কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কৃষক বন্ধু list Check WB কৃষক বন্ধু id number check krishak bandhu net krishak bandhu status check west bengal krishak bandhu beneficiary list krishak bandhu.net
কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের অনেক গুলি জনমুখি সরকারি প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প , এই প্রকল্পের ভেতর মুলত আমাদের রাজ্যের কৃষকরা ভীষণ ভাবে লাভবান হন । এবং সাধারন ভাবে কৃষকরা তাদের চাষের জমি চাষ করার সময় এই প্রকল্প থেকে প্রাপ্ত টাকা ভীষণ ভাবে কাজে লাগে। তাই এই প্রকল্পে সরাসরি সুফল রাজ্যের কৃষকরা পেয়ে থাকেন।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা? krishak bandhu Benefits
আমাদের রাজ্যের কৃষকরা তাদের নিজের জমি চাষ করার জন্য এই প্রকল্পের অধীনে, রবি ও খরিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে 4,000/- টাকা থেকে 10,000/- টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকেন। এবং এই টাকা সরাসরি কৃষকদের নিজস্ব ব্যাংক -এর খাতা তে চলে আসে। এবং কৃষকরা নিজেদের ইচ্ছেমত বা দরকার মত ব্যাংক থেকে সেই টাকা তুলে খরচ করতে পারেন।
তবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনার নিজের বা চাষ করেন এমন চাষযোগ্য জমি থাকা দরকার , এবং পশ্চিমবঙ্গ রাজ্য লক্ষ্য লক্ষ্য কৃষক এই প্রকল্পের লাভ নিচ্ছেন। আপনি যদি সেই লক্ষাধিক কৃষকদের মধ্যে একজন হন যারা সুবিধাগুলি পেতে এই প্রকল্পের অধীনে নিবন্ধন করেছেন, তাহলে আপনি খুব সহজে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট krishakbandhu.net/ এ গিয়ে কৃষকবন্ধু স্ট্যাটাস চেক করতে পারেন।
কৃষক বন্ধু প্রকল্প তে আপনি টাকা পেতে হলে আপনাকে বেশ কিছু শর্ত পালন করতে হবে, এই কৃষক বন্ধু যোজনার অধীনে, রাজ্যবাসির বা কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি তারা প্রতি বছর দুটি কিস্তিতে 10,000 টাকা পাবনে। এবং এই দুটি কিস্তি সমান ভাবে দেওয়া হবে, প্রথম কিস্তিটি খরিফ মরশুমের সময় এবং দ্বিতীয় কিস্তিটি রবি শস্য চাষের সময় পাওয়া যাবে।
আবার কৃষক বন্ধু প্রকল্প-এ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম তারা দুই কিস্তিতে ন্যূনতম 4,000 টাকা পাবেন। অতি সম্প্রতি রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দ্বিতীয় কিস্তি পেয়ে গেছেন।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কৃষক বন্ধু list Check WB কৃষক বন্ধু id number check krishak bandhu net krishak bandhu status check west bengal krishak bandhu beneficiary list krishak bandhu.net
যদি আপনি কোন কারনে কৃষক বন্ধু প্রকল্প-এর টাকা এখনও না পান তবে আপনি অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে কৃষক বন্ধু স্ট্যাটাস দেখে নিতে পারেন। এবং কোন সমস্যা হলে আপনি আপনার ব্লক অফিসে কেপিও এর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং কোন সমস্যা হলে উনি কৃষক বন্ধু প্রকল্প-এর সেই সমস্যার করে দেবেন।
তবে এই কৃষক বন্ধু স্কিমটি কেবল মাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যে প্রযোজ্য। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ 2019 সালের জানুয়ারিতে চালু করা হয়েছিল৷ এবং এই কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর কৃষকদের মধ্যে ভীষন রকমের এক আশা জাগিয়ে তুলেছে।
এই কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর প্রায় 90 লক্ষেরও বেশি কৃষক ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাগুলি পেতে নিজেদের নাম নথিভুক্ত করেছেন৷এবং কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, পশ্চিমবঙ্গ সরকার রবি ও খরিফ ফসল চাষের জন্য কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য একটি প্রকল্প চালু করেছে।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য কি দরকার ?
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য কি দরকার কৃষকদের তা এখন আমরা জানব। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন তবে আপনার অবশ্যই জানা উচিত যে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার জন্য যে শংসাপত্রটি প্রয়োজন তা হল আপনার আধার কার্ড নম্বর, অর্থাৎ যিনি এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন তার আধার কার্ড নম্বর । স্ট্যাটাস চেক করার লিঙ্কটি নিচে দেওয়া আছে আপনি ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে নিতে পারেন।
তবে এটা খেয়াল রাখবেন শুধুমাত্র সেই সমস্ত কৃষকরা কিস্তির টাকা পাবেন যাদের আবেদনপত্র গৃহীত হয়েছে এবং সঠিকভাবে নথি জমা করা হয়েছে। সম্প্রতি, কয়েক মাসে হাজার হাজার কৃষক এই স্কিমের সুবিধা পেতে নাম নথিভুক্ত করেছেন, যদি আপনি নাম নথিভুক্ত করিয়েছেন এবং কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করেতে চান বা আপনার আবেদনের অবস্থা জানতে আপনার নিকটতম CSC গিয়ে তা চেক করে নিতে পারেন।
কৃষকবন্ধু নাম নিবন্ধন
রাজ্যের সমস্ত কৃষকরা যারা চাষ বাস করে জীবিকা নির্বাহ করেন তারা এই স্কিমের সুবিধা পেতে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি যদি রবি এবং খরিফ ফসল চাষের জন্য সারাকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিতে চান তবে আপনি কিন্তু এই চাষের জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বার্ষিক 10,000/- টাকা পর্যন্ত পেতে পারেন। তবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কোনও অনলাইন পদ্ধতি নেই। যিনি যোগ্য এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র রয়েছে তিনি কৃষকবন্ধু নিবন্ধনের জন্য সহকারী কৃষি দপ্তরে গিয়ে এই কাজটি করতে হবে।
কৃষক বন্ধু নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
কৃষক বন্ধু প্রকল্পে নাম নিবন্ধনের জন্য নিচের প্রয়োজনীয় নথিগুলি দরকার হবে।
- গ্রাহকের আধার কার্ড
- গ্রাহকের রেশন কার্ড
- গ্রাহকের আবাসিক শংসাপত্র আয়ের শংসাপত্র জাত শংসাপত্র
- গ্রাহকের জমির কাগজ জেমন রেকর্ড
- বয়স প্রমাণ
- গ্রাহকের ব্যাঙ্ক পাসবুক
- গ্রাহকের মোবাইল নম্বর
- গ্রাহকের পাসপোর্ট সাইজ ছবি
কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে চেক করবেন?
কৃষক বন্ধুর কিস্তির পরিমাণ-এর অবস্থা জানার জন্য আপনাকে নীচের পদ্ধতি অনুসরণ করলে আপনি তা সহজে জেনে নিতে পারবনে। –
কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.net/ এ যান।
কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে “নথিভুক্ত কৃষকদের তথ্য” এই লেখাটি তে বিকল্পটিতে ক্লিক করুন এবং কিল্ক করলে অন্য একটি ওয়েবপেজে খুলে যাবে।
উপরে উল্লিখিত বিকল্পটিতে ট্যাপ করার পরে, আপনি কৃষকবন্ধু স্ট্যাটাসের জন্য একটি বিকল্প পাবেন, এটিতে আলতো চাপুন।
এখন, আপনাকে আপনার বৈধ ভোটার আইডি কার্ড নম্বর প্রদান করতে হবে এবং তারপরে কিস্তির স্থিতি পরীক্ষা করতে অনুসন্ধান বা সার্চ বোতামটি টিপুন।
এবং আপনি আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস পেয়ে যবেন ।
আপনি যদি কোনো রেকর্ড খুঁজে না পান, তাহলে আপনাকে আপনার নিবন্ধন স্থিতি সম্পর্কে জানতে CSC বা কৃষি সহকারী পরিচালকের অফিসে যেতে হবে।
krishak bandhu.net krishak bandhu net কি ?
কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের অনেক গুলি জনমুখি সরকারি প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প , এই প্রকল্পের ভেতর মুলত আমাদের রাজ্যের কৃষকরা ভীষণ ভাবে লাভবান হন । এই কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের কৃষকদের তাদের চাষ বাসের সুবিধার জন্য বছরে ৪০০০ টাকা থেকে ১০০০০টাকা পর্যন্ত দেয়। তবে এই টাকা এক সঙ্গে দেওয়া হয় না । এই টাকা ২ টি কিস্তিতে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের সমস্ত তথ্য ডিজিটাল রুপে কাজ করার জন্য কেবল মাত্র এই প্রকল্পের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছেন যার নাম krishak bandhu.net (krishak bandhu net) । এই krishak bandhu.net (krishak bandhu net) এর সঠিক ওয়েব এড্রেস আমি নিচে দিয়ে রেখেছি আপনি সেই লিঙ্ক – কিল্ক করে krishak bandhu.net (krishak bandhu net) ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এবং krishak bandhu.net (krishak bandhu net) থেকে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্য জানতে পারবেন , যেমন –
krishak bandhu list , krishak bandhu beneficiary list , krishak bandhu id number check, krishak bandhu status check, krishak bandhu status check west bengal
Country | India |
State | West Bengal |
Scheme | Krishak Bandhu |
Department | Department of Agriculture, Government of West Bengal |
Beneficiaries | Farmers |
Benefits | ₹4,000/- to ₹10,000/- |
Krishak Bandhu Status Check Link | Click Here |
Official Website | krishakbandhu.net |
সুখবরঃ সবুজ সাথী প্রকল্পে ১২ লক্ষ সাইকেল স্কুল ছাত্রীদের খুব তাড়াতাড়ি দেবে রাজ্য সরকার।