ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় ২০২২ | How to download videos from YouTube in Bengali

You are currently viewing ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় ২০২২ | How to download videos from YouTube in Bengali

Table of Contents

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় মোবাইলে কিভাবে ভিডিও ডাউনলোড করব ? ইউটিউব থেকে গান ডাউনলোড করার সফটওয়্যার ইউটিউব থেকে মেমোরিতে ডাউনলোড ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট ইউটিউব ভিডিও ss যোগ করুন আর ভিডিও ডাউনলোড করুন Clipconverter ওয়েবসাইট থেকে ভিডিও  download করুন y2mate ওয়েবসাইট থেকে ভিডিও  download করুন acethinker.com ওয়েবসাইট থেকে ভিডিও  download করুন

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় ২০২২ (How to download videos from YouTube in Bengali)

“ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় ২০২২” আজকের এই নিবন্ধে আমি ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায় তার উপায় নিয়ে আলোচনা করব। আমরা জানি ইউটিউব পৃথিবীর ২য় বড় সার্চ ইঞ্জিন ইউটিউবে কেবল ভিডিও সার্চ করা যায়। এখানে নানা রকমের ভিডিও আমরা দেখতে পাই। আপনি ইউটিউব থেকে আপনার পছন্দের গান, সিনেমা, কোন টিউটোরিয়াল, কোন পণ্যের বিষয়ে ধারনা, সাস্থ্য সম্পর্কিত যেকোনো রকমের টিপস পেতে পারি।কিন্তু আমরা সবাই জানি ইউটিউবে থেকে ভিডিও দেখতে হলে আমাদের অনলাইন থাকতে হয়। অর্থাৎ ইউটিউব  এর ভিডিও যতক্ষণ আমাদের ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট থাকবে ততক্ষণ আমরা দেখতে পাব। কিন্তু আমরা যদি চাই ইউটিউবের এই ভিডিও আমাদের ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড করে রাখব তবে ইউটিউব   থেকে এই ধরনের কোন অপসান পাই না।

তবে এতে চিন্তা করার তেমন কিছু নেই। আপনি যদি আপনার দরকারি ভিডিও ডাউনলোড করে পরে দেখতে চান তবে তার জন্য  বেশ কিছু রাস্তা আছে। আমি আজ বেশ কিছু পদ্ধতি আপনাদেরকে বলব যেখান থেকে আপনি খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও  আপনার পছন্দ মত ভিডিও ফরমেটে যেমন mp3, mp4, avi ডাউনলোড করতে পারবেন।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় ২০২২ (How to download videos from YouTube in Bengali)

ইউটিউব ভিডিও ss যোগ করুন আর ভিডিও ডাউনলোড করুন

প্রথমেই জেনে নিনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজতম উপায়। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড খুব শহজে করতে হলে। নিচের পদ্ধতি অনুকরণ করুন –

  • প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে যেকোনো ব্রাউজারকে ওপেন করে নিন।
  • ব্রাউজারে ইউটিউবের url কে “ Youtube.com” ওপেন করে নিন।
  • এবার আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন।  আপনি আপনার পছন্দ মত ভিডিও কে  সার্চ করে নিন।
  • ভিডিও সার্চ হয়ে গেলে  url –এ আপনি “https://www.youtube.com/watch?v=*****”  এই ধরনের url দেখতে পাবেন।
  • এখন আপনি yrlএ www. এর পরে ss লিখুন “https://www.ssyoutube.com/watch?v=*****” আপনার বোঝার সুবিধার জন্য উদাহরণ হিসাবে url লেখা হল। এখন আপনি ok বা enter  বটন-এ ক্লিক করুন।
credit – savefrom.net
  • এরপরে আপনি দেখতে পাবেন একটি নতুন url “savefrom.net” খুলে যাবে। এখানে আপনি download এ ক্লিক করুন।
  • আপনার ভিডিও download হয়ে যাবে।

২। Clipconverter ওয়েবসাইট থেকে ভিডিও  download করুন।

আপনি clipconverter url  ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ যেকোনো জায়গায় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। Clipconverter থেকে download করা ভিডিও আপনি .mp3, .mp4  ও আরও অন্যান্য ফরমেটে সেভ করতে পারবেন। এখন জেনে নিন কিভাবে Clipconverter থেকে ভিডিও download করতে পারবেন।

  • প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে যেকোনো ব্রাউজারকে যেমন firefox, google chrom, opera কে ওপেন করে নিন।
  • ব্রাউজারে ইউটিউবের url কে “ Youtube.com” ওপেন করে নিন।
  • এবার আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন।  আপনি আপনার পছন্দ মত ভিডিও কে  সার্চ করে নিন।
  • ভিডিও সার্চ হয়ে গেলে  url –এ আপনি “https://www.youtube.com/watch?v=*****”  এই ধরনের url দেখতে পাবেন।
  • এখন আপনি  youtube এর ভিডিও url কে কপি করে নিন। কম্পিউটার থেকে কপি করার জন্য url কে সিলেকসান করে মাউসের রাইট কিল্ক করে কপি করে নিন মোবাইল ব্যবহার কারিরা সিলেকসান করে long time press  করে রাখলে কপি অপসান আসবে , এরপর আপনি কপি করে নেবেন।
  • এবার ব্রাউজারের অন্য ট্যাবে Clipconverter এর url “https://www.clipconverter.cc/2/” কে টাইপ করুন। এবং Clipconverter ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।
  • এবার কপি করা youtube url, অর্থাৎ যে ভিডিও download করবেন তা  Clipconverter এ পেস্ট করে দিন। ও continue বটনে ক্লিক করুন।
  • এর পর আপনার স্ক্রিনে বেশ কিছু অপসান আসবে আপনি এখানে ভিডিও কোয়ালিটি বেছে নিতে পারবেন, ভিডিও ফরম্যাট বেছে নিতে পারবেন।
  • এরপর আপনি “Start” বটনে ক্লিক করুন।
  • এখন ভিডিও download এর জন্য রেডি। এখন আপনি “download” বটনে ক্লিক করুন এবং download হয়ে যাবে।
credit- clipconverter

Clipconverter ওয়েবসাইট থেকে ভিডিও  download 

৩। y2mate ওয়েবসাইট থেকে ভিডিও  download করুন।

আপনি y2mate url  ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ যেকোনো জায়গায় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। y2mate থেকে download করা ভিডিও আপনি .mp3, .mp4  ও আরও অন্যান্য ফরমেটে সেভ করতে পারবেন। এখন জেনে নিন কিভাবে y2mate থেকে ভিডিও download করতে পারবেন।

  • প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে যেকোনো ব্রাউজারকে যেমন firefox, google chrom, opera কে ওপেন করে নিন।
  • ব্রাউজারে ইউটিউবের url কে “ Youtube.com” ওপেন করে নিন।
  • এবার আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন।  আপনি আপনার পছন্দ মত ভিডিও কে  সার্চ করে নিন।
  • ভিডিও সার্চ হয়ে গেলে  url –এ আপনি “https://www.youtube.com/watch?v=*****”  এই ধরনের url দেখতে পাবেন।
  • এখন আপনি  youtube এর ভিডিও url কে কপি করে নিন। কম্পিউটার থেকে কপি করার জন্য url কে সিলেকসান করে মাউসের রাইট কিল্ক করে কপি করে নিন মোবাইল ব্যবহার কারিরা সিলেকসান করে long time press  করে রাখলে কপি অপসান আসবে , এরপর আপনি কপি করে নেবেন।
  • এবার ব্রাউজারের অন্য ট্যাবে y2mate এর url “www.y2mate.com” কে টাইপ করুন। এবং y2mate ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।
  • এবার কপি করা youtube url, অর্থাৎ যে ভিডিও download করবেন তা  www.y2mate.com এ পেস্ট করে দিন।
  • এর পর আপনার স্ক্রিনে বেশ কিছু অপসান আসবে আপনি এখানে ভিডিও কোয়ালিটি বেছে নিতে পারবেন, ভিডিও ফরম্যাট বেছে নিতে পারবেন।
  • এখন ভিডিও download এর জন্য রেডি। এখন আপনি “download” বটনে ক্লিক করুন এবং download হয়ে যাবে।
Credit – y2mate
https://www.youtube.com/watch?v=KCo_oZHonto
y2mate ওয়েবসাইট থেকে ভিডিও  download করুন।

৪। acethinker.com ওয়েবসাইট থেকে ভিডিও  download করুন।

আপনি acethinker.com url  ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ যেকোনো জায়গায় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। acethinker থেকে download করা ভিডিও আপনি .mp3, .mp4  ও আরও অন্যান্য ফরমেটে সেভ করতে পারবেন। এখন জেনে নিন কিভাবে acethinker থেকে ভিডিও download করতে পারবেন।

  • প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে যেকোনো ব্রাউজারকে যেমন firefox, google chrom, opera কে ওপেন করে নিন।
  • ব্রাউজারে ইউটিউবের url কে “ Youtube.com” ওপেন করে নিন।
  • এবার আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন।  আপনি আপনার পছন্দ মত ভিডিও কে  সার্চ করে নিন।
credit – acethinker
  • ভিডিও সার্চ হয়ে গেলে  url –এ আপনি https://www.youtube.com/watch?v=****”  এই ধরনের url দেখতে পাবেন।
  • এখন আপনি  youtube এর ভিডিও url কে কপি করে নিন। কম্পিউটার থেকে কপি করার জন্য url কে সিলেকসান করে মাউসের রাইট কিল্ক করে কপি করে নিন মোবাইল ব্যবহার কারিরা সিলেকসান করে long time press  করে রাখলে কপি অপসান আসবে , এরপর আপনি কপি করে নেবেন।
  • এবার ব্রাউজারের অন্য ট্যাবে acethinker এর url “www.acethinker.com” কে টাইপ করুন। এবং acethinker ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।
credit – acethinker
  • এবার কপি করা youtube url, অর্থাৎ যে ভিডিও download করবেন তা  www.acethinker.com এ পেস্ট করে দিন। ও  download icon (ছবি) তে ক্লিক করুন।
  • এর পর আপনার স্ক্রিনে বেশ কিছু অপসান আসবে আপনি এখানে ভিডিও কোয়ালিটি বেছে নিতে পারবেন, ভিডিও ফরম্যাট বেছে নিতে পারবেন।
  • এখন ভিডিও download এর জন্য রেডি। এখন আপনি “download” বটনে ক্লিক করুন এবং download হয়ে যাবে।

amazon এ নিজের ব্যবসা শুরু করবেন কিভাবে

৫। gabed.net ওয়েবসাইট থেকে ভিডিও  download করুন।

আপনি gabed.net url  ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার, ল্যাপটপ যেকোনো জায়গায় ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। gabed.net থেকে download করা ভিডিও আপনি .mp3, .mp4  ও আরও অন্যান্য ফরমেটে সেভ করতে পারবেন। এখন জেনে নিন কিভাবে acethinker থেকে ভিডিও download করতে পারবেন।

  • প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে যেকোনো ব্রাউজারকে যেমন firefox, google chrom, opera কে ওপেন করে নিন।
  • ব্রাউজারে ইউটিউবের url কে “ Youtube.com” ওপেন করে নিন।
  • এবার আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন।  আপনি আপনার পছন্দ মত ভিডিও কে  সার্চ করে নিন।
  • ভিডিও সার্চ হয়ে গেলে  url –এ আপনি “https://www.youtube.com/watch?v=*****”  এই ধরনের url দেখতে পাবেন।
  • এখন আপনি  youtube এর ভিডিও url কে কপি করে নিন। কম্পিউটার থেকে কপি করার জন্য url কে সিলেকসান করে মাউসের রাইট কিল্ক করে কপি করে নিন মোবাইল ব্যবহার কারিরা সিলেকসান করে long time press  করে রাখলে কপি অপসান আসবে , এরপর আপনি কপি করে নেবেন।
  • এবার ব্রাউজারের অন্য ট্যাবে acethinker এর url “https://gabed.net/iloader/youtube-downloader-by-url” কে টাইপ করুন। এবং gabed.net ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।
  • এবার কপি করা youtube url, অর্থাৎ যে ভিডিও download করবেন তা  www.acethinker.com এ পেস্ট করে দিন। ও  download icon (ছবি) তে ক্লিক করুন।
  • এর পর আপনার স্ক্রিনে বেশ কিছু অপসান আসবে আপনি এখানে ভিডিও কোয়ালিটি বেছে নিতে পারবেন, ভিডিও ফরম্যাট বেছে নিতে পারবেন।
  • এখন ভিডিও download এর জন্য রেডি। এখন আপনি আপনার পছন্দ মত ফরম্যাট  বটনে ক্লিক করুন এবং download হয়ে যাবে।

গ্রামে থেকে লাভজনক ব্যবসার আইডিয়া

Conclusion- আজকের এই নিবন্ধে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় জন্য যে যে প্রাধান বিশয়গুলি উপর নজর রাখতে হয় তা সম্পর্কে একটা ধারনা দিয়েছি। আপনি এই নিবন্ধ সম্পর্কে কোন রকম বক্তব্য থাকলে নীচে কমেন্ট করতে পারেন।

Q. মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড কিভাবে করবেন?

Ans.- অনেক মোবাইল Aps আছে যা দিয়ে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন । যেমন –
YouTube Go
Videoder
NewPipe
arkTube
Dentex
Snaptube
InsTube
VidMate
এছাড়া বেশ কিছু url আছে যা দিয়ে খুব সহজেই আপনি মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
যেমন –
www. savefrom.net
https://www.clipconverter.cc/2/

Q. মোবাইলে কিভাবে ভিডিও ডাউনলোড করব ?

Ans.- অনেক মোবাইল Aps আছে যা দিয়ে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন । যেমন –
YouTube Go
Videoder
NewPipe
arkTube
Dentex
Snaptube
InsTube
VidMate
এছাড়া বেশ কিছু url আছে যা দিয়ে খুব সহজেই আপনি মোবাইলে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
যেমন –
www. savefrom.net
https://www.clipconverter.cc/2/

Q. ইউটিউব থেকে গান ডাউনলোড করার সফটওয়্যার ।

বেশ কিছু url আছে যা দিয়ে খুব সহজেই আপনি মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে খুব সহজেই গান বা অডিও ডাউনলোড করতে পারবেন।
যেমন –
www. savefrom.net
https://www.clipconverter.cc/2/

ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইনকাম করবেন

শেয়ার করুন -

Leave a Reply