বাড়ির সামনের দিকে কিছুটা জায়গা রয়েছে?দেরি করবেন না ATM বসিয়ে নিন, মাসে আয় প্রচুর- সঠিক নিয়ম জেনে নিন

You are currently viewing বাড়ির সামনের দিকে কিছুটা জায়গা রয়েছে?দেরি করবেন না ATM বসিয়ে নিন, মাসে আয় প্রচুর- সঠিক নিয়ম জেনে নিন

আপনি যদি খুব তাড়াতাড়ি ভালো উপার্জনের চিন্তা করছেন ? তাহলে আজকের এই লেখাটি ভাল করে জেনে নেবেন। এবার থেকে বাড়িতে বসেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।

আপনি নিশ্চয় দেখেছেন, অনেকের বাড়িতে বা নিজের জায়গাতে ATM মেশিন বসানো আছে। কিন্ত কীভাবে উনারা এই মেশিন বসিয়েছেন, এই মেশিন বসাতে কী কী লাগবে। আপনি ATM বসাতে পারবেন কিনা সেই বিষয়ে কোনো ধারণাই নেই! তাহলে আর চিন্তা করবেন না। আপনিও নিজের জায়গায় SBI সহ বিভিন্ন যেকোনো ব্যাংকের ATM মেশিন বসাতে পারবেন। কীভাবে ATM মেশিন বসিয়ে প্রতি মাসে মোটা টাকা উপার্জন করতে পারবেন তা নিয়ে নীচে বিশদে আলোচনা করা হলো।

ATM মেশিন বসানোর জন্য কি কি দরকার ?

(১) ৫০ থেকে ৮০ বর্গফুট জায়গা থাকতে হবে।

(২) এটিএম বসানোর জন্য জায়গা নীচের তলায় (Ground Floor) হতে হবে। দোতালা বা তিনতলায় সেই জায়গা থাকলে হবে না।

(৩) উক্ত জায়গাটিতে যেনো লোকজন ভালোভাবে যাতায়াত করতে পারেন।

(৪) এটিএম বসানোর জায়গাতে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কাজ আপনার নিজের খরচে করতে হবে।

(৫) যেখানে ATM মেশিন বসাতে চান সেখানে উপরে কংক্রিটের ছাদ থাকতে হবে।

আবেদন করার জন্য কী কী নথি লাগবে?

(১) যেই জায়গাতে বসাবেন সেখানের জমির ডকুমেন্টস

(২) সচিত্র প্রমাণপত্র – আধার কার্ড,প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি

(৩) ঠিকানার প্রমাণপত্র – ইলেকট্রিসিটি বিল, রেশন কার্ড ইত্যাদি)

(৪) ফটো, ইমেল আইডি, ফোন নম্বর

ATM মেশিন বসানোর জন্য আবেদন করবেন কিভাবে ?

মনে রাখবেন ATM মেশিন বসানোর জন্য ব্যাংকের সাথে যোগাযোগ করার বেশি প্রয়োজন নেই। ব্যাংক নিজে থেকে কোনো জায়গায় ATM মেশিন বসায় না। ব্যাংক বিভিন্ন কোম্পানির মাধ্যমে নিজেদের ATM মেশিন বসায়। এইরকমই জনপ্রিয় কোম্পানিগুলো হলো Tata Indicash ATM , India 1 CashMuthoot ATM ; আপনি সরাসরি এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজের জায়গায় এটিএম বসানোর জন্য আবেদন করতে পারেন। আবেদন সম্পন্ন হলে সেই কোম্পানির আধিকারিকরা আপনার জায়গাটি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে যে সেখানে ATM বসানো হবে কিনা। যদি উক্ত ATM কোম্পানি সেই জায়গাতে এটিএম মেশিন বসাতে ইচ্ছুক হয় তাহলে আপনার সাথে পুনরায় তারা যোগাযোগ করে নেবে।

ATM মেশিন বসিয়ে উপার্জন কিভাবে করবেন ?

(১) ATM মেশিন বসানোর জন্য আপনাকে সেই কোম্পানির তরফ থেকে প্রতি মাসে নির্দিষ্ট ভাড়া হিসেবে মিনিমাম ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা অবধি দেওয়া হবে। যদি ATM মেশিন বসানোর জায়গাটি খুব জনবহুল এলাকায় হয় ও সেখানে জমির দাম বেশি হয় তাহলে আপনাকে ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা অবধিও ভাড়া দিতে পারে।

(২) এছাড়াও আপনাকে প্রতি মাসে কমিশন দেওয়া হবে। অর্থাৎ দিনে একটি ক্যাশ উইথড্রয়াল ট্রানজাকশানের জন্য ও একটি নন-ক্যাশ উইথড্রয়াল ট্রানজাকশান (যেমন নিজের অ্যাকাউন্ট ডিটেইলস চেক, ব্যালান্স চেক ইত্যাদি) এর জন্য আপনাকে কমিশন দেওয়া হবে।

যদি আপনার এই গল্প ভাল লেগে থাকে তবে facebook এ অবশ্যই লাইক দেবেন ও অন্যকে শেয়ার করবেন।

উপসংহার –

ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত এইরকম আরও নানান খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং উপরের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে । যদি আপনার নিজস্ব কোন মতামত থাকে তবে আপনি নিচে কমেন্ট করবেন।

এইরকম আরও নানান নিত্যনতুন ব্যবসা-বাণিজ্য মূলক আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং ডানদিকের উপরের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

শেয়ার করুন -

Leave a Reply