LIC Jeevan Tarun: LIC জীবন তরুণ প্ল্যানে 150 টাকা করে বিনিয়োগ করলে, 12 বছর পর ভবিষ্যত নিরাপদ হয়ে যাবে, নতুন বাবা-মা দের জন্য এই প্ল্যান খুবই ভাল

You are currently viewing LIC Jeevan Tarun: LIC জীবন তরুণ প্ল্যানে 150 টাকা করে  বিনিয়োগ করলে, 12 বছর পর  ভবিষ্যত নিরাপদ হয়ে যাবে, নতুন বাবা-মা দের জন্য এই প্ল্যান খুবই ভাল

LIC Jeevan Tarun: ভারতের সবচেয়ে বিশ্বস্ত বীমা কোম্পানি হল ভারতীয় জীবন বীমা কর্পোরেশন , ভারতীয় জীবন বীমা কর্পোরেশন সব সময় চায় সমস্ত স্তরের মানুষের জন্য নতুন নতুন প্ল্যান। এবং এই প্ল্যানগুলির বেশিরভাগই সাধারন মানুষের কথা ভেবে তৈরি করা হয়।

এলআইসি জীবন তরুণ এরকমই একটা প্ল্যান। যেখানে মানুষ কম খরচে অধিক লাভ পাওয়া যায়। LIC জীবন তরুণ প্ল্যানে আপনি মাত্র প্রতিদিন 150 টাকার ও কম খরচে আপনার ভবিষ্যৎ কে সুরক্ষিত করতে পারবেন। এই প্ল্যানের আরও একটি সুবিধা আছে যে এই প্ল্যান অনেকটা কম সময়ের মধ্যে পরিপূর্ণতা পেয়ে যায় ।

LIC Jeevan Tarun:

LIC Jeevan Tarun: LIC জীবন তরুণ প্ল্যানে 150 টাকা করে বিনিয়োগ করলে, 12 বছর পর ভবিষ্যত নিরাপদ হয়ে যাবে,

এলআইসি জীবন তরুণের প্রধান বিশিষ্ট ঃ –

  • এলআইসি জীবন তরুণ একটি নন-লিঙ্কড, participating plan।
  • এলআইসি জীবন তরুণ প্ল্যানকে স্বল্পমেয়াদী প্ল্যান হিসাবে তৈরি করা হয়েছে ।
  • এই প্লান থেকে যে কোন ব্যাক্তি life Coverage এর সুবিধাও পায়।

এলআইসি জীবন তরুণের প্ল্যান কম বয়সী পিতামাতার জন্য একটি খুব ভাল প্ল্যান। এবার আসল ব্যাপারটা জেনে নিই কেন LIC মুলত কম বয়সী পিতামাতার জন্য এই প্ল্যান টি তৈরি করেছে।

পোস্ট অফিস সেভিংস স্কিম পলিসিতে বিনিয়োগ করতে পারেন মাত্র 10 বছরেই 16 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন নিশ্চিন্তে

আপনার বাচ্চারা যখন বড় হবে তখন এই তাদের শিক্ষার জন্য একটা অনেক বড় খরচের দরকার পড়ে । সেই সমস্যা দূর করার জন্য এই প্ল্যান -এর সাহায্য নিতে পারেন।

এছাড়া ছেলে মেয়েদের বিয়ের জন্য একটা বড় খরচ-এর দরকার হয়। তাই আপনি সেই কাজের জন্য এই প্ল্যান নিতে পারেন। আপনি 25 বছরের বীমা কভারের জন্য 20 বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। ন্যূনতম বিমাকৃত অর্থ হল 75000 টাকা কিন্তু এক্ষেত্রে সর্বোচ্চ বীমার কোন সীমা নেই।

এলআইসি জীবন তরুণের একটা হিসাব করে বুঝে নেওয়া যাক –

এলআইসি জীবন তরুণের প্ল্যানটি 12 বছরের বেশি বয়সী শিশুদের জন্য করা হয়৷ এবং যখন শিশুর বয়স 25 বছর হবে তখন টাকা পাওয়া যাবে। এর মানে হল যে বাচ্চা 25 বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত এই প্ল্যানটি চলবে । আপনি যদি এই প্ল্যানে প্রতিদিন 150 টাকা খরচ করেন, যা প্রতি মাসে 4500 টাকা, সন্তান বড় হওয়ার পরে আপনি 8.44 লক্ষ টাকা পাবেন। এই গণনাটি এই ধারণার উপর ভিত্তি করে করা হয়েছে যে এলআইসি প্ল্যান কেনার সময় শিশুটির বয়স 12 বছর।

Aishwarya Rai received Notice: ঐশ্বরিয়া রাইকে নোটিশ দিল সরকার, নাসিকে জমির কর পরিশোধ করেননি, যেনে নিন অভিনেত্রীর কত কর পাওনা আছে ?

শেয়ার করুন -

Leave a Reply