আমাদের দেশে এখনও অনেকেই কন্যা বা পুত্র সন্তানের মধ্যে পার্থক্য বজায় রেখেছেন।মেয়েদের কাজের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে রেখেছেন।তবে এখন দিন পাল্টেছে এখন শুধুমাত্র পুরুষরাই নয় নারীরাও সংসারের পাশাপাশি কর্মক্ষেত্রেও উন্নতিসাধন করছেন। ভবিষ্যতে তাদের দেখে আরো নারীরা অনুপ্রাণিত হবেন।
বর্তমানে মেয়েরাও পড়াশোনা বা উচ্চশিক্ষা লাভ করে এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য নানা রকমের কাজ কর্ম করছেন । কিন্তু সমাজে অনেকেই আছেন যারা কন্যা সন্তানকে বোঝা বলে মনে করেন। তাই যাতে মেয়েদের পড়াশুনার এবং বড় হওয়ার কোন অসুবিধা না হয় তাই সরকার ও অনেক সংস্থা মেয়ে জন্মের পর তাদের জন্য নানা ভাবে আর্থিক সাহায্য দিয়ে থাকেন। এখত্রে কন্যা সন্তান হলেই মা-বাবা বা অভিভাবকেরা পেয়ে যাবেন ১১,০০০ টাকা। কিভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
দেশের নানা জায়গায় এখনও অনেক নারীরা সমান সুযোগ সুবিধা পান না। এই পরিস্থিতিতে মেয়েরা যাতে সকলের সাথে এগিয়ে যেতে পারে সেই অধিকার নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার, কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নারীকল্যাণমূলক প্রকল্প কার্যকরী করেছে। এমন একটি সংস্থা হল জেনেক্স। রিপোর্ট অনুসারে, এই সংস্থাটি বাল বিকাশ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে কন্যা সন্তান জন্মালেই ১১,০০০ টাকার ফিক্সড ডিপোজিট প্রদান করার কথা ঘোষণা করেছে।
দেশের নানা জায়গায় এখনও অনেক নারীরা সমান সুযোগ সুবিধা পান না। এই পরিস্থিতিতে মেয়েরা যাতে সকলের সাথে এগিয়ে যেতে পারে সেই অধিকার নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার, কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি নারীকল্যাণমূলক প্রকল্প কার্যকরী করেছে। এমন একটি সংস্থা হল জেনেক্স। রিপোর্ট অনুসারে, এই সংস্থাটি বাল বিকাশ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে কন্যা সন্তান জন্মালেই ১১,০০০ টাকার ফিক্সড ডিপোজিট প্রদান করার কথা ঘোষণা করেছে।
কিভাবে আবেদন করবেন
ফিক্সড ডিপোজিট এর জন্য শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। আবেদনকারীকে প্রথমে জেনেক্সের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট-
https://www.genexchild.com/
এরপর হোম পেজ ওপেন হলে ‘Register’ অপশনটিতে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আবেদনপত্র দেখা যাবে। সেখানে সন্তানের তথ্যের সাথে মা-বাবা বা অভিভাবকের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সদ্যোজাত কন্যা সন্তানের ছবি আপলোড করে ‘submit’ অপশনে করতে হবে।
আবেদনের জন্য কি কি গুরুত্বপূর্ণ নথি লাগবে –
- কন্যা সন্তানের মা-বাবার নাম। উভয়ের আধার কার্ড নম্বর।
- কন্যা সন্তানের জন্মের শংসাপত্র।
- কন্যা সন্তানের ছবি।
- কন্যা সন্তানের মা-বাবার এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
- বৈধ ইমেইল আইডি।
- বৈধ মোবাইল নম্বর। (Girlchild Education)
উল্লেখ্য, এই ফিক্সড ডিপোজিটের সুবিধা নিতে হলে সন্তানের মা-বাবা বা অভিভাবককে কোন টাকা খরচ করতে হবে না। উল্টে ১৮ বছর বয়স হলে ওই সন্তান তাদের ফিক্সড ডিপোজিটের টাকা তুলে উচ্চশিক্ষা লাভ বা ব্যবসা বা বিয়ে বা নিজের ভবিষ্যত উন্নতি লাভের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। সবচেয়ে বড়ো কথা তারা স্বনির্ভর হতে পারবেন।
যদি আপনাদের এরকম তথ্য ভাল লাগে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।
উপসংহার –
ব্যবসা-বাণিজ্য, নান রকমের খবর, প্রতিদিনের সমস্যা সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।
এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।