রাজ্যে জানুয়ারিতে আবার একটা অতিরিক্ত ছুটি ঘোষণা করল সরকার, জেনে নিন কাদের জন্য, কোন অফিসে এই ছুটি

You are currently viewing রাজ্যে জানুয়ারিতে আবার একটা অতিরিক্ত ছুটি ঘোষণা করল সরকার, জেনে নিন কাদের জন্য, কোন অফিসে এই ছুটি

রাজ্য সরকার আবার একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করতে চলেছে। সুত্রের খবর অনুযায়ী জানুয়ারি মাসে আবার একদিন বেশী ছুটি দিতে পারে রাজ্য সরকার।

মুলত ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এর সঙ্গে সরস্বতী পুজা হওয়ায় সরকারি কর্মচারী দের একদিন ছুটি কম হওয়ার কারনে, সরকার আরও একটি ছুটি ঘোষণা করতে পারে। এই ছুটি অতিরিক্ত ছুটি সরকার ঘোষণা করে কিনা তা নিয়ে পুরো রাজ্য জুড়ে জল্পনা এই মুহূর্তে চরমে উঠেছে।

রাজ্যে জানুয়ারিতে আবার একটা অতিরিক্ত ছুটি ঘোষণা করল সরকার, জেনে নিন কাদের জন্য, কোন অফিসে এই ছুটি

রাজ্যে জানুয়ারিতে আবার একটা অতিরিক্ত ছুটি ঘোষণা করল সরকার

চাকুরীজীবী মানুষেরা সব সময় ছুটি নিয়ে একটু বেশী হিসাব করেন। তা সে সরকারি বা বেসরকারি, যে কোন ক্ষেত্রেই হোক । যারা চাকুরীজীবী তারা সবসময়ই অপেক্ষা করেন কোন কোন দিন ছুটি পাওয়া যাচ্ছে।

এবং এই ছুটির তালিকা ধরে তাড়া সারা বছরের নানা রকমের প্ল্যান পরিকল্পনা করতে থাকে। কিন্তু সমস্যা হয়েছে যে জানুয়ারীর মাসে ২টি সরকারি ছুটির দিন একসাথে পড়ায় সাভাবিক ভাবে একটি ছুটি বাতিল হয়ে যায়। এই অবস্থায় সরকার যদি ২৭ জানুয়ারী অতিরিক্ত ছুটি ঘোষণা করে সেটা কর্মীদের জন্য সুখবর বয়ে আনবে।

এবং এই ইসুতে রাজ্য-এর সরকারী কর্মীদের একাধিক সংগঠন আগামী ২৭শে জানুয়ারী গন ছুটির ডাক দিয়েছে । তবে সরকার এখনও পর্যন্ত কোন নতুন নির্দেশ দেন নি এই ছুটির ব্যাপারে। যেহেতু সরকার কোন নির্দেশ না দেওয়ায় এই ছুটি ২৭ তারিখ ছুটি না হওয়ারই সম্ভবনা।

তবে সংবাদসুত্রে জানা যাচ্ছে, এই দিন ছুটি না দিলে সরকারি কর্মচারীদের উপর অবশ্যই অফিসে যাওয়ার অর্ডার বাধ্যতামূলক হতে পারে। কারন গত বছর বিভিন্ন ধর্মঘটের দিনে সরকার কর্মীদের বাধ্যতামূলক ভাবে অফিসে যাওয়ার অর্ডার প্রকাশ করেছিল ।

এবং এই আশংকা সরকারি কর্মচারীদের বেশ চিন্তায় ফেলেছে। অর্থাৎ অই দিন ছুটি তো হবেই না বরং অফিসে না গেলে অর্ডার ভঙ্গ হতে পারে, যদি সেইরূপ কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

কিন্তু শেষ খবর অনুযায়ী ২৬ শে জানুয়ারি যেহেতু সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস একইদিনে হচ্ছে, এই কারনে সরকারি কর্মীদের (Govt.Employees) ২৭ জানুয়ারি সরকার ছুটি ঘোষণা করার ব্যাপারে এখনও চিন্তা ভাবনা করছে।

কারণ ২০১৯ সালে প্রশাসনিক সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, যদি রবিবার বা অন্য কোনো ছুটি কোনো সরকারি ছুটির দিনে থেকে যায়, তবে সেই ছুটি মার যাবে না।

এবং আমরা সবাই জানি রাজ্য সরকার এর আগেও অনেক বার রাজ্য সরকারি কর্মচারীদের অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এবং দেখা গিয়েছে, বিশেষ ছুটির দিন রবিবার পড়ার কারণে বা একই দিনে দুটো ছুটি পড়ার কারণে সরকারের তরফে অতিরিক্ত ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

পোস্ট অফিস সেভিংস স্কিম পলিসিতে বিনিয়োগ করতে পারেন মাত্র 10 বছরেই 16 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন নিশ্চিন্তে

শেয়ার করুন -

Leave a Reply