NIFT 2023 অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 15 জানুয়ারী থেকে, দেখে নিন ডাউনলোড করার পদ্ধতি এবং ওয়েবসাইট

You are currently viewing NIFT 2023 অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 15 জানুয়ারী থেকে, দেখে নিন ডাউনলোড করার পদ্ধতি এবং ওয়েবসাইট

NIFT 2023 অ্যাডমিট কার্ড ডাউনলোড- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT) এর অ্যাডমিট কার্ড NIFT UG/PG PROGRAMME and for NLEA (UG) B.Des. and B.F Tech এর জন্য 15 জানুয়ারি দেখা যাবে। প্রার্থীরা ১৫ ই জানুয়ারি সকাল ১০ তার পর NIFT-এর অফিসিয়াল ওয়েবসাইটে niftadmissions.in-এ ভিজিট করে অ্যাডমিট কার্ড দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।

2023, ফেব্রুয়ারী 5 তারিখে NIFT UG/PG প্রোগ্রাম এবং NLEA (UG) B.Des-এর জন্য NIFT 2023 প্রবেশিকা পরীক্ষা হবে। এবং NIFT 2023 চূড়ান্ত ফলাফল 2023 সালের মে মাসে ঘোষণা করা হবে।

NIFT 2023 অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 15 জানুয়ারী থেকে, দেখে নিন ডাউনলোড করার পদ্ধতি এবং ওয়েবসাইট

NIFT 2023 অ্যাডমিট কার্ড: যেনে নিন ডাউনলোড করার পদ্ধতি

১। niftadmissions.in-এ অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে ভিজিট করুণ।

২। হোমপেজে আপনাকে “অ্যাডমিট কার্ড” অপশনে ক্লিক করতে হবে।

৩। আপনার লগইন আডি এবং Password দিয়ে লগইন করুণ।

৪। আপনার NIFT 2023 অ্যাডমিট কার্ড আনার ওয়েবপেজে দেখতে পারবেন।

৫। এবার ডাউনলোড ওপ্সানে ক্লিক করুন এবং প্রিন্টআউট নিয়ে নিন।

শেয়ার করুন -

Leave a Reply