছাড়া যেখানে কৃষকরা তাদের ফসল বেচা-কেনা করে সেখানে দোকান খুলতে পারেন। কারণ সেখানে কৃষকদের বেশি আনাগোনা হয়।

টি-শার্ট প্রিন্টিং ব্যবসা কিভাবে শুরু করবেন?

কৃষি সেবা কেন্দ্র খোলার জন্য কি কি লাগবে ?(Necessary things to open an agricultural service center in Bengali?)

  • আপনার লাইসেন্স,
  • মাল-পত্র রাখার জন্য ভালো জায়গা ।
  • মাল-পত্র কেনার জন্য কিছু টাকা লাগবে।
  • এছাড়াও কিছু নথি লাগবে যা আপনাকে জমা দিতে হবে।

কৃষি সেবা কেন্দ্র খোলার জন্য কি কি নথি লাগবে?( What documents are required to open an agricultural service center in Bengali?)

  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আপনার শিখাগত যোগ্যতা তার সার্টিফিকেট, কোন ডিপ্লোমা থাকলে তার সার্টিফিকেট
  • যেখানে কৃষি সেবা কেন্দ্র খুলবেন সেই জায়গার নকশা ও দোকানের ছবি তুলে জমা দিতে হবে। জমির রেকর্ড জমা করবেন।

কৃষি সেবা কেন্দ্র খোলার জন্য রেজিসট্রেশান (Registration for opening Agricultural Service Center in Bengali)

কৃষি সেবা কেন্দ্রের আবেদন অনলাইনে এবং অফলাইনে দুভাবে করতে পারেন। অনলাইনে আপনি বাড়ি বা CSC Center  থেকে কারতে পারেন অথবা আপনি জেলার কৃষি বিভাগে গিয়ে অফলাইনে আবেদন করতে পারেন। আবেদন জমা করার জন্য প্রয়োজনীয় নথি সহ আবেদন পত্র সংযুক্ত করে জমা দিতে হবে। এরপর জেলার কৃষি বিভাগ থেকে বাছাই করা হয় ।বাছাই হলে তবেই আপনি পরবর্তী প্রক্রিয়ায় জন্য এগোতে পারবেন।

কৃষি সেবা কেন্দ্রের লাইসেন্স (License of Agricultural Service Center in Bengali)

কৃষি সেবা কেন্দ্রের লাইসেন্স এর জন্য আপনাকে অনলাইন বা অফলাইনে দরকারি কাগজপত্র জমা দিতে হবে।

যেমন-

  • আধার কার্ড,
  • ভোটার কার্ড
  • 2টি পাসপোর্ট সাইজের ছবি,
  • কৃষি বিষয়ের ডিগ্রি ইত্যাদি।

এর সঙ্গে আপনাকে অল্প কিছু টাকা জমা করতে হয় । এর পরই দোকানের লাইসেন্স আপনি  পেয়ে যাবেন।আপনি যখন কৃষি সেবা কেন্দ্র খোলার জন্য আবেদন করবেন তখন সংশ্লিষ্ট সমস্ত বিভাগ দ্বারা সমস্ত যাচাইকরণ প্রক্রিয়া হয়ার পর  আপনাকে লাইসেন্স দেওয়া হয়।

কৃষি সেবা কেন্দ্র খোলার জন্য  লাইসেন্স কেন প্রয়োজন?( Why do you need a license to open an agricultural service center?)

প্রথমে আমাদের ভাবতে  হবে  যে একটি কৃষি কেন্দ্র খোলার জন্য আমাদের অবশ্যই লাইসেন্সের নিতে  হবে। লাইসেন্সের না নিলে আমরা কৃষকদের প্রয়োজনীয় সমস্ত জিনিস সঠিকভাবে বিক্রি করতে পারব না  এছাড়াও, এই লাইসেন্সের সাহায্যে, আমরা সরাসরি বড় সংস্থার সঙ্গে  যোগাযোগ করে কম দামে  সঠিক পণ্য সরবরাহ করতে পারব। তাই কৃষি সেবা কেন্দ্র খোলার জন্য লাইসেন্সের খুব প্রয়োজন।

কৃষি সেবা কেন্দ্রের খরচ ও ফি?( Agricultural service center costs and fees in Bengali?)

লাইসেন্সের জন্য সরকার  ফি নির্ধারণ করে রেখেছেন। আপনি লাইসেন্সের জন্য আবেদন করলে আপনাকে বেশ কয়েকটা জিনিশের জন্য আলাদা আলাদা ফি দিতে হবে।

     বীজের জন্য – 1000 টাকা

    সারের জন্য – 1250 টাকা

    কীটনাশকের জন্য – 1500 টাকা

আপনার এই ব্যবসা করার জন্য আপনাকে কমপক্ষে ৫0 থেকে ৬0 হাজার টাকা মূলধন রুপে খরচ করতে হবে। তবে আপনি ভাল মুনাফা পেতে পারেন।

সেরা ছাত্র ছাত্রীদের জন্য ব্যবসার আইডিয়া – 2022

কৃষি সেবা কেন্দ্রের জন্য কত জন কর্মী লাগবে?( How many workers will be required for agricultural service center in Bengali?)

একটি ছোট আকারে কৃষি সেবা কেন্দ্রের জন্য  ১ থেকে ২ জনের কর্মী লাগবে। যাতে কৃষির সঠিক পরামর্শের জন্য একজন। মালপত্র  প্যাক করার জন্য ১ জনের প্রয়োজন হবে।

কৃষি সেবা কেন্দ্র থেকে আয় কত হবে ?( What will be the income from the agricultural service center in Bengali?)

এই কেন্দ্র থেকে আপনি সহজেই সব ধরনের জিনিস বিক্রি করে ২০ থেকে ৩0 শতাংশ মুনাফা অর্জন করতে পারেন। এছাড়া প্রাতি বছর ফসলের নতুন নতুন সমস্যার জন্য ওষুধ ও সার, বীজের চাহিদা বাড়তে থাকে। এই সব কারনে আপনার যখন বিক্রি বেশী হবে তখন আপনার আয় বেশি হবে।

কৃষি সেবা কেন্দ্র মার্কেটিং(Agricultural Service Center Marketing in Bengali)

আপনি যদি একটি কৃষি সেবা কেন্দ্র খোলেন তবে আপনাকে আপনার প্নেয়র বিপণনের জন্য মার্কেটিং খুব ভাল ভাবে করতে হবে। প্রথম প্রথম আপনাকে আপনার কেন্দ্রর প্রচারের জন্য আপনাকে ওষুধের উপর ছাড়, আকর্ষণীয় উপহার এবং শুরুতেই কৃষকদের  বিনামূল্যে পরামর্শ দিতে হবে। তবেই আপনার কেন্দ্রে প্রচুর সংখ্যক কৃষক আসবে। এতে আপনার বিক্রি পরিমাণ অবশ্যই বাড়বে এবং দোকানের প্রচারও ভালো হবে। আপনি অনলাইন প্রচারও করতে পারেন ও সোশাল মিডিয়ার সাহায্য নিয়ে প্রচার করতে পারেন ।

কৃষি সেবা কেন্দ্র খোলার ঝুঁকি (Risk of opening agricultural service center in Bengali)

কৃষি সেবা কেন্দ্র  ব্যবসায় ওষুধ নিয়ে একটু ঝুকি থাকে , কারন ওষুধের একটা নিদিষ্ট এক্সপিয়ারি ডেট থাকে , সেই ডেট পেরিয়ে গেলে ওষুধ ফেলে দিতে হয়। এছাড়াও  কোন কোন  সময় মাল নষ্ট হয়ে যায় । এই সমস্ত কারনে কোন কোন সময় আপনাকে কিছু লোকসান করতে হতে পারে।

Conclusion – আজকের এই নিবন্ধে কৃষি সেবা কেন্দ্র খুলে কিভাবে আয় করবেন সেই ব্যপারে সমস্ত তথ্য দিয়েছি। আপনিও যদি কৃষি সম্পর্কিত ব্যবসা করতে চান। তবে কৃষি সেবা কেন্দ্র খুলে ব্যবসা শুরু করতে পারেন। এই নিবন্ধ সম্পর্কে যদি বক্তব্য থাকে তবে নীচে কমেন্ট করতে পারেন।

আরও পড়ুন –

বাচ্চাদের জন্মদিনের পার্টি আয়োজন করার ব্যবসা কীভাবে শুরু করবেন?

কলম তৈরির ব্যবসা শুরু করবেন কিভাবে ?

বাথরুম/টয়লেট ক্লিনার-এর ব্যবসা শুরু করবেন কিভাবে?

সোলার এর ব্যবসা কি ভাবে শুরু করবেন?

আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি নিয়ে লাখ টাকা উপার্জন করুন

যানবাহন দূষণ পরীক্ষা কেন্দ্রের ব্যবসা কীভাবে খুলবেন?

কম পুঁজিতে মহিলাদের জন্য সেরা ব্যবসার আইডিয়া

শেয়ার করুন -

Leave a Reply