কিছু কিছু মানুষের ভাগ্য হটাত করে পরিবর্তন হয়ে যায়, কেউ হটাত প্রচুর টাকার মালিক হয়ে যায়, আবার কেউ প্রচুর টাকা থেক শূন্যে এসে দাঁড়ায়। আজকে এরকম এক জনের কথা বলব।
স্বপ্ন ছিল, ভারতের সেরা বিটকয়েন কারবারি হয়ে ব্যবসা করবেন। সেই অনুযায়ী কাজও করছিলেন চলছিল ডিজিটাল মুদ্রার কেনাবেচা। এবং এই ব্যবসা তে যেমন খুব লাভ থাকে আবার লস ও হতে পারে যে কন সময় , কিন্তু ভাগ্য সহায় থাকায় লাভও হচ্ছিল ভালই। কিন্তু হটাত ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে থাকে, এবং রাতারাতি বাদশা থেকে ফকির-এ পরিণত হন ২২ বছরের শুভম সাইনি। অগত্যা, চায়ের দোকান খুলে বসেছেন তিনি চা ব্যবসা শুরু করেছেন। তবে চমক রয়েছে তাতেও। শুভমের দোকানই সম্ভবত প্রথম, যেখানে বিটকয়েন দিয়েও চায়ের স্বাদ নেওয়া যায় ।
কর্নাটকের রেওয়ারির ইন্দিরা গাঁধী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শুভমের উৎসাহ ছিল ক্রিপ্টোকারেন্সিতে। পড়তে পড়তেই তিনি বিটকয়েন কেনাবেচা শুরু করেন। প্রথমে নিজের সমস্ত জমানো টাকার পাশাপাশি মা-বাবার কাছ থেকেও কিছু টাকা নিয়ে মোট দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেন। কয়েক মাসের মধ্যেই সেই বিনিয়োগ গিয়ে দাঁড়ায় ৩০ লক্ষ টাকায়। তখন শুভমকে আর পায় কে! পড়া ছেড়ে সর্বক্ষণের জন্য ঝাঁপ দেন ডিজিটাল মুদ্রার দুনিয়ায়। মা-বাবার কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দেন। নিজের জীবনযাপনে আসে আমূল পরিবর্তন। জীবনে লাগে বৈভবের ছোঁয়া। কিন্তু কিছু দিনের মধ্যেই ক্রিপ্টোয় লাগে ভাটার টান। এক রাতের মধ্যে শুভমের ৩০ লক্ষ টাকা গিয়ে ঠেকে ১ লক্ষে। ২০২০-এর সেই সময়ের কথা ভেবে শুভম বলেন, ‘‘ভেবেছিলাম, আমি মনে হয় ভারতের দ্বিতীয় রাকেশ ঝুনঝুনওয়ালা হয়ে উঠতে পারব। কিন্তু কোথায় কী! যেখান থেকে শুরু করেছিলাম, সেখানেই ফেরত এলাম। ভাবতেও পারিনি একটা রাতে জীবন এ ভাবে বদলে যাবে। আমাকে আকাশ থেকে টেনে মাটিতে নামাবে । তাই এই ধরণের ব্যবসায় মূলধন লাগানো সব সময় ঝুকি পূর্ণ । তাই সব সময় দেখে শুনে কাজ করতে হয় ।
যদি আপনাদের এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।